Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতারণা; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসাধু
(p. 70) asādhu বিণ. 1 অসত্; মন্দ; প্রতারণা করে এমন (অসাধু ব্যবসায়ী); 2 ব্যাকরণদুষ্ট, অসিদ্ধ (অসাধু শব্দ)। [সং. ন + সাধু]। ̃ তা বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো। 52)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কুহক
(p. 202) kuhaka বি. 1 মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); 2 প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)। [সং. √ কুহ্ + অক]। ̃ জীবী (-বিন্) বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক। কুহকী (-কিন্) বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর। স্ত্রী. কুহকিনী। 11)
চিটিং-বাজ
(p. 288) ciṭi-mbāja বি. ঠক, প্রতারক। [ইং. cheating + ফা. বাজ]। চিটিং-বাজি বি. প্রতারণা; ছল-চাতুরী। 18)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছলন, ছলনা
(p. 301) chalana, chalanā বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত। 53)
ছলা
(p. 301) chalā বি. ছল, ছলনা। ক্রি. ছলনা করা, প্রতারণা করা, ঠকানো, ধোঁকা দেওয়া ('কোন ছলে ছলিয়া': রবীন্দ্র)। [সং. ছল + বাং. আ স্বার্থে]। ̃ কলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল। 54)
জুয়া2
(p. 327) juẏā2 বি. 1 বাজি রেখে প্রতিযোগিতামূলক খেলা, gambling; 2 দ্যূতক্রীড়া। [হি. জুয়া]। ̃ খেলা বি. টাকাপয়সা বাজি ধরে খেলা। ̃ চুরি বি. প্রবঞ্চনা, প্রতারণা। ̃ চোর বি. ঠক, প্রবঞ্চক, প্রতারক। ̃ ড়ি, ̃ রি বি. যে জুয়া খেলে। 45)
ঠকা
(p. 350) ṭhakā ক্রি. 1 প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি); 2 প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ); 3 হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)। বি. উক্ত সব অর্থে। [সং. √ স্হগ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রতারণা বা বঞ্চনা করা; 2 হারানো; 3 অপ্রস্তুত বা অপ্রতিভ করা। ̃ মি, ̃ মো বি. প্রতারণা, ঠকের কাজ। 6)
তঞ্চ
(p. 364) tañca বি. 1 প্রতারণা; ছলনা; 2 কৌশল। [সং. √ তঞ্চ্ + অ]। ̃ বিণ. প্রবঞ্চক, প্রতারক, বঞ্চনাকারী, ঠগ। [সং. √ তঞ্চ্ + অক]। ̃ কতা বি. প্রবঞ্চনা, প্রতারণা, চাতুরী। 14)
দাগা2
(p. 402) dāgā2 বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা। 49)
ধাপ্পা
(p. 433) dhāppā বি. 1 মিথ্যা আশ্বাস, মিথ্যা উপদেশ, মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি; 2 প্রবঞ্চনা; 3 মিথ্যা কথা। [হি. ধপ্পা]। ̃ বাজ বিণ. ধাপ্পা দেয় এমন, মিথ্যাবাদী। ̃ বাজি বি. ধাপ্পাবাজের কাজ, প্রতারণা। 49)
ধোঁকা৩
(p. 441) dhōn̐kā3 বি. 1 সংশয়, সন্দেহ (মনে ধোঁকা লাগল); 2 প্রবঞ্চনা, ধাপ্পা, ফাঁকি (ধোঁকা দেওয়া)। [তু. হি. ধোঁখা]। ধোঁকা দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া; ঠকানো বা ধাপ্পা দেওয়া। ধোঁকায় পড়া ক্রি. বি. সংশয় বা সন্দেহে পড়া; সন্দিহান হওয়া এবং ফলে কর্তব্য-অকর্তব্য স্হির করতে না পারা। ̃ বাজ বি. বিণ. ফাঁকিবাজ; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ধাপ্পা, ফাঁকি, প্রবঞ্চনা। ধোঁকার টাটি বি. প্রতারণার আবরণ, যে আবরণের আড়ালে প্রতারণা করা হয়; বাইরে থেকে বোঝা যায় না এমন প্রতারণার ব্যবস্হা (এ সংসার ধোঁকার টাটি)। 3)
প্রতারণা, প্রতারণ
(p. 538) pratāraṇā, pratāraṇa বি. প্রবঞ্চনা, বঞ্চনা; ছলনা, শঠতা। [সং. প্র + √ তৃ + ণিচ্ + অন + আ]। প্রতারক বিণ. প্রবঞ্চক, প্রতারণাকারী, ঠক। প্রতারিত বিণ. প্রবঞ্চিত, ঠকেছে এমন। স্ত্রী. প্রতারিতা। 61)
প্রবঞ্চন, প্রবঞ্চনা
(p. 546) prabañcana, prabañcanā বি. 1 প্রতারণা, জুয়াচুরি; 2 ছলনা। [সং. প্র + বঞ্চন, বঞ্চনা]। প্রবঞ্চক বিণ. প্রবঞ্চনা করে এমন; ঠক, জুয়াচোর; ছলনাকারী। প্রবঞ্চিত বিণ. প্রতারিত। 52)
ফাঁকি
(p. 563) phān̐ki বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ̃ বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ̃ বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা। 9)
ফেরেব
(p. 569) phērēba বি. প্রবঞ্চনা; জুয়াচুরি। [ফা. ফরেব্]। ̃ বাজ বিণ. প্রবঞ্চক, ঠক; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ফেরেববাজের আচরণ বা বৃত্তি। ফেরেবি বি. প্রবঞ্চনা। বিণ. প্রবঞ্চক; প্রতারণাপূর্ণ (ফেরেবি কাজ)। 15)
বঞ্চন, বঞ্চনা
(p. 575) bañcana, bañcanā বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর ('বঞ্চিত ক'রে বাচালে মোরে': 'কেন বঞ্চিত হব চরণে': র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)। 4)
বিড়ম্বনা, বিড়ম্বন
(p. 611) biḍ়mbanā, biḍ়mbana বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (ভাগ্যের বিড়ম্বনা); 2 অনর্থক দুর্ভোগ (চেষ্টা করা বিড়ম্বনা মাত্র, দুর্যোগে পথে বেরিয়ে কী বিড়ম্বনাই না হল); 3 (বিরল) অনুকরণ। [সং. বি + √ ডম্ব্ + অন + আ, অন]। বিড়ম্বিত বিণ. 1 প্রবঞ্চিত, প্রতারিত; 2 ক্লেশিত, ক্লেশপ্রাপ্ত (বিড়ম্বিত জীবন); 3 অনুকৃত। 65)
বিপ্র-লম্ভ
(p. 619) bipra-lambha বি. 1 প্রতারণা, বঞ্চনা; 2 বিরহ. নায়কনায়িকার বিচ্ছেদ; 3 কলহ। [সং. বি + প্র + √ লভ্ + অ]। 31)
বুজ-রুক
(p. 633) buja-ruka বিণ. 1 পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভানকারী; 2 প্রতারক (বুজরুকের পাল্লায় পড়া)। [ফা. বুজুর্গ]। বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা। 11)
ভণ্ড2
(p. 655) bhaṇḍa2 বিণ. 1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী); 2 শঠ, প্রতারক। বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)। [সং. √ ভণ্ড্ + অ]। ̃ ন বি. ভাঁড়ানো প্রতারণা। ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো। ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা। 42)
ভাঁওতা
(p. 659) bhām̐ōtā বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ̃ .বাজ বিণ. প্রতারক, ঠক। বি. ̃ .বাজি। 25)
ভাঁড়ানো
(p. 660) bhān̐ḍ়ānō ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076851
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769798
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721467
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698583
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595011
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546614
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542497

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন