Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতারণা, প্রতারণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রতারণা, প্রতারণ এর বাংলা অর্থ হলো -

(p. 538) pratāraṇā, pratāraṇa বি. প্রবঞ্চনা, বঞ্চনা; ছলনা, শঠতা।
[সং. প্র + √ তৃ + ণিচ্ + অন + আ]।
প্রতারক বিণ. প্রবঞ্চক, প্রতারণাকারী, ঠক।
প্রতারিত বিণ. প্রবঞ্চিত, ঠকেছে এমন।
স্ত্রী. প্রতারিতা।
61)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পন্হ
(p. 488) panha বি. 1 (ব্রজ. ও. প্রা. বাং.) পথ (পন্হ বিপথ নাহি মান': বিদ্যা) 2 ধর্মমত, ধর্মসম্প্রদায় (কবিরপন্হ)। [সং. পথিন্]। 70)
পোঁতা2
(p. 533) pōn̐tā2 ক্রি. বি. 1 মাটি পাঁচিল গৃহতল প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা (মাটির নীচে পোঁতা); 2 রোপণ করা (আমের চারা পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [পুঁতা দ্র]। 34)
পুনরুক্ত
(p. 523) punarukta বিণ. আবার বলা হয়েছে এমন। [সং. পুনঃ + উক্ত]। পুনরুক্তি বি. আবার বলা; একই কথা আবার বলা। 64)
পৌঁছা
(p. 534) paun̐chā ক্রি. বি. 1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে); 2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)। [ প্রাকৃ. পহুচ্চ্]। ̃ নো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)। 49)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
পরি-ণাহ, পরী-ণাহ
(p. 498) pari-ṇāha, parī-ṇāha বি. 1 বিস্তার, প্রসার ('প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা': সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]। 4)
পুঁছা, পোঁছা
(p. 523) pun̐chā, pōn̐chā ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. মোছানো। 20)
পরিপুষ্ট
পরি-তৃপ্ত
পয়-গাম
পুরস্কার
(p. 526) puraskāra বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]। 28)
পুরোধা, (অপ্র.) পুরোধাঃ
(p. 526) purōdhā, (apra.) purōdhāḥ (-ধস্) বি. 1 পুরোহিত; 2 প্রধান ব্যক্তি। [সং. পুরস্ + √ ধা + অস্]। 60)
পালা৫, পালানো
(p. 518) pālā5, pālānō যথাক্রমে পলা3 ও পলানো -র চলিত রূপ। 2)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
প্রস্তুত
পরি-সাজ
(p. 499) pari-sāja বি. বইয়ের বাঁধাই ছাপা প্রভৃতির শোভা। [সং. পরি + বাং. সাজ]। তু. ইং. get-up. 85)
পুরন্ত
(p. 526) puranta বিণ. 1 পরিপুষ্ট, নিটোল (পুরন্ত শরীর); 2 সম্পূর্ণ বা পূর্ণ, ভরতি হয়েছে এমন। [পুরা2 দ্র]। 20)
প্রত্যবায়
(p. 544) pratyabāẏa বি. 1 পাপ; 2 অনিষ্ট, অমঙ্গল; 3 বিরুদ্ধতা। [সং. প্রতি + অব + √ ই + অ]। 29)
পারা2
(p. 513) pārā2 অব্য. বিণ. সদৃশ, মতো, তুল্য (পাগলপারা, লম্বাপারা লোক)। [সং. প্রায়]। 114)
প্রপতন
(p. 546) prapatana বি. 1 পতন; 2 সম্যক পতন ও মৃত্যু; 3 বিনাশ, ধ্বংস। [সং. প্র + √ পত্ + অন]। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us