Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বক্তৃতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অবক্তব্য
(p. 43) abaktabya বিণ. বলার অযোগ্য, বলা যায় না বা উচিত নয় এমন, অকথ্য। [সং. ন + বক্তব্য]। অবক্তা বি. বিণ. যে বলতে বা বক্তৃতা করতে পারে না। 25)
অভি-ভাষণ
(p. 50) abhi-bhāṣaṇa বি. (সভায় উপস্হিত শ্রোতাদের উদ্দেশে) বক্তৃতা, address; সম্ভাষণ। [সং. অভি + ভাষণ]। 107)
আকর্ষণ
(p. 81) ākarṣaṇa বি. টান; নিজের দিকে আনার জন্য টান; (গৌণ অর্থে) যে গুণের দ্বারা মন প্রলুব্ধ হয় (গানের আকর্ষণ)। [সং. আ + √ কৃষ্ + অন] আকর্ষণী বিণ. টেনে আনে বা আকর্ষণ করে এমন (বক্তৃতার আকর্ষণী শক্তি)। বি. আঁকশি। আকর্ষণীয় বিণ. আকর্ষণের যোগ্যআকর্ষণরকারী অর্থে অশুদ্ধ প্রয়োগ। 3)
আভাষ
(p. 99) ābhāṣa বি. 1 মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); 2 আলাপ। [সং. আ + ̃ ভাষ্ + অ]। ̃ ণ বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত বিণ. কথিত, উক্ত। 41)
উপ-স্হিত
(p. 133) upa-shita বিণ. 1 আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); 2 বর্তমান (উপস্হিত কাল); 3 আসন্ন (উপস্হিত বিপদ); 4 বিদ্যমান (উপস্হিত থাকা)। [সং. উপ + √ স্হা + ত]। ̃ বক্তা (-ক্তৃ) বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। ̃ বুদ্ধি বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। ̃ মতো বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)। উপ-স্হিত বি. 1 সমাগম; হাজিরা; 2 বিদ্যমানতা। 77)
এনকোর
(p. 146) ēnakōra বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]। 59)
ওজস্বী
(p. 152) ōjasbī (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা। 27)
কুবক্তা
(p. 197) kubaktā (-ক্তৃ) বি. ভালো বক্তৃতা করতে পারে না বা সুন্দর কথা বলতে পারে না এমন ব্যক্তি। [সং. কু + বক্তৃ]। 16)
ক্যাসেট
(p. 210) kyāsēṭa বি. সংগীত অভিনয় বক্তৃতা প্রভৃতি রেকর্ড করা 'টেপ' এর আধার; টেপসহ আধার (গানের ক্যাসেট বাজছে)। [ইং. ফ. cassette]। 136)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
জোলো
(p. 331) jōlō বিণ. 1 জলমিশ্রিত (জোলো দুধ); 2 জলীয়, সজল (জোলো বাতাস); 3 জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); 4 নীরস; 5 অন্তঃসারশূন্য; 6 হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]। 2)
জ্বালা-ময়ী
(p. 331) jbālā-maẏī বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]। 42)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
তাত্-ক্ষণিক
(p. 375) tāt-kṣaṇika বিণ. 1 সেই সময়ের, তত্কালীন; 2 (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]। 4)
তেজস্কর
(p. 375) tējaskara বিণ. 1 বলদায়ক, শক্তিবর্ধক; 2 উদ্দীপক (তেজস্কর বক্তৃতা)। [সং. তেজস্ + √ কৃ + অ]। 273)
নাতি2
(p. 454) nāti2 বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)। [সং. ন + অতি]। ̃ দীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)। ̃ দূর বি. বিণ. বেশি দূর নয় এমন ('নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা': সু. দ)। ̃ শীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন। ̃ শীতোষ্ণ-মণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone. 11)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
নিষ্প্রাণ
(p. 475) niṣprāṇa বিণ. 1 প্রাণহীন, মৃত (নিষ্প্রাণ দেহ); 2 নির্জীব, সজীবতা নেই এমন, ম্রিয়মাণ; 3 উদ্দীপক নয় এমন, আবেগহীন বা উদ্যমহীন (নিষ্প্রাণ বক্তৃতা)। [সং. নির্ + প্রাণ]। বি. ̃ তা। 38)
বক্তা
(p. 573) baktā (-ক্তৃ) বিণ. বি. 1 বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); 2 উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); 3 বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]। 25)
বক্তার
(p. 573) baktāra বিণ. বি. 1 বক্তৃতাপটু; 2 অপার্থিব বা অলৌকিক প্রভাবের আবেশে বক্তৃতা করে এমন। [তু. সং. বক্তৃ]। 26)
বক্তৃতা
(p. 573) baktṛtā বি. 1 (সমবেত শ্রোতার সামনে) ভাষণ; 2 বাগ্বিন্যাস; 3 বাক্পটুতা। [সং. বক্তৃ + তা]। 27)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বাগ্-বিদগ্ধ
(p. 591) bāg-bidagdha বিণ. বাক্যে পণ্ডিত, বাক্যনিপুণ। [সং. বাচ্ + বিদগ্ধ]। বাগ্-বৈদগ্ধ, বাগ্-বৈদগ্ধ্য বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য। 55)
বাগ্মী
(p. 591) bāgmī (-গ্মিন্) বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. বাচ্ + মিন্]। বাগ্মিতা বি. উত্তম বক্তৃতা করার ক্ষমতা; বাক্পটুতা। 75)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077447
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770033
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698723
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595089
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546896
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542556

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন