Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
নাতি2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। নাতি2 এর বাংলা অর্থ হলো -
(p. 454) nāti2
বিণ-বিণ.
অনতি,
অনধিক,
বেশি নয় এমন
(নাতিশীতোষ্ণ,
নাতিদীর্ঘ,
নাতিস্হূল)।
[সং. ন + অতি]।
দীর্ঘ
বিণ. খুব
দীর্ঘ
নয় এমন
(নাতিদীর্ঘ
বক্তৃতা)।
দূর বি. বিণ. বেশি দূর নয় এমন
('নাতিদূরে
তর হাসি
উন্মথে
নীরবতা':
সু. দ)।
শীতোষ্ণ
বিণ. বেশি
ঠাণ্ডাও
নয়, বেশি গরমও নয় এমন,
ঠাণ্ডা-গরম
কোনোটিই
বেশি নয় এমন।
শীতোষ্ণ-মণ্ডল
বি.
উত্তর
বা
দক্ষিণ
হিমমণ্ডল
ও
গ্রীষ্মমণ্ডলের
মধ্যবর্তী
অঞ্চল,
যেখানে
শীত বা গরম
কোনোটিই
প্রবল
নয়, temperate zone. 11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
নিরিখ
(p. 468) nirikha বি. 1
বাজারদর;
2 হার
(এখনকার
নিরিখে
বিচার
করলে ভুল হবে)। [ফা.
নির্খ]।
5)
নাড়া বাঁধা
(p. 454) nāḍ়ā bān̐dhā ক্রি. 1
(বিশেষত
সংগীতে)
গুরু বা
ওস্তাদের
কাছে
শিক্ষানবিশি
শুরু করা; 2
সাধুসন্ন্যাসীর
চেলা
হওয়া।
[হি.
নাড়া
(=সুতো),
সংগীতের
শিষ্যদের
কবজিতে
গুরুর
লাল সুতো
বাঁধার
রীতি
থেকে]।
6)
নিশি
(p. 473) niśi বি. 1
রাত্রি,
নিশা
(দিবানিশি,
'নিশিদিন
ভরসা
রাখিস':
রবীন্দ্র);
2
প্রেতযোনিবিশেষ;
রাত্রে
এদের ডাকে
আকৃষ্ট
হয়ে
আধঘুমন্ত
মানুষ
ওই
ডাকের
অনুসরণে
গিয়ে
প্রাণ
হারায়
বলে
প্রাচীন
বিশ্বাস।
[ সং.
নিশা]।
̃ দিন, ̃ দিশি
ক্রি-বিণ.
1
রাত্রিদিন;
2
সর্বক্ষণ।
̃ পালক বি.
রাতের
প্রহরী।
̃ পালন বি.
অমাবস্যা,
পূর্ণিমা
ও
সংক্রান্তি
উপলক্ষ্যে
রাত্রে
উপবাস।
̃ যাপন বি. রাত
কাটানো।
̃
সমাগম
বি.
রাত্রির
আগম,
সন্ধ্যা।
28)
নির্মোক
(p. 468) nirmōka বি. 1
সাপের
খোলস; 2 বর্ম,
সাঁজোয়া;
3 খোলস, আবরণ
('ছিন্ন
ভিন্ন
শান্তির
নির্মোক':
বিষ্ণু)।
[সং. নির্ + √
মুঢ়্
+অ]। 149)
নেপো
(p. 479) nēpō বি.
অনধিকারী
ধূর্ত
লোক;
বাটপাড়।
[দেশি]।
যার ধন তার ধন নয়
নেপোয়
মারে দই যারা
পরিশ্রম
করে তারা
পরিশ্রমের
ফল ভোগ করে না,
চালাক
লোকে
ফাঁকি
দিয়ে সে ফল ভোগ করে। 31)
ন্যাস
(p. 481) nyāsa বি. 1
গচ্ছিত
রাখা
(সম্পত্তি
ন্যাস
করা); 2
গচ্ছিত
বস্তু;
3
গচ্ছিত
বস্তু
রক্ষার
ভার, trust (স. প.); 4
অর্পণ;
5
রক্ষণাবেক্ষণ;
6
শ্বাসসংযম,
প্রাণায়াম;
7
ত্যাগ
(কাম্যকর্মন্যাস)।
[সং. নি + √ অস্ + অ]। ̃ পাল বি.
ন্যাসরক্ষক,
trustee (স. প.)। ̃
রক্ষক
বিণ. বি.
গচ্ছিত
বস্তুর
রক্ষাকারী।
41)
নি2
(p. 458) ni2 বি.
(সংগীতে)
স্বরগ্রামের
নিষাদ
বা
নিষাদের
সংকেত।
9)
নিরোধ
(p. 468) nirōdha বি. 1
অবরোধ,
বাধা; 2
প্রতিরোধ;
3
নিবারণ
(জন্মনিরোধ);
4
নিয়ন্ত্রণ,
সংযম
(ক্রোধ
নিরোধ,
চিত্তবৃত্তি
নিরোধ)।
[সং. নি √ রুধ্ + অ]। ̃ ক বিণ.
নিরোধকারী।
̃ ন বি.
রুদ্ধ
করা;
বাধাদান,
সংযম
পালন।
নিরোধ্য
বিণ.
নিরোধ
করা যায় এমন, বাধা
দেওয়া
বা
প্রতিরোধ
করা যায় এমন। 35)
নকশি, (বর্জি.) নকশী, (বর্জী.) নকসী
(p. 443) nakaśi, (barji.) nakaśī, (barjī.) nakasī বিণ.
নকশাযুক্ত
(নকশি-কাঁথা)।
[বাং. নকশা + ই]। 21)
নিবসন
(p. 461) nibasana বি. 1
বাসস্হান,
গৃহ; 2
পরিধেয়
বস্ত্র।
[সং. নি + √ বস্ + অন]। 65)
নির্বিশঙ্ক
(p. 468) nirbiśaṅka বিণ.
শঙ্কাহীন,
নির্ভীক
(নির্বিশঙ্ক
হৃদয়)।
[সং. নির্ +
বিশঙ্কা]।
108)
নাক2
(p. 451) nāka2 বি.
নাসিকা,
নাসা,
ঘ্রাণেন্দ্রিয়,
দুটি
ছিদ্রযুক্ত
যে
দেহাঙ্গ
দিয়ে
ঘ্রাণ
ও
শ্বাস
নেওয়া
হয়। [সং. নক্র +
(নাসাগ্র)
প্রাকৃ.
নক্ক]।
নাক
উঁচানো,
নাক তোলা, নাক
বাঁকানো
ক্রি. বি. (আল) ঘৃণা বা
অবজ্ঞা
প্রকাশ
করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.)
বেহায়া,
নির্লজ্জ।
̃. খত, নাকে খত বি.
নিজের
অপরাধের
বা
ভুলের
প্রায়শ্চিত্তবিশেষ।
̃. ছাবি বি নাকে
পরবার
অলংকারবিশেষ।
নাক
ঝাড়া
ক্রি. বি.
নাকের
ভিতর থেকে
শ্লেষ্মা
বার করার জন্য জোরে নাক দিয়ে
শ্বাস
ফেলা বা
শ্লেষ্মা
বার করা। নাক টেপা ক্রি. বি.
ব্রাহ্মণদের
আহ্নিকের
প্রক্রিয়ার
অনুকরণে)
পূজা
আহ্নিকের
ভান করা। নাক ডাকা ক্রি. বি.
ঘুমন্ত
লোকের
নাক থেকে শব্দ বার
হওয়া।
নাক
বিধাঁনো
(বেঁধানো)
ক্রি. বি.
নাকছাবি
নোলক
প্রভৃতি
গয়না
পরবার
জন্য জন্য নাকে
ছিদ্র
করানো।
নাক মলা,
নাক-কান
মলা ক্রি. বি.
নি়জের
ভুল বা
অপরাধের
প্রায়শ্চিত্তস্বরূপ
নাক (বা
নাক-কান)
মলা; (আল.) আর ভুল বা
অপরাধ
না করার
প্রতিজ্ঞা
করা। নাক
সিঁটকানো
ক্রি. বি ঘৃণা বা
অবজ্ঞা
প্রকাশ
করা। নাকে
কান্না
বি. খোনা সুরে
কান্না;
বায়না
বা
আবদার
নিয়ে
কান্না।
নাকে-মুখে
গোঁজা
ক্রি. বি. অতি
দ্রুত
খাওয়া,
তাড়াহুড়ো
করে
কোনোরকমে
খাওয়া।
নিজের
নাক কেটে পরের
যাত্রাভঙ্গ
করা ক্রি. বি. পরের
ক্ষতি
করবার
জন্য
নিজের
বড়রকম
ক্ষতি
করা। 27)
নারিকেল, (কথ্য) নারকেল, নারকোল
(p. 454) nārikēla, (kathya) nārakēla, nārakōla বি.
সুস্বাদু
জলে ও
শাঁসে
পূর্ণ
এবং কঠিন
আবরণযুক্ত
ফলবিশেষ
বা তার গাছ। [সং.
নারিকের,
নারিকেল]।
নারিকেল
তৈল,
নারকেল
তেল বি.
নারকেলের
শাঁস থেকে
প্রস্তুত
তেলবিশেষ।
̃ ভস্ম বি.
নারকেল
থেকে
প্রস্তুত
কবিরাজি
ওষুধবিশেষ।
নারিকেলি,
(কথ্য)
নারকেলি,
নারকোলি,
নারকুলে
বিণ.
নারকেলের
আকৃতিবিশিষ্ট
(নারকেলি
বেল,
নারকোলি
কুল)। 74)
নিরসন
(p. 467) nirasana বি.
নিরাকরণ,
দূরীকরণ,
মোচন,
খণ্ডন
(সন্দেহ
নিরসন,
ভ্রান্তি
নিরসন)।
[সং. নির্ + √ অস্ + অন]। 9)
নিসাড়া
(p. 475) nisāḍ়ā বিণ. 1
অসাড়;
2
সাড়াশব্দহীন,
নিঃশব্দ
('নিসাড়া
হইয়া আয় লো সজনী':
চণ্ডী.)।
[বাং. নি
+সাড়া]।
নিসাড়ায়
ক্রি-বিণ.
নিঃশব্দে;
চুপিচুপি।
তু.
নিঃসাড়।
44)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম,
তন্দ্রা।
[সং. নি + √ দ্রা + অ + আ]।
নিদ্রা
আসা,
নিদ্রা
পাওয়া
ক্রি. বি. ঘুম
পাওয়া।
̃
কর্ষণ
বি. ঘুম
পাওয়া।
̃ গত বিণ.
নিদ্রিত।
̃ জনক বিণ.
ঘুমপাড়ানি।
̃ তুর বিণ. ঘুমে
কাতর।
̃
বিহীন
বিণ. সজাগ,
ঘুমহীন
(নিদ্রাবিহীন
রাত্রি)।
̃ বেশ বি.
ঘুমের
ঘোর; ঘুম
পাওয়া।
̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা,
জাগরণ।
নিদ্রা
ভাঙা ক্রি. বি. ঘুম থেকে
জাগা।
̃
ভি-ভূত
বিণ. ঘুমে
আচ্ছন্ন;
ঘুমন্ত।
̃ য়-মান বিণ.
ঘুমোচ্ছে
এমন। ̃ লস বিণ. ঘুম
এসেছে
বলে
জড়তাগ্রস্ত
('নিদ্রালস
আঁখি':
রবীন্দ্র)।
স্ত্রী.
নিদ্রালসা।
̃ লু বিণ. 1 ঘুম
পেয়েছে
এমন; 2
নিদ্রাশীল;
নিদ্রাপ্রিয়।
নিদ্রিত
বিণ.
ঘুমন্ত,
ঘুমোচ্ছে
এমন।
স্ত্রী.
নিদ্রিতা।
নিদ্রোত্থিত
বিণ. ঘুম থেকে
উঠেছে
এমন, ঘুম ভেঙে
জেগেছে
এমন।
স্ত্রী.
নিদ্রোত্থিতা।
28)
নীরাজন
(p. 475) nīrājana বি. 1
প্রাচীনকালে
শরত্কালে
রাজাদের
যুদ্ধযাত্রার
পূর্বে
অনুষ্ঠিত
শান্তিকর্মবিশেষ,
শান্তিকরণার্থ
জলসেচন;
2
আরতি।
[সং. নির্ + √ রাজি + অন]।
নীরাজনা
বি.
দেবতার
আরতি।
93)
নাস2
(p. 454) nāsa2 বি. নাক
(ছিন্ননাস)।
[সং.
নাসা]।
94)
নগ্না, নগ্নিকা, নগ্নীকরণ
(p. 444) nagnā, nagnikā, nagnīkaraṇa দ্র
নগ্ন।
17)
-নু
(p. 475) -nu
(আঞ্চ.)
উত্তমপুরুষের
অতীতকালের
ক্রিয়াবিভক্তিবিশেষ
(গেনু,
দিনু)।
108)
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ
Download
View Count : 2140499
SolaimanLipi
Download
View Count : 1730724
Nikosh
Download
View Count : 942931
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha
Download
View Count : 696679
Bikram
Download
View Count : 603089
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us