Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বন্ধকি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-দের
(p. 421) -dēra সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)। 27)
অচ্ছেদ্য
(p. 8) acchēdya বিণ. 1 ছেদন করা বা কাটা যায় না এমন; 2 পৃথক করা যায় না এমন (অচ্ছেদ্য বন্ধন, অচ্ছেদ্য অংশ)। [সং. ন+চ্ছেদ্য]। 84)
অধরা
(p. 17) adharā বিণ. বি ধরা যায় না এমন (বস্তু বা ব্যক্তি), যে ধরা দেয় না ('অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে': রবীন্দ্র)। [সরং. ন+বাং. ধরা]। 39)
অন্বিত
(p. 34) anbita বিণ. যুক্ত, সম্পন্ন (গুণান্বিত); প্রত্যেক পদের পরস্পর সম্বন্ধবিশিষ্ট (অন্বিত বাক্য)। [সং. অনু + √ ই + ত]। 48)
অন্বয়
(p. 34) anbaẏa বি. 1 এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; 2 সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; 3 অনুবৃত্তি, ধারা; 4 বংশ; গোত্র; 5 মিল, agreement. [সং. অনু + √ ই + অ]। অন্বয়ী (-য়িন্) বিণ. অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত। 46)
অপ্রতি-বন্ধ, অপ্রতি-বন্ধক
(p. 40) aprati-bandha, aprati-bandhaka বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]। 66)
অব-গ্রহ
(p. 43) aba-graha বি. 1 অনাবৃষ্টি, বৃষ্টির অভাব; 2 নিন্দা, তিরস্কার; 3 প্রতিবন্ধক, বাধা; 4 অভিসম্পাত, শাপ। [সং. অব + √ গ্রহ্ + অ]। 34)
অব-মোচন
(p. 45) aba-mōcana বি. 1 মুক্তিদান, বন্ধন থেকে মুক্তি দেওয়া; 2 পরিতাপ। [সং. অব + মোচন]। 24)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অবন্ধন
(p. 45) abandhana বি. বন্ধনের অভাব, বন্ধনহীনতা; মুক্তি। [সং. ন + বন্ধন]। 7)
অর্গল
(p. 61) argala বি. 1 দরজার খিল, হুড়কো; 2 বাধা, প্রতিবন্ধক (অনর্গল কথা)। [সং. √. অর্জ্ + অল]। অর্গলিত বিণ. বন্ধ (অর্গলিত দ্বার); অবরুদ্ধ। 24)
অসংযত
(p. 67) asaṃyata বিণ. অনিয়ন্ত্রিত, সংযমহীন; উদ্দাম; বন্ধন বা নিয়ম মানে না এমন; উচ্ছৃঙ্খল (অসংযত আচরণ)। [সং. ন + সংযত]। 39)
অসংলগ্ন
(p. 67) asaṃlagna বিণ. 1 পরস্পরসম্বন্ধহীন (অসংলগ্ন কথাবর্তা); 2 অসম্বদ্ধ; 3 অবান্তর (অসংলগ্ন বিষয়ের অবতারণা)। [সং. ন + সংলগ্ন]। 42)
অসম্পর্ক
(p. 70) asamparka বি. সম্পর্কের বা সম্বন্ধের অভাব। (বিরল) বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। [সং. ন + সম্পর্ক]। 27)
অসম্পৃক্ত
(p. 70) asampṛkta বিণ. সম্পর্কহীন; যোগাযোগা বা সংযোগ নেই এমন, অসম্পর্কিত; সম্বন্ধহীন। [সং. ন + সম্পৃক্ত]। 31)
অসম্বন্ধ
(p. 70) asambandha বিণ. সম্বন্ধহীন; অনাত্মীয়, সম্পর্কহীন; অসম্বদ্ধ, অসংলগ্ন; অবান্তর, অর্থহীন। [সং. ন + সম্বন্ধ]। 33)
আক্দ
(p. 80) ākda বি. মুসলমান রীতিতে বিবাহবন্ধন; মুসলমানদের বিবাহে বরকন্যার পরস্পরকে স্বীকার ও গ্রহণ। [আ. আ'ক্দ্]। 25)
আটক
(p. 85) āṭaka বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া। 61)
আটকা
(p. 85) āṭakā বি. বাধা, প্রতিবন্ধক। বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকা-আটকি বি. কড়াকড়ি ব্যবস্হা। 63)
আবদ্ধ
(p. 98) ābaddha বিণ. 1 রুদ্ধ, বন্ধ (গণ্ডির মধ্যে আবদ্ধ); 2 জড়িত (নানা সাংসারিক সমস্যায় আবদ্ধ); 3 বাঁধা রয়েছে বা বেঁধে রাখা হয়েছে এমন (শৃঙ্খলাবদ্ধ); 4 বন্ধকি, mortgaged [সং. আ + বদ্ধ]। 16)
আলান
(p. 106) ālāna বি. 1 যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; 2 জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]। 22)
উড়া, ওড়া
(p. 119) uḍ়ā, ōḍ়ā ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। বি. ওড়া, আকাশে বিচরণ। বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ ( সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা। 95)
উত্-পিঞ্জর
(p. 123) ut-piñjara বিণ. 1 পিঞ্জরমুক্ত, খাঁচা থেকে মুক্তি পেয়েছে এমন; 2 বন্ধনমুক্ত (উত্পিঞ্জর পাখি)। [সং. উত্ + পিঞ্জর]। 30)
উদ্বন্ধন
(p. 128) udbandhana বি. (আত্মহত্যার জন্য) গলায় দা়ড়ি বাঁধা; ফাঁসি (উদ্বন্ধনে মৃত্যু)। [সং. উত্ + বন্ধন]। ̃ রজ্জু বি. ফাঁসির দড়ি। 8)
উন্মুক্ত
(p. 130) unmukta বিণ. 1 খোলা; বাধা বা বন্ধন নেই এমন (উন্মুক্ত গতি); 2 অনাবৃত (উন্মুক্ত আকাশ); 3 উদার, অকপট (উন্মুক্ত প্রাণ)। [সং. উদ্ + মুক্ত]। বি. ̃ তা। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074435
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768767
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366202
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721101
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698143
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545313
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন