Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুদ্ধদেব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমিতাভ
(p. 57) amitābha বি. যাঁর আভা বা জ্যোতি অমিত অর্থাত্ অত্যধিক; বুদ্ধদেব। [সং. অমিত + আভা]। 31)
গোপা
(p. 256) gōpā বি. 1 গোয়ালাজাতীয়া স্ত্রীলোক, গোপিনী; 2 গয়লানি; 3 বুদ্ধদেবের পত্নী। [সং. গো + √পা + অ + আ]। 91)
চিচিং-ফাঁক
(p. 288) cici-mphān̐ka বি. (আরব্যোপন্যাসে বর্ণিত) দরজা-কবাট ইত্যাদি উন্মোচনের গুপ্ত মন্ত্রবিশেষ; বুদ্ধদ্বারের উন্মোচন। [গি. ঘো. উদ্ভাবিত]। 9)
জাতক
(p. 321) jātaka বিণ. জন্মেছে এমন। বি. 1 জন্মকোষ্ঠী; 2 সন্তানের জন্মকালে পিতার করণীয় অনুষ্ঠান; 3 বুদ্ধদেবের পূর্ব-পূর্ব জন্মের কাহিনী অবলম্বনে পালি ভাষায় রচিত কথাগ্রন্হ। [সং. জাত + ক]। 10)
জীবক
(p. 326) jībaka বি. 1 সাপুড়ে; 2 ভৃত্য; 3 ভিক্ষুক; 4 কুসীদজীবী; 5 বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]। 17)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
দশ
(p. 401) daśa (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ̃ ক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ̃ কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ̃ কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ̃ কোশি বি. দশ ক্রোশের পথ। ̃ কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ̃ গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ̃ চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ̃ দিক দ্র দিক। ̃ নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ̃ পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ̃ বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ̃ ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ̃ ম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ̃ মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ̃ মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ̃ মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ̃ মীস্হ বিণ. বৃদ্ধ। ̃ মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ̃ রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ̃ সালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ̃ হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী। 7)
দেশনা
(p. 421) dēśanā বি. উপদেশ, শিক্ষা (বুদ্ধদেবের ধর্মদেশনা, গুরুর অন্তিম দেশনা)। [সং. √ দিশ্ + অন + আ]। 32)
ধর্ম
(p. 433) dharma বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ̃ কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ̃ কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ̃ ক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ। ̃ গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ̃ গ্রন্হ, ̃ পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র। ̃ ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ̃ ঘটি বিণ. ধর্মঘটকারী। ̃ চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। ̃ চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। ̃ চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। ̃ চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। ̃ চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। ̃ চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। ̃ জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। ̃ জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ̃ ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। ̃ তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। ̃ তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান। ̃ ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। ̃ দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা। ̃ ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ̃ ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ̃ ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। ̃ নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ। ̃ নিষ্ঠ বিণ. ধার্মিক। ̃ নিষ্ঠা বি. ধার্মিকতা। ̃ পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। ̃ পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ̃ পরায়ণতা। ̃ পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। ̃ পিতা (-তৃ), ̃ বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। ̃ পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। ̃ প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ̃ প্রবণতা। ̃ প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। ̃ প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ̃ প্রাণতা। ̃ বিদ, ̃ বিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। ̃ বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। ̃ বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। ̃ বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ̃ ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ̃ ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ̃ ভীরুতা। ̃ ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ̃ ভ্রাতা (-তৃ), ̃ ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। ̃ মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ। ̃ মত বি. ধর্মীয় বিশ্বাস। ̃ যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। ̃ যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। ̃ রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা। ̃ রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। ̃ রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। ̃ লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। ̃ লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। ̃ শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান। ̃ শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। ̃ শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র। ̃ শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। ̃ শীল বিণ. ধার্মিক। ̃ সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। ̃ সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। ̃ সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। ̃ সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। ̃ সংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। ̃ সংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। ̃ সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ। ̃ সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা। ̃ সম্মত বিণ. ধর্মসংগত। ̃ সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। ̃ সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। ̃ স্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান। ̃ হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। ̃ হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা। ধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠা। ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকা। ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য। 5)
পরিনির্বাণ
(p. 498) parinirbāṇa বি. 1 মোক্ষ, ভববন্ধন থেকে মুক্তি; 2 বৌ. শা.) মহাপ্রয়াণ (বুদ্ধদেবের মহাপরিনির্বাণ)। [সং. পরি + নির্বাণ]। 25)
পালি1
(p. 518) pāli1 বি. প্রাচীন ভারতীয়-আর্য ভাষাবিশেষ, যে ভাষায় বুদ্ধদেব ধর্মপ্রচার করেছিলেন। [সং. পঙ্ক্তি পংতি পংলি পালি?]। 6)
বিনায়ক
(p. 616) bināẏaka বি. 1 গণনায়ক, গণেশ; 2 শিক্ষক, গুরু; 3 বুদ্ধদেব; 4 গরুড়। [সং. বি + √নী + অক]। 48)
বুদ্ধ
(p. 633) buddha বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত; 2 জ্ঞানী; 3 জাগরিত। বি. বৌদ্ধধর্মপ্রচারক বুদ্ধদেব, গৌতম, সিদ্ধার্থ। [সং. √ বুধ্ + ত]। ̃ ত্ব বি. বুদ্ধের ভাব বা অবস্হা। ̃ পূর্ণিমা বি. বৈশাখ মাসের পূর্ণিমা। 26)
বোধি
(p. 646) bōdhi বি. 1 বুদ্ধি; জ্ঞান; 2 স্বতঃ উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি; 3 পরম জ্ঞান; 4 অশ্বত্থ গাছ। [সং. √বুধ্ + ই]। ̃ দ্রুম, ̃ বৃক্ষ বি. যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন। ̃ সত্ত্ব বি. বুদ্ধত্বলাভের পূর্ববর্তী জন্মে ও অবস্হায় বুদ্ধের নাম। 36)
বৌদ্ধ
(p. 646) bauddha বিণ. বুদ্ধদেবের প্রবর্তিত এবং প্রচারিত মতবাদ সম্বন্ধীয় (বৌদ্ধধর্ম, বৌদ্ধদর্শন)। বি. বৌদ্ধ ধর্মাবলম্বী (ভারতে বৌদ্ধদের প্রভাব)। [সং. বুদ্ধ + অ]।
মহা2
(p. 688) mahā2 বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। ̃ কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ̃ করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ̃ কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ̃ কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ̃ কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ̃ কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ̃ কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ̃ কাশ-মহাকাশ দ্র। ̃ কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ̃ কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ̃ খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ̃ গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ̃ গৌরী বি দুর্গাদেবী। ̃ জগত্ বি. মহাবিশ্ব universe ̃ জন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ̃ .জনি বি. তেজারতি (সে মহাজনি করে) বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ̃ .জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ̃ .জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ̃ ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ̃ .তপা (-পস্), (বর্জি.) ̃ .তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ̃ .তেজস্বী (-স্বিন্), ̃ .তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ̃ .তৈল বি. মানুষের দেহের চর্বি। ̃ .ত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ̃ .দেব বি. দেবাদি দেব শিব। ̃ .দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ̃ .দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ̃ .দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ̃ .দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ̃ .দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ̃ .ধাতু বি. সোনা। ̃ .নগর, ̃ .নগরী বি. অতি বৃহত্ নগর। ̃ .নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। বিণ. অতিশয় আনন্দিত। ̃ .নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ̃ .নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ̃ .নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ̃ .নিদ্রা বিণ. মৃত্যু। ̃ .নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ̃ .নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ̃ .নীল বিণ. গাঢ় নীল রং। বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ̃ .নু-ভব, ̃ .নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ̃ .নু-ভবতা, ̃ .নু-ভাবতা। ̃ .পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ̃ .পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ̃ .পাতক, ̃ .পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ̃ .পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ̃ .পাত্র বি. প্রধান অমাত্য। ̃ .পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ̃ .প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ̃ .প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ̃ .প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ̃ .প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ̃ .প্রস্হান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ̃ .প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ̃ .বন বি. 1 বৃহত্ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ̃ .বল বিণ. অতি শক্তিশালী। ̃ .বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ̃ .বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ̃ .বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ̃ .বিদ্যালয় বি. কলেজ। ̃ .বিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ̃ .বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ̃ .বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ̃ .বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ̃ .বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ̃ .বোধি বি. বুদ্ধদেব। ̃ .ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ̃ .ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ̃ .ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ̃ .ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ̃ .ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ̃ .ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ̃ .ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনিসংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ̃ .ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ̃ .ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ̃ .মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ। ̃ .মতি, ̃ .মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ̃ .মহিম, ̃ .মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ̃ .মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ̃ .মাংস বি. নরমাংস। ̃ .মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ̃ .মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ̃ .মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ̃ .মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ̃ .মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ̃ .মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ̃ .মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ̃ .মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ̃ .মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ̃ .মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ̃ .মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ̃ .মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ̃ .যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম। ̃ .যশা বিণ. অতি কীর্তিমান। ̃ .যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ̃ .যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ̃ .যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ̃ .রজত বি. স্বর্ণ, সোনা। ̃ .রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ̃ .রণ্য বি. অতি বৃহত্ ও ঘন বন, মহাবন। ̃ .রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ̃ .রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ̃ .রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ̃ .রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ̃ .রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ̃ .রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ̃ .রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ̃ .রানি (বর্জি.) (̃ .রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ̃ .রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ̃ .রানা, (বর্জি.) ̃ .রাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ̃ .রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ̃ .রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ̃ .রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন। ̃ .রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ̃ .রোগ বি. ষক্ষাকুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ̃ .রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ̃ .র্ঘ, ̃ .র্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ̃ র্ণব বি. মহাসাগর। ̃ লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ̃ .শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। বিণ. অতি পরাক্রান্ত। ̃ .শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ̃ শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ̃ .শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ̃ .শ্বেতা বি. সরস্বতীদেবী। ̃ .শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্হিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ̃ .ষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি। ̃ .সংকট বি. ঘোর বিপদ। ̃ .সত্ত্ব বি. অতিকার জীব। বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ̃ .সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা। ̃ .সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ̃ .সমুদ্র, ̃ .সাগর, ̃ .সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র। ̃ .সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ̃ স্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। 59)
মার2
(p. 700) māra2 বি. 1 কন্দর্প, কামদেব; 2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ; 3 মারণ, বধ। [সং. √ মৃ + ণিচ্ + অ]। ̃ ক বি. মারী, মড়ক। বিণ. বধকারী, নাশক। 14)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মৈত্র
(p. 717) maitra বিণ. মিত্রসম্বন্ধীয়, বন্ধুবিষয়ক বা বন্ধুতাবিষয়ক। বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ।[সং. মিত্র + অ]। মৈত্রী, মৈত্র্য বি. 1 মিত্রতা, বন্ধুত্ব; সৌহার্দ্য; 2 সন্ধি, সহযোগ। মৈত্রেয় বিণ মিত্রসম্বন্ধীয়। বি. 1 বুদ্ধদেব; ভাবী বুদ্ধ; 3 মুনিবিশেষ। 28)
শাক্য
(p. 773) śākya বি. ক্ষত্রীয় বংশবিশেষ; শাক্যকূলচূড়ামণি বুদ্ধদেব। [সং. শাক + য]। ̃ মুনি, ̃ সিংহ বি. বুদ্ধদেব। 40)
শাস্তা
(p. 776) śāstā (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। 32)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
শৌদ্ধোদনি
(p. 786) śauddhōdani বি. শুদ্ধোদনের পুত্র অর্থাত্ বুদ্ধদেব। [সং. শুদ্ধোদন + ই]। 16)
ষড়ভিজ্ঞ
(p. 790) ṣaḍ়bhijña বি. বুদ্ধদেব। [সং. ষট্ + অভিজ্ঞ]। 13)
সিদ্ধার্থ
(p. 833) siddhārtha বি. বুদ্ধদেব (বুদ্ধত্ব-লাভের পূর্ব পর্যন্ত এই নামে অভিহিত)। বিণ. সফলকাম। [সং. সিদ্ধ + অর্থ]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077086
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367429
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721508
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698644
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595043
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546744
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542519

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন