Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বোধি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বোধি এর বাংলা অর্থ হলো -

(p. 646) bōdhi বি. 1 বুদ্ধি; জ্ঞান; 2 স্বতঃ উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি; 3 পরম জ্ঞান; 4 অশ্বত্থ গাছ।
[সং. √বুধ্ + ই]।
দ্রুম,বৃক্ষ
বি. যে অশ্বত্থ গাছের নীচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন।
সত্ত্ব
বি. বুদ্ধত্বলাভের পূর্ববর্তী জন্মেঅবস্হায় বুদ্ধের নাম।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিলিখন
(p. 626) bilikhana বি. 1 খনন, বিদারণ; 2 আঁচড়ানো। [সং. বি + লিখন]। বিলিখিত বি. বিলিখন করা হয়েছে এমন। 4)
বেড
(p. 633) bēḍa বি. বিছানা, শয্যা (দুই বেড়ের কামরা, হাসপাতালের বেড)। [ইং. bed]। ̃ কভার বি. বিছানা ঢাকার চাদর। 150)
বিকার1
বিষা
(p. 627) biṣā ক্রি. বিষাক্ত করা ('যাহারা তোমার বিষাইছে বায়ু': রবীন্দ্র)। [সং. বিষ + বাং. আ]। 40)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বিদ-ঘুটে
বদ্ধ
(p. 575) baddha বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ̃ দৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন। ̃ পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ̃ মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ̃ মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ̃ মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন। 55)
বেলুন2
বিকা
(p. 605) bikā ক্রি. বিকানো। [সং. বি + √ ক্রী + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বিক্রীত হওয়া, বিক্রয় হয়ে যাওয়া (পচা মাল সহজে বিকায় না); 2 (আল.) বিলিয়ে দেওয়া (ধর্মবোধ বিকিয়ে দেওয়া); 3 গৃহীত বা আদৃত হওয়া (কেবল নামেই বিকাবে না)। বিণ. উক্ত সব অর্থে। 93)
বিভক্তি
(p. 621) bibhakti বি. 1 বিভাজন, ভাগ করা; 2 বণ্টন; 3 খণ্ডিতকরণ; 4 (ব্যাক.) পুরুষ কারক বচন কাল প্রভৃতিসূচক যে প্রত্যয় ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়। [সং. বি + √ ভজ্ + তি]। 23)
বিরাচার
ব্রাশ
বিবমিষা
(p. 619) bibamiṣā বি. বমন করার ইচ্ছা; বমির ভাব। [সং. √ বম্ + সন্ + অ + আ]। বিবমিষু বিণ. বমনেচ্ছু। 41)
বাঙালি
বেঁড়ে2
(p. 633) bēn̐ḍ়ē2 বিণ. বেঁটে। [তু. বেঁটে]। 109)
বাহাত্তর
বেণি, বেণী
বিকশিত, বিকসিত
(p. 605) bikaśita, bikasita বিণ. 1 বিকাশ লাভ করেছে এমন, উন্মীলিত; 2 প্রকাশিত ('যৌবনবিকশিত'); 3 প্রস্ফুটিত, ফুল্ল (বিকশিত কুসুম)। [সং. বি + √ কশ্, √ কস্ + ত]। 92)
বানা
(p. 599) bānā ক্রি. বানানো। [প্রাকৃ. বণ্ণ সং. √ বর্ণি-তু. হি. √ বনা]। 17)
বানর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140396
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730628
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942821
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us