Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৃন্হ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্রূর
(p. 4) akrūra বিণ. অকুটিল, সরল, ক্রূরতাহীন। বি. শ্রীকৃষ্ণের পিতৃব্য (ইনি কিশোর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন)। [সং. ন+ক্রূর]। 19)
অঘাসূর
(p. 8) aghāsūra বি. অঘ নামক অসুরবিশেষ, কৃষ্ণের দ্বারা নিহত বৃন্দাবনে উপদ্রবকারী কংসের অনুচর অসুর। [সং. অঘ+অসুর]। 20)
কন-সার্ট
(p. 162) kana-sārṭa বি. (বিবিধ বাদ্যযন্ত্রের) ঐকতান; বাদ্যবৃন্দ, সমবেত যন্ত্রসংগীত। [ইং. concert]। কনসার্ট পার্টি ঐকতানবাদকের দল। 4)
কর্ণিকা
(p. 167) karṇikā বি. 1 কানের গয়নাবিশেষ; 2 পদ্মের বীজকোষ; 3 বৃন্ত, বোঁটা; 4 লেখনী। [সং. কর্ণ3 + ইক + আ]। 58)
কর্তৃ-পক্ষ, কর্তৃ-বর্গ
(p. 169) kartṛ-pakṣa, kartṛ-barga বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]। 12)
ক্যাডার, কাডার
(p. 210) kyāḍāra, kāḍāra বি. 1 সৈন্যদলের নিয়মিত সদস্য; 2 রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre লা. quadro]। 114)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গোবর্ধন
(p. 256) gōbardhana বি. বৃন্দাবনের প্রসিদ্ধ পাহাড়, গিরিগোবর্ধন। [সং. গো + √বৃধ্ + অন]। ̃ ধারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। 110)
গোষ্ঠ
(p. 261) gōṣṭha বি. 1 গবাদি পশুর থাকার জায়গা; 2 গোচারণভূমি; 3 মিলনস্হল, সভা (গোষ্ঠাগার, গোষ্ঠাধ্যক্ষ)। [সং. গো + √স্হা + অ]। ̃ গৃহ বি. গোয়ালঘর, গোশালা। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ̃ যাত্রা, ̃ লীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। 12)
তালচোঁচ, তালনবমী, তালপুকুর, তালবৃন্ত
(p. 375) tālacōn̐ca, tālanabamī, tālapukura, tālabṛnta দ্র তাল3। 90)
তাল৩
(p. 375) tāla3 বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। 83)
দম-কল
(p. 398) dama-kala বি. 1 জল তোলার বা আগুন নিভানোর যন্ত্রবিশেষ; 2 আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা, fire brigade. [ফা. দম্ + হি. কল]। দমকল-বাহিনী বি. দমকলের সাহায্যে আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। 13)
নিধু-বন2
(p. 461) nidhu-bana2 বি. বৃন্দাবনের নিধু নামক স্হানের বন, রাধাকৃষ্ণের কেলিকানন। [বাং. নিধু + বন]। 34)
পৌর্ণ-মাসী
(p. 534) paurṇa-māsī বি. 1 পূর্ণিমাতিথি ('পৌর্ণমাসীর চন্দ্রমা জাগে': সু.দ.); 2 বৈষ্ণসাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী; 3 বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পূর্ণমাস + অ + ঈ]। 65)
প্রকট
(p. 534) prakaṭa বিণ. প্রকৃষ্টরূপে বা বিশেষভাবে ব্যক্ত স্পষ্ট বা প্রকাশিত ('আসল মানুষ প্রকট হয়': ক. ক.)। [সং. প্র + √ কট্ + অ]। ̃ ন বি. প্রকটিতকরণ। প্রকটিত বিণ. প্রকট হয়েছে বা করা হয়েছে এমন। ̃ লীলা বি. বৃন্দাবনে ও অন্যত্র প্রকাশিত শ্রীকৃষ্ণের লীলা। 93)
প্রজন্ম
(p. 538) prajanma বি. 1 পুরুষপরম্পরায় বিশেষ এক স্তর (তিন প্রজন্ম আগে); 2 সমকালীন ব্যক্তিবৃন্দ, generation. [সং. প্র + জন্ম়]। 29)
বংশী
(p. 572) baṃśī বি. বাঁশি (বংশীধ্বনি)। [সং. বংশ + ঈ]। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ বদন বি. শ্রীকৃষ্ণ। ̃ বট বি. বৃন্দাবনে যে বটবৃক্ষের মূলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। 23)
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বাইল
(p. 590) bāila বি. 1 তাল নারকেল প্রভৃতি গাছের বৃন্তযুক্ত পাতা; 2 কপাটের পাল্লা। [দেশি]। 16)
বাগুড়া
(p. 591) bāguḍ়ā বি. সুপারি নারকেল কলা প্রভৃতি গাছের সবৃন্ত পাতা, বাইল। [দেশি]। 70)
বালদো
(p. 602) bāladō বি. তাল নারকেল সুপারি প্রভৃতি গাছের সবৃন্ত পাতা, বাইল। [দেশি]। 65)
বৃংহণ
(p. 633) bṛṃhaṇa বিণ. পুষ্টিকর। বি. হাতির ডাক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + অন]। 53)
বৃংহিত
(p. 633) bṛṃhita বিণ. পুষ্ট, বর্ধিত। বি. হাতির ড়াক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + ত]। 54)
বৃন্ত
(p. 633) bṛnta বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা। [সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]। ̃ চ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)। ̃ হীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত ('বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি': রবীন্দ্র)। 71)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083236
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771899
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369709
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722635
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699915
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595801
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549238
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543048

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন