Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যগ্র দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধীর
(p. 20) adhīra বিণ. 1 অস্হির, চঞ্চল; 2 অধৈর্য, অসহিষ্ণু; 3 ব্যগ্র, ব্যাকুল; উত্কণ্ঠিত। [সং. ন+ধীর]। স্ত্রী অধীরা। ̃ তা বি. অস্হিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা। 9)
অব্যগ্র
(p. 50) abyagra বিণ. ব্যগ্র বা ব্যাকুল নয় এমন; ব্যস্ত নয় এমন; শান্ত, ধীর। [সং. ন + ব্যগ্র]। বি. ̃ তা। 23)
আকুল
(p. 82) ākula বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তা। আকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন। 2)
উত্-সুক
(p. 123) ut-suka বিণ. আগ্রহান্বিত, ব্যগ্র, উদ্গ্রীব, কৌতূহলী (জানতে উত্সুক)। [সং. উত্ + √ সু + ক]। 53)
উদ্-গ্রীব
(p. 126) ud-grība বিণ. অত্যন্ত আগ্রহান্বিত, ব্যগ্র, উত্কণ্ঠিত (প্রকৃত ঘটনা জানার জন্য উদ্গ্রীব)। [সং. উত্ + গ্রীবা]। 20)
উন্মুখ
(p. 130) unmukha বিণ. 1 ব্যগ্র, উত্সুক (শোনবার আশায় উন্মুখ); 2 উদ্যত (পতনোন্মুখ); 3 প্রবৃত্ত, তত্পর। [সং. উদ্ + মুখ]। বি. ̃ তা। 22)
কণ্ডূ
(p. 159) kaṇḍū বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। ̃ তি বি. 1 চুলকানি; 2 কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। ̃| য়ন বি. কণ্ডূতি; চুলকানো। ̃ য়-মান বিণ. চুলকাচ্ছে এমন। 26)
কবিত্ব
(p. 164) kabitba বি. কবির ভাব (তার কবিতায় কবিত্বের বড় অভাব); 2 কবিতা রচনা করার শক্তি; 3 ভাবমাধুর্য; 4 কল্পনাবিলাস (কবিত্ব করা)। [সং. কবি + ত্ব]। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. কাব্যগুণসমন্বিত। ̃ শক্তি বি. কবিতা রচনার ক্ষমতা। 24)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
ব্যগ্র
(p. 648) byagra বিণ. আগ্রহান্বিত, ব্যাকুল, উত্সুক (জানতে ব্যগ্র, পাবার জন্য ব্যগ্র)। [.সং বি + অগ্র]। ̃ .তা বি. আগ্রহ, ব্যাকুলতা, ঔত্সুক্য (দেখার জন্য ব্যগ্রতা)। 6)
ব্যস্ত
(p. 648) byasta বিণ. 1 ব্যগ্র, ব্যাকুল, অস্হির, উত্কণ্ঠিত, উদ্গ্রীব (ব্যস্ত হয়ে ছুটে এল); 2 ব্যাপৃত, নিযুক্ত (কাজে ব্যস্ত থাকা); 3 বিক্ষিপ্ত, বিভক্ত। [সং. বি + √ অস্ + ত]। বি. ̃ তা। ̃ বাগীশ বি. (সচ. ব্যঙ্গে) মাত্রাতিরিক্তভাবে ব্যাকুল বা অস্হির হয়ে ওঠে এমন। ̃ সমস্ত বি. অত্যন্ত ব্যস্ত, অস্হির। 48)
রণ
(p. 733) raṇa বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ̃ .কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ̃ .কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ̃ .ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ̃ .চণ্ডী দ্র চণ্ডী। ̃ .জয়ী, ̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ̃ .তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ̃ .তরি, ̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ̃ .তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ̃ .পণ্ডিত বিণ. রণকুশল। ̃ .বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ̃ .ভেরি বি. যুদ্ধের দামামা। ̃ .মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ̃ .যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .সজ্জা, ̃.সাজ বি. যুদ্ধের বেশ। ̃ .স্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্তরণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074935
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769084
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366369
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721158
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698211
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545464
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542348

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন