Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভ্রমের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিদ্যা
(p. 48) abidyā বি. 1 বিদ্যা বা জ্ঞানের অভাব; (দর্শ.) সর্বপ্রকার ভ্রমের মূল কারণ; 2 মিথ্যাজ্ঞান; মায়া; 3 যুদ্ধাস্ত্রবিশেষ; 4 বারাঙ্গনা; রক্ষিতা। [সং. ন + বিদ্যা]। 28)
অভ্রম
(p. 55) abhrama বি. ভ্রমের বা ভুলের অভাব, ভ্রমহীনতা। [সং. ন + ভ্রম]। 35)
উদ্-ভ্রম
(p. 126) ud-bhrama বি. 1 বুদ্ধিভ্রংশ; 2 উদ্বেগ, ব্যাকুলতা। [সং. উদ্ + √ ভ্রম্ + অ]। 25)
উদ্-ভ্রান্ত
(p. 126) ud-bhrānta বিণ. 1 ব্যাকুল; 2 বিহ্বল (উদ্ভ্রান্তচিত্ত); 3 উন্মত্ত, ক্ষিপ্ত; 4 হতজ্ঞান ('উদ্ভ্রান্ত সেই আদিম যুগে': রবীন্দ্র); 5 উচ্ছৃঙ্খলভাবে বা উদ্দেশ্যহীনভাবে বিচরণকারী। [সং. উত্ + √ ভ্রম্ + ত]। 26)
তিনি
(p. 375) tini সর্ব. (সম্ভ্রমে) সেই ব্যক্তি (তিনি এখানেই আছেন)। [প্রাকৃ. তিন্নি]। 128)
দুষ্ট
(p. 416) duṣṭa বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট। 38)
বিবর্ত
(p. 619) bibarta বি. 1 ঘূর্ণন; 2 ভ্রমণ; 3 পরিবর্তন; 4 পরিবর্তিত অবস্হা, পরিণাম; 5 (দর্শ.) রূপভেদ; 6 মায়াময়রূপে স্হিতি; 7 ভ্রম। [সং. বি + √ বৃত্ + অ]। ̃ বাদ বি. (দর্শ.) মায়াবাদ, (রজ্জুতে সর্পভ্রমের মতো) ব্রহ্মে অসত্য মায়াময় জগতের অস্তিত্ব ভেবে নেওয়ার ভ্রমরূপ মতবাদ। 47)
ভ্রম
(p. 670) bhrama বি. 1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক); 2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে); 3 ধাঁধা; 4 বিস্মৃতি; 5 আবর্ত, ঘূর্ণি। [সং. √ ভ্রম্ + অ]। ̃ .ক্রমে, ̃ .বশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)। ̃ .নিরসন বিণ. ভুল সংশোধন। ̃ .প্রমাদ বি ভুলত্রুটি। ̃ .বশত দ্র ভ্রমক্রমে। ̃ .সংকুল বিণ ভুলে ভরা। ̃ .সংশোধন বি ভুল ঠিক করা। 115)
ভ্রম-মাণ
(p. 670) bhrama-māṇa বি. ভ্রমণ করছে এমন, পর্যটনকারী; ঘুরছে এমন। [সং √ ভ্রম্ + শানচ্] 117)
ভ্রমণ
(p. 670) bhramaṇa বি. 1 বেড়ানো; পর্যটন; 2 ঘূর্ণন [সং √ ভ্রম্ + অন্]। ̃ .কারী বিণ. বি. যে বেড়ায়, পর্যটক। ̃ .বৃত্তান্ত বি. ভ্রমণের কাহিনি, ভ্রমণের গল্প। 116)
ভ্রমর
(p. 670) bhramara বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি। [সং √ ভ্রম্ + অর]। স্ত্রী. ভ্রমরী। ভ্রমর-কৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)। 118)
ভ্রমা
(p. 670) bhramā ক্রি. (কাব্যে) ঘোরা, বেড়ানো। [সং √ ভ্রম্ + বাং আ]। ̃ নো ক্রি বি. ভ্রমণ করানো। 119)
ভ্রমি
(p. 670) bhrami বি. ঘূর্ণি; আবর্ত; ঘূর্ণিজল। [সং √ ভ্রম্ + ই]। 122)
ভ্রান্ত
(p. 670) bhrānta বিণ. 1 ভুলেছে এমন (দিগ্ভ্রান্ত); 2 ভ্রমযুক্ত, ভুল (ভ্রান্ত মত, ভ্রান্ত ধারণা)। [সং √ ভ্রম্ + ত]। বি. ভ্রান্তি। 128)
ভ্রান্তি
(p. 670) bhrānti বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ̃ .জনক, ̃ .প্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ̃ .বশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ̃ .মান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ .মূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।
ভ্রামক
(p. 674) bhrāmaka বি. 1 অয়স্কান্ত মণি; 2 শিয়াল। [সং √ ভ্রম্ + অক]। 2)
ভ্রাম্য
(p. 674) bhrāmya বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ̃ .মাণ বিণ. 1 ঘুরানো হচ্ছে এমন; 2 (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); 3 (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)। 5)
ভ্রু, ভ্রূ
(p. 674) bhru, bhrū বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা। 6)
যিনি
(p. 726) yini সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা। 48)
সম্ভ্রম
(p. 816) sambhrama বি. 1 সম্মান, মান, মর্যাদা (সম্ভ্রমহানি); 2 ভয়মিশ্রিত শ্রদ্ধা, সমাদর (সসম্ভ্রমে, সম্ভ্রমের চোখে দেখা)। [সং. সম্ + √ ভ্রম্ + অ]। 14)
সম্ভ্রান্ত
(p. 816) sambhrānta বিণ. 1 মর্যাদাশালী; 2 কুলীন, অভিজাত। [সং. সম্ + √ ভ্রম্ + ত]। ̃ তন্ত্র বি. অভিজাত-সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রশাসন-ব্যবস্হা। 15)
সসম্ভ্রম
(p. 820) sasambhrama বিণ. ভক্তিমিশ্রিত ব্যস্ততাযুক্ত (সসম্ভ্রম অভ্যর্থনা)। [সং. সহ + সম্ভ্রম]। সসম্ভ্রমে ক্রি-বিণ. সম্ভ্রমের সঙ্গে। 22)
হ2
(p. 858) ha2 ক্রি. 1 'হওয়া'-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ); 2 (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2082832
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771747
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369558
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722543
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699802
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595754
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549147
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543008

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন