Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যথাক্রমে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-ক্রম
(p. 25) anu-krama বি. 1 যথাক্রম (বর্ণানুক্রম, পুরুষানুক্রমে); 2 ক্রমান্বয়, পারম্পর্য, sequence; 3 কর্মসূচি, programme. [সং. অনু + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. অনুসরণ; পিছন পিছন যাওয়া। ̃ ণিকা, ̃ ণী বি. বইয়ের মুখবন্ধ বা ভূমিকা। অনু-ক্রমিক বিণ. পারম্পর্যযুক্ত, ক্রম-অনুসারী, পরপর ঘটে এমন। 75)
অনু-পূর্ব
(p. 29) anu-pūrba বি. অনুক্রম; যথাক্রম। বিণ. আনুক্রমিক, আনুপূর্বিক, পরপর (অনুপূর্ব বর্ণনা)। [সং. অনু + পূর্ব]। 7)
অনু-লোম
(p. 31) anu-lōma বি. ক্রম; অনুক্রম, যথাক্রম। বিণ. অনুকূল। ক্রি-বিণ. যথাক্রমে, ক্রমানুসারে; প্রকৃষ্ট প্রণালী অনুসারে। [সং. অনু + লোম]। অনুলোম বিবাহ বি. উচ্চবর্ণের পূরুষের সঙ্গে নিম্নবর্ণের কন্যার বিবাহ। তু. প্রতিলোম বিবাহ। 15)
অনু-লোম্য
(p. 95) anu-lōmya বি. 1 স্বাভাবিক ক্রম, যথাক্রম; 2 অনুকূল ভাব, আনুকূল্য। [সং. অনুলোম + য]। 9)
অম্বা2, অম্বালিকা, অম্বিকা1
(p. 59) ambā2, ambālikā, ambikā1 বি. 1 দুর্গা; 2 মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম। [সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]। 6)
আনু-পূর্বিক
(p. 95) ānu-pūrbika বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]। 3)
আনু-লোমিক
(p. 95) ānu-lōmika বিণ. 1 অনুলোমভাবে ঘটে এমন, অনুকূল; 2 ক্রমিক, যথাক্রমিক, পরপর ঘটে এমন। [সং. অনুলোম + ইক]। 8)
আনু.পূর্ব, আনু.পূর্ব্য
(p. 95) ānu.pūrba, ānu.pūrbya বি. অগ্রপশ্চাত্, পরপর ক্রম; পরম্পরা, যথাক্রম। [সং. অনুপূর্ব + অ, য]। 2)
ঈশ্বর
(p. 118) īśbara বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। 13)
উগলা, উগলানো
(p. 119) ugalā, ugalānō যথাক্রমে উগরা ও উগরানো -র রূপভেদ। 21)
উদ্গত, উদ্গম, উদ্গাতা, উদ্গার, উদ্গিরণ, উদ্গীত, উদ্গীথ, উদ্গীর্ণ, উদ্ঘাটন যথাক্রমে উদ্গত, উদ্গম, উদ্গাতা, উদ্গার, উদ্গিরণ, উদ্গীত, উদ্গীথ, উদ্গীর্ণ, ও উদ্ঘাটনষ
(p. 127) udgata, udgama, udgātā, udgāra, udgiraṇa, udgīta, udgītha, udgīrṇa, udghāṭana yathākramē udgata, udgama, udgātā, udgāra, udgiraṇa, udgīta, udgītha, udgīrṇa, ō udghāṭanaṣa দ্র। 23)
উধো, উন, উনন
(p. 128) udhō, una, unana যথাক্রমে উদো, ঊন ও উনুন -এর রূপভেদ। 51)
ঊনআশি, ঊনচল্লিশ, ঊনত্রিশ, ঊননব্বই
(p. 140) ūnāśi, ūnacalliśa, ūnatriśa, ūnanabbi যথাক্রমে উনআশি, উনচল্লিশ, উনত্রিশ ও উননব্বই -এর বর্জি. বানান। 5)
ঊষসী, ঊষা
(p. 140) ūṣasī, ūṣā যথাক্রমে উষসী ও উষা র বানানভেদ। 15)
ঊষ্ম, ঊষ্মা
(p. 140) ūṣma, ūṣmā যথাক্রমে উষ্ম ও উষ্মা র বর্জি. বানানভেদ। 16)
এঞ্জিন, এঞ্জিনিয়ার
(p. 146) ēñjina, ēñjiniẏāra যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার -এর রূপভেদ। 28)
এটে, এটেল, এডভান্স
(p. 146) ēṭē, ēṭēla, ēḍabhānsa যথাক্রমে এঁটে, এঁটেল ও আডভান্স -এর রূপভেদ। 32)
এনজিন, এনজিনিয়ার
(p. 146) ēnajina, ēnajiniẏāra যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার এর রূপভেদ। 60)
এম এ, এম এসসি, এম কম
(p. 148) ēma ē, ēma ēsasi, ēma kama বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]। 15)
ঐসন. ঐসে
(p. 151) aisana. aisē যথাক্রমে অইছন ও অইছে -র রূপভেদ। 3)
ওছি. ওছিয়তনামা
(p. 152) ōchi. ōchiẏatanāmā যথাক্রমে অছি ও অছিয়তনামা -র রূপভেদ। 22)
ওজু, ওজুহাত
(p. 152) ōju, ōjuhāta যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ। 28)
ওতরা, ওতলা
(p. 153) ōtarā, ōtalā যথাক্রমে উতরা ও উতলা -র চলিত রূপ। 13)
ওপড়া, ওপাড়ানো
(p. 153) ōpaḍ়ā, ōpāḍ়ānō যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ। 19) ওপার&searchhws=yes'>
কওন, কওয়া
(p. 156) kōna, kōẏā যথাক্রমে কহন ও কহা -র রূপভেদ। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073730
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768577
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365952
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721010
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697997
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594591
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545064
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542280

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন