Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যে-কাজে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তাগাড়, তাগাড়ি
(p. 373) tāgāḍ়, tāgāḍ়i বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]। 26)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্ত ও মলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
ফরজ
(p. 560) pharaja বি. ঈশ্বরের নির্দেশে যে-কাজ আবশ্যকরণীয় বলে কোরানে উক্ত আছে। [আ. ফর্জ]। 37)
বেহিসাব
(p. 642) bēhisāba বি. 1 অপরিণামদর্শিতা, হঠকারিতা; 2 অসতর্কতা। বিণ. 1 হিসাববিহীন; 2 অসংখ্য; 3 অবাধ; 4 অপরিণামদর্শী, হঠকারী; 5 অসতর্ক। [ফা. বে + আ. হিসাব]। বেহিসাবি বিণ. 1 হিসাব করে চলে না এমন (বেহিসাবি লোক); 2 যে-কাজে হিসাব বা বিবেচনা নেই (বেহিসাবি কাজ); 3 হঠকারী, অসতর্ক। 65)
রক্ষা
(p. 731) rakṣā বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ̃ .কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. ̃ .কর্তা বি. বিণ. রক্ষাকারী। ̃ .কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ̃ .বন্ধন বি. রাখিবন্ধন। ̃ .মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। বিণ. রক্ষাকারী। 17)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2078532
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770334
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367900
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721730
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698932
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595215
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547396
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542647

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন