Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেহিসাব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেহিসাব এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēhisāba বি. 1 অপরিণামদর্শিতা, হঠকারিতা; 2 অসতর্কতা।
বিণ. 1 হিসাববিহীন; 2 অসংখ্য; 3 অবাধ; 4 অপরিণামদর্শী, হঠকারী; 5 অসতর্ক।
[ফা. বে + আ. হিসাব]।
বেহিসাবি বিণ. 1 হিসাব করে চলে না এমন (বেহিসাবি লোক); 2 যে-কাজে হিসাব বা বিবেচনা নেই (বেহিসাবি কাজ); 3 হঠকারী, অসতর্ক।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিকর্ষ, বিকর্ষণ
(p. 605) bikarṣa, bikarṣaṇa বি. 1 উলটো দিকে আকর্ষণ, বিপরীত টান; 2 (বিজ্ঞা.) বিপ্রকর্ষণ, আকর্ষণের বিপরীত, repulsion (বি.প.)। [সং. বি + কর্ষ, কর্ষণ]। বিকর্ষক বিণ. বিকর্ষণকারী, উলটো দিকে আকর্ষণ করে এমন; বিপ্রকর্ষী, repulsive. বিকর্ষী (-র্ষিন্) বিণ. বিকর্ষক। 84)
বৈধর্ম্য
বল্য
(p. 580) balya বিণ. বলকারক, যাতে শক্তি হয়। [সং. বল3 + য]। 194)
বাহক
(p. 605) bāhaka বিণ. বহনকারী। বি. সারথি। [সং. √ বহ্ + অক, অথবা √ বাহি + অক]। বিণ. স্ত্রী. বাহিকা। 34)
ব্রহ্মারণ্য, ব্রহ্মাস্ত্র
(p. 652) brahmāraṇya, brahmāstra দ্র ব্রহ্মা। 28)
বান2
(p. 599) bāna2 বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [ সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ̃ ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। 10)
বহির্বাণিজ্য
ব্রেস-লেট
(p. 652) brēsa-lēṭa বি. নারীর হাতের অলংকারবিশেষ। [ইং. bracelet]। 46)
বাঁক
(p. 591) bān̐ka বি. 1 বক্রতা (লোহার শিকটার নানা জায়গায় বাঁক); 2 নদীর বা রাস্তার মোড় (বাঁক ফেরা, 'ছোট নদী চলে বাঁকে বাঁকে': রবীন্দ্র); 3 ভারবহনের জন্য ব্যবহৃত দণ্ডবিশেষ (কাঁধে বাঁক নিয়ে চলেছে)। [প্রাকৃ. বঙ্ক সং. বক্র]। ̃ নল বি. 1 যে ফাঁপা নলের মধ্য দিয়ে ফুঁ দিয়ে চুল্লির আগুন জ্বালানো হয়, blowpipe; 2 মধ্যযুগে সাধক সম্প্রদায়ের উল্লিখিত সূক্ষ্ম নাড়ি, যা বেয়ে মাথার চাঁদি থেকে অমৃত ক্ষরিত হয় বলে ভাবা হত। ̃ মল বি. বাঁকা বা পাক দেওয়া পায়ের অলংকার, মলবিশেষ। 5)
বিদুষী
বৈবস্বত
(p. 644) baibasbata বি. 1 সূর্যতনয়, সপ্তম মনু; 2 যম; 3 শনি। বিণ. সৌর (বৈবস্বত মন্বন্তর)। [সং. বিবস্বত্ + অ]। 47)
ব্যতী-পাত
(p. 648) byatī-pāta বি. 1 উত্পাত; 2 ভূমিকম্প ধূমকেতুর উদয় প্রভৃতি নৈসগিক দুর্যোগ বা উত্পাত; 3 (জ্যোতিষ.) অশুভ যোগবিশেষ। [সং. বি + অতি + √ পত্ + অ]। 20)
বালাম
বীজ-মন্ত্র
বউলি, বৌলি
(p. 572) buli, bauli বি. (আমের) মুকুলের আকৃতির গহনাবিশেষ। [বাং. বউল + ই]। 12)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বাঙালি
বিদ্বান, (বর্জি.) বিদ্বান্
(p. 614) bidbāna, (barji.) bidbān (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। 35)
বেটা
(p. 633) bēṭā বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) হি. বেটা]। স্ত্রী. বেটি। ̃ চ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। ̃ ছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ। 144)
বিক্রান্ত
(p. 605) bikrānta দ্র বিক্রম। 108)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us