Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিবের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
অসাধ্য
(p. 70) asādhya বিণ. 1 সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত; 2 প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)। [সং. ন + সাধ্য]। ̃ সাধন বি. অসম্ভবকে সম্ভব করা। শিবের অসাধ্য একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না। 53)
আরাধক
(p. 104) ārādhaka বিণ. উপাসক, যে পূজা বা উপাসনা করে, পূজক (শিবের আরাধক)। [সং. আ + √রাধ্ + ণিচ্ + অক]। 18)
কর্পদ
(p. 162) karpada বি. 1 শিবের জটা; 2 কড়ি। [সং. ক +√ পৃ + দ]।
কর্পদক
(p. 163) karpadaka বি. 1 শিবের জটা; 2 কড়ি। [সং. কর্পদ + ক (স্বার্থে)]। ̃ হীন বিণ. নিঃস্ব। ̃ হীনতা বি. নিঃস্বতা; দারিদ্র। 2)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
ক্যাপ
(p. 210) kyāpa বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]। 122)
খট্বা
(p. 221) khaṭbā বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক। [সং. √খট্ + ব (ক্বন্) + আ]। ̃ ঙ্গ বি. 1 খাটের পায়া বা খুরা; 2 খট্বাঙ্গের মতো মুগুর; 3 আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র। ̃ ঙ্গ-ধর বি. শিব। ̃ রূঢ় বিণ. 1 নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; 2 (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন। 38)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
ডমরু
(p. 354) ḍamaru বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। 16)
ডাক৪
(p. 355) ḍāka4 বি. শিবের অনুচরবিশেষ। [সং.]। ̃ সিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন। তু. প্রেতসিদ্ধ। 13)
তাণ্ডব
(p. 373) tāṇḍaba বি. 1 তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; 2 পুরুষের নৃত্য; 3 উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); 4 (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। ̃ লীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ। 58)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
নন্দি
(p. 444) nandi বি. শিবের প্রধান অনুচর (নন্দিভৃঙ্গি)। বিণ. আনন্দজনক। [সং. √ নন্দ্ + ই]। ̃ কেশ্বর বি. শিবের প্রধান অনুচর নন্দি। ̃ ভৃঙ্গি বি. শিবের দুই অনুচর নন্দি ও ভ়ৃঙ্গি। 67)
নন্দী
(p. 444) nandī (-ন্দিন্) বি. শিবের প্রধান অনুচর নন্দি বা নন্দিকেশ্বর। বিণ. আনন্দিত। [সং. √ নন্দ্ + ইন্]। ̃ ভৃঙ্গী বি. নন্দিভৃঙ্গি -র বানানভেদ; (আল.) কারও পাশে সর্বদা উপস্হিত মোসাহেবেরা। [নন্দি দ্র]। 70)
পাশু-পত
(p. 518) pāśu-pata বিণ. 1 পশুপতি বা শিব সম্বন্ধীয়; 2 পশুপতি কর্তৃক ব্যবহৃত (পাশুপত অস্ত্র)। বি. 1 পশুপতি বা শিবের উপাসক; 2 শৈব সম্প্রদায়বিশেষ। [সং. পশুপতি + অ]। 30)
পিনাক
(p. 521) pināka বি. 1 শিবধনু; 2 শিবের ধনুকাকৃতি বাদ্যযন্ত্র; 3 ত্রিশূল। [সং. √ পা + আক]। ̃ পাণি, পিনাকী (-কিন্) বি. শিব। 16)
পূজা
(p. 529) pūjā বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ̃ পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। ̃ ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। ̃ রি বিণ. বি. পূজাকারী, উপাসক। বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ̃ রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ̃ র্হ বিণ. পূজার যোগ্য, পূজা। ̃ হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। 3)
প্রমথ
(p. 548) pramatha বি. শিবের অনুচর যারা নাচ গান প্রভৃতিতে পারদর্শী। [সং. প্র + √ মথ্ + অ]। 39)
প্রলয়
(p. 550) pralaẏa বি. 1 সৃষ্টিনাশ; 2 সম্পূর্ণ ধ্বংস; 3 সর্বনাশ (প্রলয়কাণ্ড, প্রলয়মূর্তি, প্রলয়ংকর); 4 (সং.) মূর্ছা। [সং. প্র + লয়]। ̃ ংকর, ̃ ঙ্কর বিণ. প্রলয়কারী। স্ত্রী. &tilde ংকরী, ˜ ঙ্করী। ̃ নাচন বি. শিবের রুদ্র রূপে সৃষ্টি নাশকারী নাচ ('প্রলয়নাচন নাচলে যখন হে নটরাজ': রবীন্দ্র)। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074226
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768706
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366110
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698073
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594666
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545208
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন