Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিয়াল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমক-শ্মশান
(p. 101) āmaka-śmaśāna বি. যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাওয়ার জন্য ফেলে রাখা হয়। [সং. আম4 + ক + শ্মশান]. 2)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
ইউরেশিয়ান
(p. 113) iurēśiẏāna বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়। [ইং. Eurasian]। 8)
উল্কা
(p. 133) ulkā বি. 1 আকাশ থেকে প্রবল বেগে পড়ে এমন জ্বলন্ত প্রস্তর; বায়ব্য আলোক; আকাশে অতিদ্রুত সঞ্চরণশীল অগ্নিপিণ্ড, meteor, shooting star; 2 মশাল। [সং. √ উল্ + ক + আ]। ̃ পাত বি. উল্কা পড়া। ̃ পিণ্ড বি. আকাশে ধাবমান অগ্নিপিণ্ড। ̃ বেগে ক্রি-বিণ. উল্কার গতির মতো দ্রুত বেগে। ̃ মুখী বি. 1 খেঁকশিয়ালি; 2 সদাক্রুদ্ধ স্ত্রীলোক; 3 আলেয়া। 167)
এশিয়া, এসিয়া
(p. 149) ēśiẏā, ēsiẏā বি. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আয়তনে বৃহত্তমটি। [ইং. Asia]। ̃ বাসী (-সিন্) বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী। 24)
এশিয়াড
(p. 149) ēśiẏāḍa বি. এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির মধ্যে চার বছর অন্তর অন্তর বিপুল সমারোহে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ, এশিয়ান গেমস। [ইং. Asiad]। 25)
এশীয়
(p. 149) ēśīẏa বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ। [এশিয়া + ঈয়]। 26)
কেশিয়ার, ক্যশিয়ার
(p. 207) kēśiẏāra, kyaśiẏāra বি. অফিস ব্যাঙ্ক ইত্যাদি প্রতিষ্ঠানের নগদ টাকার বা তহবিলের ভারপ্রাপ্ত কর্মচারী, খাজাঞ্চি। [ইং. cashier]। 30)
কোট1
(p. 209) kōṭa1 বি. 1 দুর্গ (রাজকোট); 2 নগর, শহর (শিয়ালকোট, পাঠানকোট) ; 3 অধিকার, আয়ত্তি; দখল (এবার তোমাকে আমার নিজের কোটে পেয়েছি); 4 পণ, জিদ (কোট বজায় রাখা); 5 সীমানা, চৌহদ্দি (কোটের বাইরে যাওয়া)। [সং. কোট্ট-তু. হি. কোঠরি]। 29)
কোয়াশিয়া
(p. 210) kōẏāśiẏā বি. দক্ষিণ আমেরিকার সুপরিচিত গাছবিশেষ; ভেষজরূপে ব্যবহৃত এই গাছের অত্যন্ত তিক্ত স্বাদের ছাল। [ইং. quassia Quassi (এই গাছের ছালের ভেষজগুণের আবিষ্কর্তার নাম)]। 33)
খবর
(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। 85)
খেঁক
(p. 232) khēn̐ka বি. অব্য. 1 শিয়াল বা কুকুরের রাগ বা বিরক্তি-প্রকাশক শব্দ; 2 কর্কশ বাক্য। [ধ্বন্যা.]। ̃ খেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া। ̃ খেঁকানি, ̃ খেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ। খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা। 5)
খেঁক-শিয়াল
(p. 232) khēn̐ka-śiẏāla বি. শিয়ালবিশেষ, fox. [দেশি]। স্ত্রী. খেঁক-শিয়ালি। 6)
খেজুর
(p. 232) khējura বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। ̃ ছড়ি বি. 1 খেজুরের কাঁদি; 2 ধানবিশেষ; 3 খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)। 18)
গিদ্ধড়, গিধড়
(p. 246) giddhaḍ়, gidhaḍ় বি. শৃগাল, শিয়াল। বিণ. (আল.) নোংরা, অপরিচ্ছন্ন। [হি. গিদ্ধড়]। 109)
চীন
(p. 290) cīna বি. পূর্ব-এশিয়ার বিশাল দেশবিশেষ। [সং. চীন-তু. চীনাংশুক]। 57)
চেতা-বনি
(p. 294) cētā-bani বি. 1 বিপদ সংকেত; 2 হুঁশিয়ারি। [বাং. চেতা (=হিঁশিয়ার করা)]। 65)
জম্বু
(p. 312) jambu বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। 118)
জম্বুক
(p. 312) jambuka বি. শিয়াল। [সং. √ জম্ + উ + ক]। 119)
জাগরূক
(p. 320) jāgarūka বিণ. 1 জাগ্রত্, সজাগ; 2 সতর্ক, হুঁশিয়ার; 3 অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]। 17)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
তাতার
(p. 375) tātāra বি. মধ্য এশিয়ার জাতিবিশেষ। [ইং. Tartar লা. tartarus]। 9)
তৃতীয় বিশ্ব
(p. 375) tṛtīẏa biśba বি. উন্নত ও শক্তিশালী ধনতান্ত্রিক আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি এবং রাশিয়া ইত্যাদি দেশ ব্যতীত বিশ্বের (প্রধানত এশিয়া ও আফ্রিকার) বিপুলসংখ্যক অনুন্নত বা উন্নতিশীল দেশের সমষ্টিগত নাম। [ইং. Third World - এর অনুবাদ]। 247)
পটাশ
(p. 486) paṭāśa বি. 1 রাসায়নিক মৌলবিশেষ, পটাশিয়াম; 2 রাসায়নিক যৌগবিশেষ, পটাশিয়াম পারম্যাংগানেট। [ইং. potash]। 15)
পর-দেশিয়া
(p. 488) para-dēśiẏā বিণ. বিদেশি। [সং. পরবশ + বাং. ইয়া]। পর-দেশি বিণ. বিদেশি। 132)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086597
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773372
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370964
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723134
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700499
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596305
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551243
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543274

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন