Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খবর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  খবর এর বাংলা অর্থ হলো -

(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)।
[আ. খব্র্]।
খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)।
খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা।
খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া।
খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)।
দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)।
বিণ. সতর্ক, সাবধান।
দারি
বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)।
খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)।
খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিতপ্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র।
85)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


খুচ-খাচ
খড়ম
(p. 221) khaḍ়ma বি. কাঠের পাদুকা। [তু. হি. খড়ৌঙ]। খড়মপেটা করা ক্রি. বি. খড়ম দিয়ে প্রহার করা। খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো, চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না। 45)
খণ্ড
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ ন বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ শ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধাঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা। 54)
খরাদ
(p. 224) kharāda বি. কুঁদযন্ত্রে কাঠ চেঁছে মসৃণ করা। [আ.]। 20)
খুঁজা, খোঁজা
খরচ, খরচা
(p. 224) kharaca, kharacā বি. ব্যয়। [ফা. খর্চ্]। খরচ-খরচা, খরচ-পত্র বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ। খরচে, খরুচে বিণ. অত্যধিক খরচ করে এমন। 14)
খানি
(p. 226) khāni আদরার্থে- খানা1 -এর রূপভেদ ('মুখখানি তার পড়ে মনে': রবীন্দ্র; নাতনির মুখখানি দেখে সব ভুলে গেলাম)। 49)
খাস
খিন্ন
খোঁচ
(p. 232) khōn̐ca বি. 1 কাঁটা; 2 ছুঁচের মতো সূক্ষ্মতীক্ষ্ণ মুখ; 3 সূক্ষ্ম কোণ ; 4 (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]। 49)
খো-খো
(p. 234) khō-khō বি. মূলত ভারতীয়দের খোলা মাঠের খেলবিশেষ। [দেশি]। 8)
খাঁড়া, খাণ্ডা
(p. 224) khān̐ḍ়ā, khāṇḍā বি. খড়্গ (খাঁড়ার ঘা)। [সং. খড়্গ]। 60)
খালসা
খ1
খুরা, খুরো
খঞ্জ
(p. 221) khañja বিণ. খোঁড়া (খঞ্জ ভিখারি গান গায়)। [সং. √ খন্জ্ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। 22)
খিলাত, খেলাত
খেত
(p. 232) khēta বি. চাষের জমি, ক্ষেত (খেতের ফসল)। [সং. ক্ষেত্র]। 23)
খিট-খিট, খিট-মিট
(p. 229) khiṭa-khiṭa, khiṭa-miṭa বি. ক্রমাগত তিরস্কার বা অসন্তোষ প্রকাশ; খিচখিচ (সবসময় খিটখিট না করা ভালো মুখে ওর সঙ্গে দুটো কথা বলতে পার না?)। [দেশি]। খিট-খিটে বিণ. সর্বদা খিটখিট করে এমন (খিটখিটে স্বভাবের লোক). 22)
খাজা
(p. 226) khājā বি. ময়দার তৈরি মিঠাইবিশেষ (খাজাগজা খাই না)। বিণ. 1 শক্তি, কচ্কচে (খাজা কাঁঠাল); 2 নিরেট বোকা; অপদার্থ (আচ্ছা খাজা লোক তো)। [সং. খাদ্য খজ্জ খাজা]। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063433
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765133
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361845
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719279
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695839
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593212
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539882

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন