Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংকলন; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদীক্ষিত
(p. 17) adīkṣita বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। [সং. ন+দীক্ষিত]। 10)
অনশন
(p. 23) anaśana বি. উপবাস; অনাহার। [সং. ন + অশন]। ̃ ক্লিষ্ট বিণ. অনাহারে বা উপবাসে কাতর। অনশন ধর্মঘট বি. ধর্মঘটে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। ̃ ব্রত বি. উপবাসের অর্থাত্ আহার বর্জনের সংকল্প। 33)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অস্হির
(p. 73) ashira বিণ. 1 স্হির নয় এমন, স্হির থাকে না এমন; চঞ্চল; 2 আকুল, উদ্গ্রীব; 3 অনির্ধারিত, স্হিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; 4 নশ্বর। [সং. ন + স্হির]। বি. ̃ তা, ̃ ত্ব, অস্হৈর্য। ̃ চিত্ত বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. ̃ চিত্ততা। ̃ পঞ্চানন বি. স্বভাবে অস্হির ও ছটফটে লোক। ̃ বুদ্ধি বিণ. বুদ্ধি বা মতের স্হির নেই এমন। বি. উক্ত অর্থে। ̃ সংকল্প বিণ. সংকল্প বা কর্তব্য স্হির করেনি এমন; অব্যবস্হিতচিত্ত। 31)
আহরণ
(p. 111) āharaṇa বি. 1 সংগ্রহ; 2 সংকলন; 3 সঞ্চয়; 4 উপার্জন; 5 আয়োজন; 6 বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য বিণ. আহরণযোগ্য। আহর্তা বিণ. বি. আহরণকারী। 15)
আহৃত
(p. 111) āhṛta বিণ. 1 আহরণ করা হয়েছে এমন; 2 সংগৃহীত, সংকলিত; 3 সঞ্চিত; 4 আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]। 30)
ইরাদা, এরাদা
(p. 116) irādā, ērādā বি. 1 ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; 2 সংকল্প। [আ. ইরাদা]। 6)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
ঋষি1
(p. 141) ṛṣi1 বি. 1 মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি; 2 শাস্ত্রজ্ঞ তপস্বী; 3 বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী। [সং.√ ঋষ্ + ই]। ̃ কল্প বিণ. ঋষির তুল্য। ̃ তা বি ঋষির গুণ। ̃ প্রোক্ত বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)। ̃ শ্রাদ্ধ বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য - এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না। 18)
এরাদা, ইরাদা
(p. 149) ērādā, irādā বি. ইচ্ছা, অভিলাষ; সংকল্প। [আ. ইরাদা]। 5)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
কল্পন
(p. 172) kalpana বি. 1 উদ্ভাবন; 2 মানসিক রচনা; 3 অবাস্তবকে বাস্তবরূপে চিন্তা করা; 4 আরোপ; 5 মানস; মনন; 6 সংকল্প। [সং. √ ক্9প্ + অন]। 31)
কালি1
(p. 188) kāli1 বি. 1 সংকলন; একত্রীকরণ; 2 ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। 3)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কোমর
(p. 210) kōmara বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। ̃ বন্ধ বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. ̃ জল বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমর-বাঁধা ক্রি. বি. 1 দৃঢ় সংকল্প করা; 2 কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)। 26)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
গ্রন্হাবলি
(p. 261) granhābali বি. 1 গ্রন্হসমূহ, বহু বই; বইপত্র; 2 কোনো লেখকের রচিত বিভিন্ন গ্রন্হের একত্র সংকলন বা সংগ্রহ (শরত্চন্দ্রের গ্রন্হাবলি, তারাশঙ্করের গ্রন্হাবলি)। [সং. গ্রন্হ + আবলি]। 46)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
জাগরূক
(p. 320) jāgarūka বিণ. 1 জাগ্রত্, সজাগ; 2 সতর্ক, হুঁশিয়ার; 3 অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]। 17)
তপ, তপঃ
(p. 367) tapa, tapḥ (-পস্) বি. কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা, তপস্যা, যোগ, ব্রত (জপ-তপ, তপের গুণ, তপের সাধন)। [সং. √ তপ্ + অস্]। তপঃ ক্লেশ বি. তপস্যাজনিত কষ্ট। তপঃ-প্রভাব, তপো-বল বি. তপস্যার শক্তি, তপস্যার জোর, তপস্যার দ্বারা অর্জিত শক্তি। 31)
দারুণ
(p. 406) dāruṇa বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]। 25)
দীক্ষা
(p. 408) dīkṣā বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা ('অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু': রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন। [সং. √ দীক্ষ্ + অ + আ]। ̃ গুরু বি. যিনি দীক্ষা দেন। দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)। 50)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074219
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768699
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366108
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698070
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594660
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545199
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন