Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সদ্ভাব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৌশল
(p. 4) akauśala বি. 1 কৌশলের অভাব, অপটুতা; 2 (বাং. অপ্র.) অসদ্ভাব, বিরোধ, মন কষাকষি। [সং. ন+কৌশল]। 10)
অনাত্মীয়
(p. 24) anātmīẏa বি. বিণ. 1 আত্মীয় বা সম্পর্কযুক্ত নয় এমন (ব্যক্তি); 2 শত্রু; 3 আত্মীয় নেই এমন, আত্মীয়হীন। [সং. ন + আত্মীয়]। ̃ তা বি. আত্মীয়হীনতা; অসদ্ভাব; আত্মীয়তার অভাব। স্ত্রী. অনাত্মীয়া। 14)
অপ্রীতি
(p. 43) aprīti বি. প্রীতির অভাব; মনোমালিন্য; অসদ্ভাব; বিরাগ। [সং. ন + প্রীতি]। ̃ কর বিণ. বিরক্তিকর। ̃ ভাজন বিণ. বিরক্তিভাজন। 12)
অবনি-বনা, অবনি-বনাও
(p. 45) abani-banā, abani-banāō বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]। 4)
অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
অসংস্হান
(p. 67) asaṃshāna বি. সংস্হান না থাকা, অপ্রতুল, অভাব; অসদ্ভাব। [সং. ন + সংস্হান]। 49)
অসদ্-ভাব, অসদ্ভাব
(p. 67) asad-bhāba, asadbhāba বি. 1 মনোমালিন্য (প্রতিবেশীদের মধ্যে অসদ্ভাব); কলহ; 2 অভাব; অবিদ্যমানতা। [সং. অসত্ + ভাব]। 72)
অসদ্ভাব
(p. 67) asadbhāba দ্র অসদ্ভাব। 78)
অসুহৃত্
(p. 72) asuhṛt বি. 1 বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু; 2 (গ্রা.) অসদ্ভাব, শত্রুতা। [সং. ন + সুহৃত্]। 20)
অসৌহার্দ, অসৌহার্দ্য, অসৌহৃদ্য
(p. 73) asauhārda, asauhārdya, asauhṛdya বি. বন্ধুত্বের অভাব; অসদ্ভাব; শত্রুতা। [সং. ন + সৌহার্দ, সৌহৃর্দ্য]। 3)
আঁতাঁত
(p. 79) ān̐tān̐ta বি. বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও সহযোগিতা; মৈত্রী (অশুভ আঁতাঁত)। [ফ. entente]। 27)
আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
দক্ষিণা1
(p. 395) dakṣiṇā1 বি. 1 ক্রিয়াকর্মের শেষে গুরু পুরোহিত প্রভৃতির প্রাপ্য পারিশ্রমিক; 2 শিক্ষা সমাপ্ত হলে শিষ্য বা ছাত্র কর্তৃক গুরুকে প্রদত্ত অর্থ; 3 ব্রাহ্মণকে ভোজন করাবার পর প্রদত্ত অর্থ; 4 প্রণামি; 5 দক্ষিণ দিক (দক্ষিণাপ্রবণ); 6 পূর্ব নায়কের প্রতি অনুরাগ বা সদ্ভাব নষ্ট হয়নি এমন নায়িকা। [সং. দক্ষিণ + আ (স্ত্রী.)]। 20)
পোট
(p. 534) pōṭa বি. 1 সদ্ভাব, ভালোবাসা; 2 মনের বা মতের মিল। [বাং. √ পট্ + অ]। পটা দ্র। 7)
বনানো
(p. 575) banānō ক্রি. বি. 1 সদ্ভাব বজায় রাখা (সবার সঙ্গে বনিয়ে চলার চেষ্টা কোরো); মিলেমিশে থাকা, সামঞ্জস্যসাধন করা; 2 (বর্ত. বিরল) তৈরি বা প্রস্তুত করা। [বাং. বনা + আনো]। বনা-বনি বি. সদ্ভাব; মিলমিশ। 71)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বিরোধ
(p. 625) birōdha বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব। [সং. বি + √ রুধ্ + অ]। ̃ মূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক। বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়। বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ। বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা। 7)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মনো-মালিন্য
(p. 676) manō-mālinya বি. 1 মনান্তর, মনকষাকষি, মনের অমিলহেতু সম্পর্কের অবনতি; 2 বিবাদ, অসদ্ভাব। [সং. মনস্ + মালিন্য]। 163)
মিল-মিশ
(p. 706) mila-miśa বিণ. 1 সংসর্গ, মেলামেশা; 2 বন্ধুত্ব, সদ্ভাব ও পারস্পরিক ঐক্যবোধ (পাড়ার লোকের সঙ্গে মোটেই মিলমিশ নেই)। [বাং মিলা + মিশা]। 16)
মিল2
(p. 706) mila2 বি. 1 মিলন (দুজনে মিল হয়েছে); 2 যোগ (আর্যঅনার্যে মিল); 3 ঐক্য, সামঞ্জস্য (মতের মিল, কথায় ও কাজে মিল); 4 সদ্ভাব (দুই ভাইয়ে মোটেই মিল নেই); 5 সংগতি, খাপ খাওয়ার ভাব (জোড়ের মুখে মুখে মিল); 6 কবিতার এক চরণের অন্ত্যধ্বনির সঙ্গে পরবর্তী চরণের অন্ত্যধ্বনির সমতা।[সং. √ মিল্ + বাং. অ]। ̃ .বর্জিত বিণ. কবিতার যে ছন্দে দুই চরণের শেষ অক্ষরে বা অন্ত্যধ্বনির সমতা নেই। ̃ .মিলাও ̃মিশ সদ্ভাব, বনিবনা। 10)
মিলন
(p. 706) milana বি. 1 সংযোগ, সন্ধি; 2 সদ্ভাবস্হাপন (দুই পূর্বতন শত্রুর মিলন); 3 কলহান্তে পুনরায় সদ্ভাব, বিচ্ছেদের পর ঐক্য (নায়ক-নায়িকার মিলন); 4 সাক্ষাত্কার (প্রণয়ী-প্রণয়িনীর মিলন) 5 সম্মেলন (মিলনোত্সব); 6 রতি, যৌন সংগম (যৌনমিলন)। [সং. √মিল্ + অন]। মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন। 11)
মিলা, মেলা ক্রি.
(p. 706) milā, mēlā kri. বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 17)
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074470
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366212
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545318
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন