Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্পাদক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৃত
(p. 3) akṛta বিণ. করা হয়নি এমন, অসম্পন্ন, অসম্পাদিত। [সং. ন+কৃত]। ̃ কার্য বিণ. চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এমন, অসফল, ব্যর্থমনোরথ। ̃ কার্যতা বি. ব্যর্থতা, অসাফল্য। 23)
অননুষ্ঠিত
(p. 22) ananuṣṭhita বিণ. অনুষ্ঠান বা সম্পাদন করা হয়নি এমন (যে সভাটি হওয়ার কথা ছিল তা আজও অননুষ্ঠিতই থেকে গেছে)। [সং. ন+অনুষ্ঠিত]। 12)
অনু-রঞ্জন
(p. 30) anu-rañjana বি. 1 তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; 2 রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]। অনু-রঞ্জক বি. বিণ. 1। প্রীতি-উত্পাদক, আনন্দদানকারী (রাম প্রজানুরঞ্জক শাসক ছিলেন); 2 রঞ্জনকারী। অনু-রঞ্জিত বিণ. 1 অনুরাগযুক্ত; তোষিত; 2 বর্ণরঞ্জিত। 25)
অনুষ্ঠাতা
(p. 31) anuṣṭhātā (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী। 26)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অব-গ্রহ
(p. 43) aba-graha বি. 1 অনাবৃষ্টি, বৃষ্টির অভাব; 2 নিন্দা, তিরস্কার; 3 প্রতিবন্ধক, বাধা; 4 অভিসম্পাত, শাপ। [সং. অব + √ গ্রহ্ + অ]। 34)
অবৈতনিক
(p. 50) abaitanika বিণ. 1 বেতন নেয় না এমন, honorary (অবৈতনিক সম্পাদক); 2 বেতন নেওয়া হয় না এমন, free (অবৈতনিক বিদ্যালয়)। [সং. ন + বেতন + ইক]। 13)
অভি-শাপ
(p. 50) abhi-śāpa বি. অন্যের অমঙ্গল কামনা; অন্যের অনিষ্টের জন্য প্রার্থনাবাক্য; শাপ, অভিসম্পাত। [সং. অভি + √ শপ্ + অ]। 129)
অভি-সম্পাত
(p. 50) abhi-sampāta বি. অভিশাপ; অন্যের অনিষ্ট কামনা। [সং. অভি + সম্পাত]। 136)
অশনি
(p. 65) aśani বি. বজ্র, বাজ (অশনিসংকেত)। [সং. √ অশ্ + অনি]। ̃ .পাত, ̃ .সম্পাত বি. বজ্রপাত, বাজ পড়া। 16)
অসম্পাদন
(p. 70) asampādana বি. (কোনো কাজ) না করা; অক্রিয়া, কাজের অভাব। [সং. ন + সম্পাদন]। অসম্পাদিত বিণ. করা হয়নি এমন, সম্পন্ন বা নিষ্পন্ন হয়নি এমন (অসম্পাদিত কাজ)। 29)
আঙ্গিক
(p. 82) āṅgika বিণ. অঙ্গসম্বন্ধীয়; অঙ্গজাত; অঙ্গভঙ্গির সাহায্যে সম্পাদিত বা অভিনীত। বি. 1 অভিনয়াদি শিল্পকলার ভাবব্যঞ্জক অঙ্গভঙ্গি; 2 (বাং.) কলাকৌশল। [সং. অঙ্গ + ইক]। 83)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আনা2
(p. 94) ānā2 ক্রি. নিয়ে আসা। বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ̃ .নো ক্রি. আনয়ন করানো। বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত। 16)
আপ্যায়ন
(p. 97) āpyāẏana বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।] 20)
আসাদন
(p. 110) āsādana বি. 1 লাভ, প্রাপ্তি; 2 সমাগম; 3 সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত। 4)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উদ্-যাপন
(p. 126) ud-yāpana বি. 1 সমাপন, ব্রত-সমাপন; 2 সম্পাদন; 3 নির্বাহ; 4 পালন (জন্মদিন উদ্যাপন করা)। [সং. উত্ + যাপন]। উদ্-যাপিত বিণ. সম্পন্ন বা পালন করা হয়েছে এমন। 28)
উন্মাদন
(p. 130) unmādana বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা। যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)। [সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]। উন্মাদক বিণ. উন্মত্ততা জন্মায় এমন। উন্মাদনা বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ। উন্মাদিত বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত। উন্মাদী (-দিন্) বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)। স্ত্রী. উন্মাদিনী। 16)
উপ-পত্তি
(p. 132) upa-patti বি. 1 যুক্তি, প্রমাণ; 2 সিদ্ধান্ত; মীমাংসা, সমাধান; 3 উত্পত্তি; 4 প্রাপ্তি; 5 সম্পাদন। [সং. উপ + √ পদ্ + তি]। 35)
উপ-পাদন
(p. 133) upa-pādana বি. 1 মীমাংসা সাধন; 2 সম্পাদন; 3 প্রতিপাদন, যুক্তির সাহায্যে সমর্থন। [সং. উপ + √ পাদি (√ পদ্ + ণিচ্) + অন]। উপপাদক বিণ. মীমাংসাকারী; সম্পাদনকারী। উপ-পাদনীয় বিণ. উপপাদনের যোগ্য; প্রতিপাদ্য; সম্পাদন করতে হবে বা করার যোগ্য এমন। উপ-পাদ্য বিণ. উপপাদনীয়। বি. (জ্যামি.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন প্রতিজ্ঞা, theorem. 7)
একাহ
(p. 145) ēkāha বি. একদিন। বিণ. একদিনের। [সং. এক + অহন্]। একাহিক বিণ. একদিনে সম্পাদন করা হয় এমন। তু. ঐকাহিক। 22)
এডিটর
(p. 146) ēḍiṭara বি. সংবাদপত্র সাময়িকপত্র ইত্যাদির সম্পাদক। [ইং. editor]। এডিট করা ক্রি. বি. সংবাদপত্র ইত্যাদির জন্য প্রাপ্ত বা সংগৃহীত রচনা সংশোধন পরিমার্জন বা সংক্ষেপ করা। এডিটরি বি. এডিটরের বা সম্পাদকের কাজ। 35)
ঐক্য-পদ্য
(p. 150) aikya-padya বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]। 6)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074559
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768823
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594716
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545359
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542321

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন