Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্ভ্রান্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসম্ভ্রম
(p. 70) asambhrama বি. অমর্যাদা, অসম্মান; অনাদর। [সং. ন + সম্ভ্রম]। অসম্ভ্রান্ত বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক। 36)
আমির
(p. 101) āmira বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)। 44)
আলি1
(p. 106) āli1 বি. 1 সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; 2 মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। বিণ. 1 উদার; 2 উন্নত, উচ্চ। [আ. আলী]। 29)
উচ্চ
(p. 119) ucca বিণ. 1 উন্নত ('রহিবে উচ্চ শির'); 2 উঁচু (উচ্চবৃক্ষ); 3 সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); 4 জোরালো (উচ্চকণ্ঠ); 5 চড়া (উচ্চমূল্য, উচ্চহার); 6 ঊর্ধ্বতন (উচ্চ আদালত)। [সং. উত্ + √ চি + অ]। বি. ̃ তা। ̃ গ্রাম বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ। ̃ নীচ বিণ. 1 উঁচুনিচু, উন্নত-অনুন্নত; 2 উত্তম ও অধম। ̃ বাচ্য বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য। ̃ বিত্ত বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত। ̃ বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। ̃ ভাষী বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন। 28)
খান-সামা
(p. 226) khāna-sāmā বি. 1 খানদানি পরিবারের তত্ত্বাবধায়ক; 2 সম্ভ্রান্ত পরিবারের বা ব্যক্তির পরিচায়ক, খিদমতগার বা খাদ্যপরিবেশক। [ফা. খান্-সামান্]। ̃ গিরি বি. খানসামার কাজ বা বৃত্তি। 44)
গণ্য
(p. 239) gaṇya বিণ. 1 গণনীয়, গণনার যোগ্য (অগণ্য); 2 গ্রাহ্য, স্বীকৃত (পণ্ডিত বলে গণ্য, মূল্যবান বলে গণ্য); 3 বিবেচ্য; 4 উল্লেখের যোগ্য। [সং. √গণ্ + য]। ̃ মান্য বিণ. সম্ভ্রান্ত; বিশেষরূপে মান্য। 4)
পাশা2
(p. 518) pāśā2 বি. তুরস্কের শাসনকর্তা, সেনাপতি, উচ্চ সরকারি কর্মচারী বা সম্ভ্রান্ত ব্যক্তির উপাধি। [তুর.]। 27)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বনিয়াদ, বনেদ
(p. 575) baniẏāda, banēda বি. ভিত, ভিত্তি; মূল (শক্ত বনিয়াদ, শিক্ষার বনিয়াদ)। [ফা. বুনিয়াদ]। বনিয়াদি বিণ. 1 সুপ্রতিষ্ঠিত, দীর্ঘকাল যাবত্ সম্মানিত; 2 প্রাচীন ও সম্ভ্রান্ত (বনিয়াদি চালচলন); 3 ভিত্তিস্বরূপ (বনিয়াদি) শিক্ষা)। বনেদি বিণ. বনিয়াদি -র রূপভেদ (বনেদি বংশ)। 77)
বন্দ্য-ঘটি
(p. 575) bandya-ghaṭi বি. বন্দ্যোপাধ্যায়। [সং. বন্দ্যঘঢীয়]। বন্দ্য-বংশ বি. 1 বন্দনীয় বা মান্য বা সম্ভ্রান্ত বংশ; 2 বন্দ্যোপাধ্যায় বংশ ('বন্দ্যোবংশখ্যাত': ভা. চ.)। 97)
বিবি
(p. 621) bibi বি. 1 মুসলমান মহিলা; 2 সম্ভ্রান্ত মুসলমানের পত্নী; 3 ইয়োরোপীয় মহিলা, মেম (সাহেব-বিবি); 4 স্ত্রীমূর্তিচিহ্নিত তাসবিশেষ। বিণ. আরামপ্রিয়া, বিলাসিনী (বিবি বউ)। [ফা. বীবী]। ̃ জান বি. বিবিকে প্রিয় সম্বোধন। ̃ য়ানা বি. মেমের মতো বিলাসিতা বা বিলাসী সাজসজ্জা। 11)
বেগম
(p. 633) bēgama বি. মুসলমান রানি বা সম্ভ্রান্ত মহিলা। [তুর. বেগ্ম্]। ̃ পুরি বি. তাঁতের শাড়িবিশেষ। ̃ বাহার বি. বাহারি তাঁতের শাড়িবিশেষ। ̃ সাহেবা বি. সম্ভ্রান্ত মুসলমান মহিলাকে সম্বোধনবিশেষ। 125)
মহিলা
(p. 692) mahilā বি. 1 নারী, নারীজাতি; 2 (বাং.) ভদ্র বা সম্ভ্রান্ত নারী। [সং. √ মহ্ (=পূজা) + ইল +আ]। 2)
মান্য
(p. 699) mānya বিণ. মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য ('মান্য হও জগতের মাঝে': স. দ., মান্য আতিথি)। বি. (বাং.) 1 সম্মান, সমাদর (তাঁকে সবাই মান্য করে); 2 পালন, অনুবর্তন (গুরুজনের কথা মান্য করা)। [সং. √ মান্ + য]। স্ত্রী. মান্যা। ̃ .গণ্য বিণ. 1 সম্মাননীয়; 2 সম্ভ্রান্ত। ̃ .বর বিণ. অতি মাননীয় বা সম্ভ্রান্ত। ̃ .বরেষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রে সম্বোধনবিশেষ) সম্মানিত ব্যক্তির প্রতি। 21)
রায়৭২৯
(p. 743) rāẏa729 বি. 1 নৃপতি, রাজা 2 জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিদের খেতাববিশেষ। বিণ. 1 বৃহত্, বড়ো; 2 দীর্ঘ। [সং. রাজন্]। ̃ .জাদা বি. রায়ের ছেলে; রাজকুমার। ̃ .বাঘিনি, ̃ .বাঘিনী বি. 1 বড়ো বাঘিনি; 2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী। ̃ .বার বি. 1 নৃপতির যশোবার্তা 2 রাজার কাছে দূত কর্তৃক নিবেদন। ̃ .বাঁশ বি. বাঁশের বড়ো লাঠিবিশেষ। ̃ .বেঁশে বি. 1 লাঠিয়াল; 2 রায়বাঁশ নিয়ে নাচ। বিণ. রায়বাঁশ সহযোগে কৃত (রায়বেঁশে নাচ)। ̃ .বাহাদুর ̃.রায়ান, ̃.সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ। 14)
লাট৫
(p. 759) lāṭa5 বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ̃ .বেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ̃ .সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল। 14)
লেডি
(p. 763) lēḍi বি. 1 নাইট (knight) উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; 2 লর্ড উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; 3 সম্ভ্রান্ত মহিলা। [ইং. lady]। 29)
শেখ
(p. 784) śēkha বি. 1 স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; 2 সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]। 11)
সম্ভ্রান্ত
(p. 816) sambhrānta বিণ. 1 মর্যাদাশালী; 2 কুলীন, অভিজাত। [সং. সম্ + √ ভ্রম্ + ত]। ̃ তন্ত্র বি. অভিজাত-সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রশাসন-ব্যবস্হা। 15)
সাহেব
(p. 832) sāhēba বি. 1 সম্ভ্রান্ত বা সম্মানিত ব্যক্তি, মহাশয় (বাবুসাহেব, মৌলবিসাহেব); 2 কর্তা, মালিক (অফিসের বড়োসাহেব); 3 ইংরেজ বা শ্বেতাঙ্গ পুরুষ (সাহেবপাড়া, সাহেব সাজা); 4 নকল ইয়োরোপীয় (কালা সাহেব)। [আ. সাহিব]। ̃ মেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী। ̃ সুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবান বি. সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবানি বি. সম্ভ্রান্ত মহিলা। সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ। সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ। 9)
হোমরা-চোমরা
(p. 874) hōmarā-cōmarā বিণ. সম্ভ্রান্ত ও খ্যাতিপ্রতিপত্তিযুক্ত। [তু. আ. আমির-উমরাহ]। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085476
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772813
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370526
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722957
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700276
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596120
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550723
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543195

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন