Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মহিলা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মহিলা এর বাংলা অর্থ হলো -

(p. 692) mahilā বি. 1 নারী, নারীজাতি; 2 (বাং.) ভদ্র বা সম্ভ্রান্ত নারী।
[সং. √ মহ্ (=পূজা) + ইল +আ]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মিনা
(p. 705) minā বি. সোনা রুপো ইত্যাদি ধাতুর উপর কাচের মতো মসৃণ উজ্জ্বলরঙ্গিন পদার্থের কলাই, enamel [ফা. মীনা]। 21)
মস্তিষ্ক
(p. 688) mastiṣka বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি + √ মুষ্ক্ + অ]। ̃ চালনা বি. বুদ্ধি খেলানো, চিন্তা করা। ̃ বিকৃতি বি মাথার গোলমাল। ̃ হীন বিণ. নির্বোধ। 37)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয়বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপপূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্যগুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীনআধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্বপশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুতবিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
মার্জার
মাহ1
(p. 703) māha1 বি. (ব্রজ.) মাস ('এ ভরা বাদর মাহ ভাদর': বিদ্যা.) [সং. মাস]। 39)
মন অর্ডার
(p. 676) mana arḍāra বি. ডাকযোগে অর্থ প্রেরণ বা প্রেরিত অর্থ (মনি অর্ডার করে টাকা পাঠানো, মনি অর়্ডার করা)[.]। [ইং. money order]। 126)
মৈত্র
মেহ2
(p. 717) mēha2 বি. (কাব্যে) মেঘ ('ঘন ঘন বরখত মেহ': রবীন্দ্র)। সং. মেঘ]। 20)
মাগি
(p. 692) māgi বি. (অশি. অবজ্ঞায়) 1 প্রাপ্তবয়স্কা নারী (ওই মাগিটা আমার এখানে এসেছে কেন?); 2 বেশ্যা। [বাং. মাগ + ই]। ̃ .বাড়ি বি. বেশ্যালয়। 56)
মারদাঙ্গা, মারধর, মারপিট
(p. 700) māradāṅgā, māradhara, mārapiṭa দ্র মার3। 20)
মোড়ক
মেশিন
(p. 717) mēśina বি. যন্ত্র, কল। [ইং. machine]। ̃ .গান বি. হালকা কামানবিশেষ 14)
মাঝ
(p. 692) mājha বি. 1 মধ্যস্হল (মাঝের ঘর, মাঝের দিনগুলো); 2 অত্যন্তর, ভিতর (বনের মাঝে)। বিণ. মধ্য (মাঝপথ)। [প্রাকৃ. মজ্ঝ]। ̃ .খান বি. মধ্যস্হান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)। ̃ .বয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স। ̃ .বয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)। ̃ .রাত বি গভীর রাত, মধ্যরাত। ̃ .রাস্তা বি. অর্ধেক পথ। মাঝা-মাঝি বিণ. 1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা); 2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন; 3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)। ক্রিবিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)। মাঝে ক্রি-বিণ. 1 মাঝখানে, মধ্যস্হানে (আমি মাঝে বসব); 2 কিছুদিন আগে, ইতিমধ্যে (মাঝে সে একদিন এসেছিল)। মাঝে মাঝে ক্রি-বিণ. কিছুদিন বা কিছুকাল অন্তর অন্তর (সে মাঝে মাঝে আসে)। 71)
মুখুজ্জে-মুখোপাধ্যায়
(p. 708) mukhujjē-mukhōpādhyāẏa বা মুখার্জি -র কথ্য রূপ। 18)
মিউ-জিয়াম
মুহরি2, মুহুরি2
(p. 712) muhari2, muhuri2 বি. কেরানি (উকিলের মুহুরি)। [আ. মুহির্রিব]। ̃ .গিরি বি. মুহুরির কাজ। 62)
মুলা-কাত
(p. 712) mulā-kāta বি. সাক্ষাত্, দেখা ভেট (বছরে একবারও তার সঙ্গে মুলাকাত হয় না) [আ. মুলাকাত্]। 32)
মুর-শিদ, মুর-শেদ
(p. 712) mura-śida, mura-śēda বি. মুসলমান দীক্ষাগুরু; পির। [আ. মুর্শিদ্।] 21)
মহোত্-সাহ
(p. 692) mahōt-sāha বি. প্রবল উদ্যম (মহোত্সাহে কাজে নেমে পড়া) [সং. মহত্ + উত্সাহ]। 12)
মাথাল
(p. 692) māthāla বি. ঘাস-পাতা দিয়ে তৈরী ছাতাবিশেষ, টোকা। [বাং মাথা + লং]। 119)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073232
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768363
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365779
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697899
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594547
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544933
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542242

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন