Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্ত্রীসহ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নয়নী
(p. 447) -naẏanī বিণ. (সমাসের উত্তরপদরূপে, স্ত্রীলিঙ্গে ব্যবহৃত) নয়নবিশিষ্টা (সুনয়নী, ত্রিনয়নী)। [সং. নয়ন2 + ঈ]। 60)
অক্ষমা1
(p. 4) akṣamā1 -অক্ষম এর স্ত্রীলিঙ্গ। 29)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অজহল্লিঙ্গ্, অজহত্-লিঙ্গ
(p. 8) ajahalliṅg, ajahat-liṅga বি. (ব্যাক.) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাত্ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের বিশেষণরূপে ব্যবহৃত হলেও সেটি ক্লীবলিঙ্গই থাকে)। [সং. ন+জহত্+লিঙ্গ]। 106)
অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
অনার্তবা
(p. 25) anārtabā বিণ. (স্ত্রীলোক সম্বন্ধে) ঋতুমতী হয়নি এমন, যে নারীর রজোদর্শন হয়নি। [সং. ন + আর্তবা]। 11)
অনু-রাগ
(p. 31) anu-rāga বি. 1 প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); 2 আদর, সোহাগ; 3 (অপ্র.) ক্রোধ, বিরক্তি; 4 (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে 'অনুরাগ' বলে ('সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়': বিদ্যা)। [সং. অনু + √ রন্জ্ + অ]। অনু-রাগী (-গিন্) বি. বিণ. আসক্ত বা অনুরাগযুক্ত (ব্যক্তি); প্রেমিক। বিণ. (স্ত্রী.) অনু-রাগিণী। 3)
অবলা2
(p. 46) abalā2 বিণ. (স্ত্রী.) বলহীনা। বি. (স্ত্রী.) নারী। [সং. ন + বল + আ]। ̃ জাতি বি. নারীজাতি, স্ত্রীজাতি। 8)
অলক্ষণ
(p. 62) alakṣaṇa বি. অশুভ লক্ষণ, দুর্লক্ষণ, কুলক্ষন। বিণ. কুলক্ষণযুক্ত; অপয়া। [সং. ন + লক্ষণ]। অলক্ষণা বিণ. (স্ত্রী.) যার অর্থাত্ যে স্ত্রীলোকের লক্ষণ শুভ নয়; অপয়া।
অলক্ষ্মী
(p. 64) alakṣmī বি. 1 দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মী দেবী, যে দেবী দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী; 2 দুর্ভাগ্যের জন্য দায়ী নারী; 3 গৃহকর্মে অনিপুণা ও স্বভাবে অগোছালো স্ত্রীলোক। [সং. ন + লক্ষ্মী]। অলক্ষ্মীতে পাওয়া ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া (গোটা পরিবারটাকেই যেন অলক্ষ্মীতে পেয়েছে)। অলক্ষ্মীর দশা বি. শ্রীহীনতা; দারিদ্র। অলক্ষ্মীর দৃষ্টি বি. অভাব-অনটন, দারিদ্র; দুর্ভাগ্য। 3)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
অসঙ্গ
(p. 67) asaṅga বিণ. নিঃসঙ্গ, সঙ্গী নেই এমন। বি. স্ত্রীপুত্র ও বিষয়াদি ত্যাগরূপ বৈরাগ্য, অনাসক্তি; পরব্রহ্ম। [সং. ন + সঙ্গ]। 57)
অস্ত্রীক
(p. 73) astrīka বিণ. 1 স্ত্রী সঙ্গে নেই এমন (বিপ. সস্ত্রীক); 2 বিপত্নীক; অবিবাহিতা। [সং. ন + স্ত্রী + ক]। 18)
অয়ি
(p. 60) aẏi অব্য. (স্ত্রীলিঙ্গে) ভক্তি প্রেম বা স্নেহসূচক সম্বোধনে ব্যবহৃত শব্দ ('অয়ি ভুবনমনমোহিনী' রবীন্দ্র)। 3)
আওরত
(p. 77) āōrata (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]। 36)
আঙিয়া, আঙ্গিয়া
(p. 82) āṅiẏā, āṅgiẏā বি. স্ত্রীলোকের ছোট ও আঁট জামাবিশেষ; মেয়েদের বক্ষাবরণ, চোলি, কাঁচুলি। [সং. অঙ্গিকা]। 76)
আবরু
(p. 98) ābaru বি. 1 মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; 2 শ্লীলতা, ইজ্জত; 3 পর্দা, আবরণ; 4 চোখের পাতা। [ফা. আব্রু]। 20)
আবাল-বৃদ্ধ-বনিতা
(p. 99) ābāla-bṛddha-banitā ক্রি-বিণ. বি. বালক-বৃদ্ধ-স্ত্রীলোক পর্যন্ত সকলেই। [সং. আ + বাল (ক) + বৃদ্ধ + বনিতা]। 9)
আর্তব
(p. 104) ārtaba বি. স্ত্রীরজঃ। বিণ. 1 মরশুম বা ঋতুসংক্রান্ত; 2 স্ত্রীরজঃসংক্রান্ত। [সং. ঋতু + অ]। 38)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
ইদ্দত
(p. 114) iddata বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]। 24)
ইন্দু
(p. 114) indu বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃ কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা। 42)
উঁচ-কপালে
(p. 119) un̐ca-kapālē বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া এ]। স্ত্রী. উঁচ-কপালি (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা। 7)
উপ-গম, উপ-গমন
(p. 131) upa-gama, upa-gamana বি. 1 আবির্ভাব, উত্পত্তি (ক্রোধোপগম, গ্রীষ্মোপগম); 2 উপস্হিতি; 3 কাছে বা নিকটে যাওয়া; 4 লাভ, প্রাপ্তি; 5 স্ত্রীসংগম। [সং. উপ + √ গম্ + অ, অন]। 11)
উপ-সেবন
(p. 133) upa-sēbana বি. 1 উপভোগ; সম্ভোগ; 2 উপাসনা; 3 আসক্তি। [সং. উপ + সেবন]। উপ-সেবক বিণ. 1 উপসেবনকারী; 2 পরস্ত্রীর প্রতি আসক্ত। উপ-সেবা বি. 1 উপসেবন; 2 চাকরি। উপ-সেবিত বিণ. উপসেবন বা উপসেবা করা হয়েছে এমন। উপ-সেবী (-বিন্) বিণ. উপসেবাকারী, উপসেবনকারী; পরিচর্যাকারী। 71)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074673
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366299
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721122
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698174
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594742
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545398
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542328

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন