Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাত-পা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অজু, উজু, ওজু
(p. 8) aju, uju, ōju বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]। 124)
অবয়ব
(p. 45) abaẏaba বি. 1 শরীরের অঙ্গ, হাত-পা ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ; 2 চেহারা, আকৃতি; 3 অংশ; উপকরণ। [সং. অব + √ যু + অ]। ̃ হীন বিণ. যার দেহ বা অঙ্গ নেই এমন, অশরীরী। অবয়বী (-বিন্) বিণ. অবয়ববিশিষ্ট, অঙ্গবিশিষ্ট, অবয়ব আছে এমন। 25)
আক্ষেপ
(p. 82) ākṣēpa বি. 1 (বিকারগ্রস্ত রোগীর) হাত-পা ইত্যাদি ছোড়া, খিঁচুনি, তড়কা, fits, convulsion; 2 ক্ষোভ মনস্তাপ (আক্ষেপের বিষয়), বিলাপ; 3 অর্থালংকারবিশেষ। [সং. আ + √ ক্ষিপ্ + অ]। বিণ. আক্ষিপ্ত। 15)
আড়ষ্ট
(p. 85) āḍ়ṣṭa বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা। 90)
ইঙ্গিত
(p. 113) iṅgita বি. 1 ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা; 2 আভাস (ঝড়ের ইঙ্গিত)। [সং. √ ইন্গ্ + ত]। 24)
উজু
(p. 119) uju বি. মুসলমানদের শাস্ত্রীয় আচমন বা জল দিয়ে হাত-পা-মুখ ইত্যাদি ধোয়া। [আ. ওঅজু]। 70)
কড়া৩
(p. 158) kaḍ়ā3 বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ̃ কড়, ̃ ক্কড় বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ̃ কড়ি, ̃ ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। 28)
কাঠি2
(p. 179) kāṭhi2 বি. 1 কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি); 2 ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)। [সং. কাষ্ঠিকা]। কাঠি-কাঠি বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)। জিয়ন-কাঠি, মরণ-কাঠি বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়। কাঠি দেওয়া ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া। 35)
কাল1
(p. 186) kāla1 বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)। বি. শৈত্য। [দেশি]। 24)
খিঁচ1
(p. 229) khin̐ca1 বি. 1 সজোরে হাত-পা ইত্যাদি অঙ্গের চালনা (রোগীর হাত-পায়ের খিঁচ শুরু হয়েছে) ; 2 টান (খিঁচ ধরা)। খিঁচা, খেঁচা ক্রি. (হঠাত্) জোরে টান দেওয়া (দাঁড় খেঁচা, লাঠি খিঁচিয়ে এগিয়ে গেল); মুখ ইত্যাদির বিকৃত ভঙ্গি করা; ভেংচানো (দাঁত খেঁচা, মুখ খিঁচিয়ে বলল); হাত-পা সজোরে সঞ্চালন করা (হাত-পা খেঁচা)। [দেশি়]। খিঁচানো ক্রি. খিঁচা, খেঁচা। বিণ. খিঁচা র সব অর্থে। খিঁচুনি, খিচুনি, খিঁচনি, খিচনি বি. বিকৃত অঙ্গভঙ্গি বা অঙ্গের আক্ষেপ; ভেংচানি। খিঁচে নেওয়া বি. ক্রি. বলপূর্বক আদায় করা; কারও ইচ্ছার বিরুদ্ধে আদায় করা (ওর কাছ থেকে কিছু টাকা খিঁচে নিতে হবে)। 17)
খিল1
(p. 230) khila1 বি. 1 (দরজা ইত্যাদির) অর্গল, হুড়কো; 2 খেঁচুনি, মাংসপেশির বা হাত-পায়ের আড়ষ্ট অসাড় ভাব (হাসতে হাসতে পেটে খিল ধরা)। [সং.কীলক]। 2)
গুটা
(p. 250) guṭā ক্রি. 1 টেনে এনে জ়ড় করা (সুতো গুটাচ্ছে); 2 সংকুচিত করা (হাত-পা গুটানো, আস্তিন গুটানো) ; 3 বন্ধ করা, তুলে দেওয়া (কারবার গুটিয়ে ফেলব); 4 টেনে তোলা (জাল গুটানো)। [সং. √গুড়্ (=রক্ষণ, বেষ্টন)]। ̃ নো ক্রি. গুটা। বি. বিণ. উক্ত সব অর্থে। 53)
ছোঁড়া2, ছুড়া, ছোড়া
(p. 304) chōn̐ḍ়ā2, chuḍ়ā, chōḍ়ā ক্রি. 1 নিক্ষেপ করা (ঢিল ছুড়ছে); 2 সঞ্চালন করা (হাত-পা ছোড়া); 3 দাগা (বন্দুক ছোড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. নিক্ষিপ্ত। [সং. √ ক্ষিপ্]। ̃ ছুঁড়ি, ̃ ছুড়ি বি. ক্রমাগত ছোড়া; পরস্পরের প্রতি ছোড়া। ̃ নো ক্রি. নিক্ষেপ করানো; দাগানো। বি. উক্ত দুই অর্থে। 152)
জমা1
(p. 312) jamā1 ক্রি. 1 সঞ্চিত বা সংগৃহীত হওয়া (টাকা জমছে); 2 স্তূপীকৃত হওয়া (ময়লা জমে); 3 বুদ্ধি পাওয়া (পসার জমছে না, মেঘ জমছে); 4 জমাট বাঁধা, ঘন বা কঠিন হওয়া (বরফ জমছে); 5 সমবেত বা একত্র হওয়া (লোক জমছে); 6 উপভোগ্য হওয়া, সরগরম হওয়া (গানটা বেশ জমেছে, আসর জমেছে); 7 অসাড় বা ঠাণ্ডা হওয়া (হাত-পা জমে যাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র]। 104)
ঝাঁপ2
(p. 336) jhām̐pa2 বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]। 14)
ঝিঁঝি2
(p. 336) jhin̐jhi2 বি. ঝিমঝিম করার ভাব (বসে বসে পায়ে ঝিঁঝি ধরেছে)। [তু. ঝিনঝিন, ঝিমঝিম]। ঝিঁঝি ধরা ক্রি. বি. অনেকক্ষণ হাত-পা চেপে বসে থাকার জন্য রক্তসঞ্চালন বন্ধ হয়ে ঝিমঝিম করা। 55)
ঝিন-ঝিন
(p. 338) jhina-jhina বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]। 7)
ঝিম-ঝিম
(p. 338) jhima-jhima বি. জড়তা বা অবশতার ভাব (হাত-পা ঝিমঝিম করছে)। [দেশি-তু. ঝিনঝিন, ঝিঁঝি2]। 13)
টিপা, টেপা
(p. 343) ṭipā, ṭēpā ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্হাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ̃ টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ̃ নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 67)
তুরুম, তুড়ুম
(p. 375) turuma, tuḍ়uma বি. অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে রাখার কাঠের তৈরি যন্ত্রবিশেষ। [ফ. trone]। 213)
ধামসা
(p. 433) dhāmasā ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ̃ নি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ̃ নো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। বি. বিণ. উক্ত অর্থে। 59)
ধোয়া, ধুয়া
(p. 441) dhōẏā, dhuẏā ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। 9)
পোলিয়ো
(p. 534) pōliẏō বি.পোলিয়োমাইলাইটিস রোগ, যাতে হাত-পা ইত্যাদি পঙ্গু হয়ে যায়। [ইং. poliomyelitis]। 28)
প্রত্যঙ্গ
(p. 544) pratyaṅga বি. অঙ্গের অংশ (যেমন অঙ্গ হাত-পা, প্রত্যঙ্গ আঙুল), ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ। [সং. প্রতি + অঙ্গ]। 22)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2106475
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1781663
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1379458
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 726320
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 704776
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 598938
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 561219
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন