Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঠি2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঠি2 এর বাংলা অর্থ হলো -

(p. 179) kāṭhi2 বি. 1 কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা ও সরু টুকরো (দেশলাইয়ের কাঠি, চাবিকাঠি); 2 ক্ষুদ্র সরু শলাকা (ঝাঁটার কাঠি, খড়কে কাঠি)।
[সং. কাষ্ঠিকা]।
কাঠি-কাঠি বিণ. অত্যন্ত সরু বা কৃশ (কাঠিকাঠি হাত-পা)।
জিয়ন-কাঠি, মরণ-কাঠি বি. এমনকিছু বা এমন কাঠির মতো জিনিস যার শক্তিতে নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে বা প্রাণবন্তের প্রাণনাশ হয়।
কাঠি দেওয়া ক্রি. বি. বাধার সৃষ্টি করা, বাগড়া দেওয়া।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কোমর
(p. 210) kōmara বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। ̃ বন্ধ বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. ̃ জল বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমর-বাঁধা ক্রি. বি. 1 দৃঢ় সংকল্প করা; 2 কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)। 26)
কল্যাণ
কানাঘুষো
(p. 181) kānāghuṣō দ্র কান2। 29)
কৌশাম্বী
কুন্দর
(p. 196) kundara বি. বিষ্ণু। [সং. কু + √ দৃ + অ, ন্ আগম]। 32)
কষা৪
(p. 172) kaṣā4 ক্রি. 1 (মাংসাদি) সাঁতলানো; 2 আঁট করে বাঁধা; 3 শক্ত করা (কষে বাঁধো); 4 শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে); 5 জটিল কৌশল করা (প্যাঁচ কষা)। বিণ. 1 আঁট, শক্ত, কড়া; 2 কৃপণ; 3 বদ্ধকোষ্ঠ (কষা ঘাত); 4 সাঁতলানো হয়েছে এমন, সাঁতলে রাঁধা হয়েছে এমন (কষা মাংস)। কষে ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)। [বাং. √ কষ্]। 63)
কুরবক, কুরবানি
কুযোগ
(p. 198) kuyōga বি. অশুভ বা অমঙ্গলজনক যোগ বা কাল। [সং. কু + যোগ]। 22)
কিষান, কিষাণ
(p. 191) kiṣāna, kiṣāṇa বি. কৃষক, চাষি। [সং. কৃষাণ]। বি. (স্ত্রী.) কিষানি, কিষাণি। 10)
কপোল
(p. 163) kapōla বি. গণ্ড, গাল। [সং. √ কপ্ + ওল]। ̃ কল্পনা বি. অবান্তর কল্পনা; গালগল্প। ̃ কল্পিত বিণ. মনগড়া (কপোলকল্পিত গল্প)। 26)
কস্তা
কিতব
(p. 190) kitaba বিণ. 1 শঠ, প্রবঞ্চক; 2 জুয়াড়ি। [সং. কিত + √ বা + অ]। কৈতব বি. শঠতা, প্রবঞ্চনা। 5)
কালা-পাহাড়
কর্নিক
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কুর্পর
(p. 199) kurpara বি. 1 জানু, হাঁটু; 2 কনুই। বিণ. অধীন ('নহে নীচের কুর্পর': চৈ. চ)। [সং. √ কুর্ + অর্, প্ আগম]। 22)
কাত্যায়ন
কেঁচো
কুঁদা৩, কুঁদো
(p. 192) kun̐dā3, kun̐dō বি. 1 বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; 2 গাছের গুঁড়ি; 3 মোটা কাঠের খণ্ড; 4 কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]। 40)
কিরা, কিরে
(p. 190) kirā, kirē (আঞ্চ.) বি. শপথ, দিব্যি। [তু. হি. কিরিয়া, সং. ক্রিয়া]। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2090426
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1775090
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1372789
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723777
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 701359
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596819
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 553467
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543618

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন