Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অথবা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অথবা এর বাংলা অর্থ হলো -

(p. 14) athabā অব্য 1 কিংবা, বা; 2 পক্ষান্তরে।
[সং. অথ+বা]।
66)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অহিংস
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অনূর্ধ্ব
(p. 32) anūrdhba বিণ. 1 যার চেয়ে ঊর্ধ্ব নেই; 2 অনধিক; 3 উঁচু নয় এমন। [সং. ন (অন্) + ঊর্ধ্ব]। 17)
অন্তর্বাহী
(p. 34) antarbāhī (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]। 12)
অলি-গলি
(p. 64) ali-gali বি. সরু পথ; গলিঘুজি; সরু গলিপথ (অনেক অলিগলি পেরিয়ে সেখানে যেতে হয়)। [বাং. অলি + (সহচর শব্দ) গলি]। 28)
অবজার-ভেটরি
অশ্রদ্ধা
অসার্থক
(p. 72) asārthaka বিণ. সার্থক বা সফল নয় এমন, ব্যর্থ। [সং. ন + সার্থক]। 7)
অপ-বাদ
(p. 34) apa-bāda বি. নিন্দা, কুত্সা, বদনাম ('এই নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই': শরত্)। [সং. অপ + √ বদ্ + অ]। অপ-বাদক বিণ. বি. যে অপবাদ দেয়, বদনামকারী। 108)
অনবস্হা
অনতি
(p. 21) anati বিণ. 1 অধিক বা অতিরিক্ত নয় এমন, মাঝারি; 2 পরিমিত। [সং. ন+অতি]। ̃ কাল বি. অল্পকাল (অনতিকাল পর, অনতিকাল পূর্বে)। ̃ দীর্ঘ বিণ. বেশি দীর্ঘ নয়; যতটা দীর্ঘ হওয়া উচিত ততটা দীর্ঘ। ̃ পূর্বে ক্রি-বিণ. কিছুকাল আগে, বেশিদিন আগে নয়। ̃ বিলম্বে ক্রি-বিণ. বেশি দেরিতে নয়, শীঘ্রই। ̃ বিস্তৃত বিণ. বেশি বিস্তৃত নয় এমন। 22)
অপরি-জ্ঞাত
(p. 34) apari-jñāta বিণ. 1 ভালোভাবে জানা নেই এমন, অজ্ঞাত; অবিদিত; 2 অপরিচিত। [সং. ন + পরিজ্ঞাত]। 138)
অসৃক, অসৃক্
অভ্রপুস্প
(p. 55) abhrapuspa বি. 1 বেতস গাছ; বেত গাছ; 2 বৃষ্টি; 3 (আল.) আকাশকুসুম, অলীক কল্পনা। [সং. অভ্র + পুস্প]। 33)
অযোদ্ধা
(p. 60) ayōddhā বি. 1 অপটু যোদ্ধা; 2 যে ব্যক্তি যোদ্ধা নয়। [সং. ন + যোদ্ধা]। 13)
অনু-লাপ
(p. 31) anu-lāpa বি. পুনরুক্তি; বারবার একই কথা বলা; পুনঃ পুনঃ কথন। [সং. অনু + ̃ লপ্ + অ]। 10)
অনু-প্রস্হ
অযৌন
(p. 60) ayauna বিণ. যৌনাঙ্গসম্পর্কিত নয় এমন, asexual; যোনিজাত নয় এমন। [সং. ন + যৌন]। ̃ জনন বি. যে জনন বা বংশবিস্তার যোনিজাত নয়, asexual reproduction (বি.প.)। 23)
অপর্ণা
(p. 39) aparṇā বি. যিনি তপস্যাকালে পর্ণ বা পাতাও আহার করেননি, অর্থাত্ দুর্গা বা পার্বতী। [সং. ন + পর্ণ + আ (স্ত্রী.)]। 13)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785273
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us