Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অধি-রথ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অধি-রথ এর বাংলা অর্থ হলো -

(p. 17) adhi-ratha বি. 1 সারথি; 2 মহারথ; 3 মহাভারতে কর্ণের পালকপিতা।
[সং. অধি+রথ]।
85)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অক্ষয়
অম্ভ, অম্ভঃ
(p. 59) ambha, ambhḥ বি. জল। [সং. অন্ভ্ + অস্]। ̃ .সার বি. মুক্তা। অম্ভোজ বিণ. জলজাত। বি. 1 পদ্ম; 2 শঙ্খ; 3 চন্দ্র। অম্ভোদ বি. মেঘ। অম্ভোধি, অম্ভো-নিধি বি. সমুদ্র। 10)
অনায়াস
(p. 25) anāẏāsa বি. পরিশ্রম বা কষ্টের অভাব, অক্লেশ; অতি সামান্য পরিশ্রম। বিণ. 1 ক্লেশহীন; 2 স্বতঃস্ফূর্ত; 3 সহজ (অনায়াস ভঙ্গি)। [সং. ন + আয়াস]। ̃ লব্দ বিণ. সহজে প্রাপ্ত। ̃ লভ্য বিণ. সহজে লাভ করা যায় এমন। ̃ সাধ্য বিণ. সহজে করা যায় এমন। ̃ সিদ্ধ সহজে সম্পন্ন করা হয়েছে এমন। অনায়াসে ক্রি-বিণ. সহজে; অক্লেশে। 7)
অধিমূল্য
(p. 17) adhimūlya দ্র অধিহার। 84)
অঞ্জুমান
(p. 8) añjumāna দ্র আঞ্জুমান। 144)
ড-ভেঞ্চার
অত্যাগ-সহন
(p. 14) atyāga-sahana বিণ. 1 যে ত্যাগ সহ্য করে না, যে কোনো কিছুর অভাব বা বিরহ সহ্য করে না; 2 যার অভাব বা বিরহ সহ্য করা যায় না (অত্যাগসহন বন্ধু)। [সং. ন+ত্যাগ+সহন়]। 44)
অলক্ষ্য
অনড়
(p. 21) anaḍ় বিণ. 1 যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; 2 অপরিবর্তনীয়; 3 অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]। 21)
অপ্রতিম
(p. 42) apratima বিণ. তুলনা নেই এমন; তুলনাহীন (অপ্রতিম সৌন্দর্য); প্রতিমা বা সদৃশ নেই এমন। [সং. ন + প্রতিমা (=সাদৃশ্য)]। 2)
অকরণীয়
(p. 2) akaraṇīẏa দ্র অকরণ। 14)
অব-মর্ষ
(p. 45) aba-marṣa বি. 1 ক্ষমার অভাব, অক্ষমা; 2 অসহন; 3 বিলোপ; 4 বিস্মৃতি। [সং. অব + √ মৃষ্ + অ]। 21)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অব-লোকন
(p. 46) aba-lōkana বি. দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। [সং. অব + √ লোক্ + অন]. অব-লোকিত বিণ. দেখা হয়েছে এমন, দৃষ্ট। 16)
অসমৃদ্ধি
(p. 70) asamṛddhi বি. সমৃদ্ধির অভাব; অপ্রাচুর্য। [সং. ন + সমৃদ্ধ]। 25)
অন্তর
অসর্তক
(p. 67) asartaka বিণ. অসাবধান। [সং. ন + সতর্ক]। বি. ̃ তা। 64)
অসখ্য
(p. 67) asakhya বি. সখ্য বা প্রীতির অভাব, বন্ধুতার অভাব। [সং. ন + সখ্য]। 54)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
অব্যূঢ়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2295878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1924175
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1509514
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 783459
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 774256
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 690775
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 638176
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 569356

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us