Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনাদায় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অনাদায় এর বাংলা অর্থ হলো -

(p. 24) anādāẏa বি. আদায়ের অভাব; অপ্রাপ্তি।
[সং. ন + বাং. আদায়]।
অনাদায়ী (য়ি) বিণ. আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অনাময়
(p. 24) anāmaẏa বি. আরোগ্য, সুস্হতা। বিণ. রোগহীন, নীরোগ, সুস্থ। [সং. ন + আময়]। 34)
অপরিস্ফুট
অবিধেয়
(p. 48) abidhēẏa বিণ. 1 বিধিসম্মত নয় এমন; অন্যায়; 2 অনুচিত বা অকর্তব্য। [সং. ন + বিধেয়]। 31)
অর-বিন্দ
(p. 61) ara-binda বি. 1 পদ্ম; 2 লালপদ্ম; 3 নীলপদ্ম। [সং. অর + √ বিন্দ্ + অ]। 3)
অনুদ্বায়ী
(p. 28) anudbāẏī (-য়িন্) বিণ. (রসা.) উবে যায় না এমন, non-volatile (বি. প.)। [সং. ন (অন্) + উদ্বায়ী]। বি. অনুদ্বায়িতা। 15)
অলপ্পেয়ে
(p. 64) alappēẏē বিণ. (গালি হিসাবে ব্যবহৃত) আয়ু অল্প হবে এমন। [সং. অল্পায়ুঃ]। 12)
অপবিত্র
(p. 34) apabitra বিণ. অশুচি, অশুদ্ধ; দূষিত। [সং. ন + পবিত্র]। 109)
অসূর্যস্পশ্য
(p. 72) asūryaspaśya বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। 24)
অশোভন
(p. 66) aśōbhana বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। ̃ তা বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন। 15)
অবিনয়
অদহনীয়, অদহ্য
(p. 17) adahanīẏa, adahya বিণ. পোড়ে না বা পোড়ানো যায় না এমন, incombustible (বি. প.)। [সং. ন+দহনীয়, দাহ্য]। ̃ তা বি. দগ্ধ না হওয়ার বা না পোড়ার অবস্হা বা ভাব। 5)
অস্বাচ্ছন্দ্য
অনামা1
(p. 24) anāmā1 (-মন্) বিণ. নামহীন। [সং. ন + নামন্]। স্ত্রী. অনাম্নী। 35)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অধুনা
অন্তর্ধান
(p. 34) antardhāna বি. তিরোধান; অদৃশ্য হওয়া। [সং. অন্তর্ + √ ধা + অন]। বিণ. অন্তর্হিত। 4)
অন্য
(p. 34) anya বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ̃ কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ̃ গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য. অন্যভাবে। ̃ তম বিণ. বহুর মধ্যে এক। ̃ তর বিণ. দুইয়ের মধ্যে এক। ̃ এ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ̃ ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ̃ থা অব্য. ভিন্নভাবে, নতুবা। বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ̃ থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ̃ থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ̃ দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ̃ পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। বি. কোকিল। ̃ পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ̃ বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ̃ ভৃত্ বিণ. অন্যকে পালন করে এমন। বি. কাক। ̃ ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। বি. কোকিল। ̃ মনস্ক, ̃ মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ̃ মনস্কতা। ̃ রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ̃ সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাত্ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative. 52)
অনু-জীবী
(p. 25) anu-jībī (-বিন্) বি. বিণ. 1 ভৃত্য; 2 আশ্রিত; 3 পোষ্য (ব্যক্তি); 4 অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। [সং, অনু + √ জীব্ + ইন্]। 91)
অলগ্ন
(p. 64) alagna বিণ. লগ্ন নয় অর্থাত্ লেগে নেই এমন; ফাঁক-ফাঁক, ছাড়া-ছাড়া; আলগা। [সং. ন + লগ্ন]। 7)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534724
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140252
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730412
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942587
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us