Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনূপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অনূপ এর বাংলা অর্থ হলো -

(p. 32) anūpa বি. জলময় স্হান; জলা; বিল।
[সং. অনু + অপ্ (উপ্) + অ-সমাসান্ত]।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অলী
(p. 64) alī (-লিন্) বি. 1 ভ্রমর; 2 বৃশ্চিক। [সং. √ অল্ + ইন]। 33)
অদৃঢ়
(p. 17) adṛḍh় বিণ. দৃঢ় বা মজবুত নয় এমন। [সং. ন+দৃঢ়]। 14)
অকরণী
(p. 2) akaraṇī বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)। [সং. ন+করণ+ঈ (স্ত্রী)]। 13)
অবশ্য1
(p. 46) abaśya1 বিণ. বশ করা যায় না এমন, অবাধ্য। [সং. ন + বশ্য]। ̃ তা বি. অবাধ্যতা। 24)
অঙ্গন, অঙ্গণ
(p. 8) aṅgana, aṅgaṇa বি. 1 আঙিনা, উঠান, প্রাঙ্গণ; 2 যে অপরিবাহী মাধ্যম বিদ্যুত্প্রবাহকে পৃথক করে, dielectric. [সং. অঙ্গ+ন]। 38)
অসহ্য
(p. 70) asahya বিণ. সহ্য করা যায় না এমন; অসহনীয় (অসহ্য গরম)। [সং. ন + সহ্য] 44)
অন্তর্বিবাহ
অনু
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অসচ্ছল
(p. 67) asacchala বিণ. আর্থিক টানাটানি আছে এমন, আর্থিক কষ্ট আছে এমন; দরিদ্র। [বাং. অ + সচ্ছল]। ̃ তা বি. আর্থিক অনটন, আর্থিক টানাটানি। 60)
অনধি-গত
(p. 21) anadhi-gata বিণ. অধিগত বা আয়ত্ত হয়নি এমন; পাওয়া যায়নি বা জানা যায়নি বা পড়া হয়নি এমন। [সং. ন+অধিগত]। 29)
অঙ্কীয়
(p. 8) aṅkīẏa বিণ. অঙ্ক বা কোলসংক্রান্ত; (উদ্ভি. প্রাণি.) অঙ্কসংক্রান্ত; ventral (বি. প.)। [সং. √অঙ্ক্+ঈ.]। 30)
অর্থাপত্তি
অধি-বিদ্যা
অজ্ঞেয়
(p. 8) ajñēẏa বিণ. জানা বা বোঝা যায় না এমন, জ্ঞানাতীত, অবোধ্য। [সং. ন+জ্ঞেয়]। 134)
অলস
(p. 64) alasa বিণ. 1 আলসে, কুঁড়ে, পরিশ্রমে কাতর; 2 উত্সাহ বা উদ্যম নেই এমন; 3 মন্হর, ধীর (অলস গতি)। [সং. ন + √ লস্ + অ]। ̃ .তা বি. আলসেমি, কুঁড়েমি; শ্রমবিমুখতা; উদ্যমের অভাব। 19)
অনু-লিখন, অনু-লিপি, অনু-লেখ
(p. 31) anu-likhana, anu-lipi, anu-lēkha বি. 1 অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; 2 লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; 3 শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]। 11)
অবনি, অবনী
(p. 45) abani, abanī বি. পৃথিবী; ভূমি। [সং. অব্ + অনি, অব্ + অনি + ঈ]। ̃ তল বি. ভূতল, ধরণীতল। ̃ পতি বি. পৃথিবীর অধিপতি; রাজা। ̃ মণ্ডল বি. সারা পৃথিবী। 5)
অমুক
(p. 57) amuka সর্ব. বিণ. বি. অজ্ঞাতনামা বা অনির্দিষ্টনামা ব্যক্তি বা বস্তু (অমুক অমুক জায়গায় যাব, অমুকচন্দ্র দাস, অমুকটা ভালো আর অমুকটা মন্দ)। [সং. অদস + ক, নিপাতনে]। 42)
অর্ন্তদ্বার
(p. 34) arntadbāra বি. গোপন দরজা; খিড়কি। [সং. অন্তর্ + দ্বার]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185611
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785704
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026755
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901125
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620246

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us