Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অশ্বপাল, অশ্বমুখী, অশ্বমেধ, অশ্বযান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অশ্বপাল, অশ্বমুখী, অশ্বমেধ, অশ্বযান এর বাংলা অর্থ হলো -

(p. 66) aśbapāla, aśbamukhī, aśbamēdha, aśbayāna দ্র অশ্ব।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অন্ধ্র
অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অপরশ
অপরি-গ্রহ
(p. 34) apari-graha বি. অগ্রহণ, গ্রহণ না করা; প্রত্যাখ্যান। বিণ. 1 কিছু (দান) গ্রহণ করেনি এমন; 2 অবিবাহিত। [সং. ন (অ) + পরিগ্রহ]। 134)
অনাদায়
(p. 24) anādāẏa বি. আদায়ের অভাব; অপ্রাপ্তি। [সং. ন + বাং. আদায়]। অনাদায়ী (য়ি) বিণ. আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)। 18)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণউষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অসঙ্গত, অসঙ্গতি
(p. 67) asaṅgata, asaṅgati দ্র অসংগত। 58)
অস্ত
অভ্যুদয়
অনিয়ত
(p. 25) aniẏata বিণ. 1 নিয়ত বা নির্দিষ্ট নয় এমন; 2 অসংযত; 3 অনিয়মিত; 4 অনিশ্চিত। [সং. ন + নিয়ত]। 41)
অক্রোধ
(p. 4) akrōdha বি. ক্রোধের অভাব, ক্রোধহীনতা। বিণ. ক্রোধহীন, শান্ত। [সং. ন+ক্রোধ]। ̃ ন বিণ. (সহজে) ক্রুদ্ধ হয় না এমন। অক্রোধী (-ধিন্) বিণ. ক্রুদ্ধ হয় না বা রাগে না এমন। 21)
অচেনা, অচিন
(p. 8) acēnā, acina বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু ('অচেনাকে ভয় কী আমার ওরে': রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা চিন]। 74)
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্,লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অযোদ্ধা
(p. 60) ayōddhā বি. 1 অপটু যোদ্ধা; 2 যে ব্যক্তি যোদ্ধা নয়। [সং. ন + যোদ্ধা]। 13)
অচালন
অবনি-বনা, অবনি-বনাও
(p. 45) abani-banā, abani-banāō বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]। 4)
অসততা
(p. 67) asatatā বি. সততা বা সাধুতার অভাব; অসত্ কাজ বা চিন্তা। [বাং. অ + সততা]। 63)
লাউয়্যান্স
(p. 76) lāuẏyānsa বি. 1 ভাতা, বিশেষ সুবিধা বা অধিকার; 2 স্বীকৃত বা অনুমোদিত বস্তু বা বক্তব্য। [ইং. allowance]। 30)
অতথা
(p. 14) atathā বি. বিণ. অসত্য, বেঠিক। [সং. ন+তথা (সত্য)]। 13)
অনুপ্ত
(p. 29) anupta বিণ. বপন করা হয়নি এমন। [সং. ন + উপ্ত]। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086670
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773409
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371010
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723156
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700517
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596317
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551323
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543287

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন