Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপ-নেত্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উপ-নেত্র এর বাংলা অর্থ হলো -

(p. 132) upa-nētra বি. চশমা।
[সং. উপ + নেত্র]।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্-সঙ্গ
(p. 123) ut-saṅga বি. 1 কোল, ক্রোড়; 2 পর্বতের সানুদেশ, অধিত্যকা। [সং. উত্ + √ সনজ্ + অ]। 43)
উপাংশু
(p. 133) upāṃśu বিণ. ক্রি-বিণ. একান্তে, নির্জনে; কেবল নিজেই শোনা যায় এমনভাবে (উপাংশু জপ)। ̃ বধ বি. গুপ্তহত্যা। [সং. উপ + অংশু]। 85)
উপ-ভাষা
(p. 133) upa-bhāṣā বি. মূল ভাষার বিভিন্ন প্রাদেশিক বা আঞ্চালিক রূপ, dialect. [সং. উপ + ভাষা]। 20)
উপ-শম
(p. 133) upa-śama বি. 1 শান্তি, নিবৃত্তি (রোগের উপশম); 2 ইন্দ্রিয় দমন। [সং. উপ + √ শম্ + অ]। ̃ ক বিণ. উপশমকারী। ̃ নীয় বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন। উপ-শমিত, উপ-শান্ত বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন। 59)
উদয়ন
উপচ্ছায়া
উপ-নীত
(p. 132) upa-nīta বিণ. 1 আগত; উপস্হিত, উপস্হিত হয়েছে বা পৌছেছে এমন; 2 আনীত; 3 (যার) উপনয়ন বা পইতা হয়েছে এমন। [সং. উপ + √ নী + ত]। 29)
উমেশ
(p. 133) umēśa বি. উমার স্বামী অর্থাত্ শিব। [সং. উমা + ঈশ]। 136)
উরস
(p. 133) urasa বি. বক্ষস্হল, বুক ('উচ্ছ্বসি পড়িবে আসি উরসে গলে': রবীন্দ্র)। [সং. উরস্]। 144)
উশ-খুশ
(p. 139) uśa-khuśa উসখুস -এর বানানভেদ। 5)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উভ2
(p. 133) ubha2 বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)। [প্রাকৃ. উদ্ভ ঊর্ধ্ব]। ̃ রড়ে ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে। &tilde ; রায় ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে। ̃ রোল বি. উচ্চ শব্দ, গণ্ডগোল। উভে ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে। 127)
উড্ডীয়, উড্ডীয়-মান
(p. 119) uḍḍīẏa, uḍḍīẏa-māna বিণ. উড়ন্ত, উড়ছে এমন, উড্ডয়নশীল (পতাকা উড্ডীন)। [সং. উত্ + √ ডী + ত, মান (শানচ্)]। 88)
উঁহু
(p. 119) um̐hu অব্য অসম্মতিসূচক ধ্বনি। 10)
উড়ো
(p. 119) uḍ়ō বিণ. 1 উড়তে পারে এমন (উড়োজাহাজ); 2 ভিত্তিহীন (উড়ো খবর); 3 ওড়ে এমন (উড়ো খই); 4 অনিশ্চিত, সহসা আগত ও বেনামি (উড়ো চিঠি)। [বাং. √ উড়্ + ও]। উড়ো খই গোবিন্দায় নমঃ যা নিজের কোনো কাজে লাগবে না, বাধ্য হয়ে তা কোনো সত্ কাজে নিয়োগ করা। ̃ জাহাজ বি. বিমান, এরোপ্লেন। 103)
উলূক
উপ-লক্ষণ
উত্তুরে
(p. 125) utturē বিণ. উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে বাতাস)। [সং. উত্তর + বাং, ইয়া এ]। 27)
উথল
(p. 126) uthala বিণ. 1 উত্তাল, উত্তুঙ্গ; 2 স্ফীত, উচ্ছলিত। [ সং. উত্তাল]। উথলা ক্রি. উথলে ওঠা; উপচে পড়া; ফেঁপে ওঠা। উথলানো ক্রি. বি. উথলে ওঠা। বিণ. উথলে উঠেছে বা উপচে পড়েছে এমন (উথলানো দুধ)। উথলিত বিণ. স্ফীত, উদ্বেলিত; প্লাবিত। 7)
উড়কি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614800
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227951
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839929
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098987
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916381
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856871
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719496
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649171

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us