Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কণ্টি-কারি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কণ্টি-কারি এর বাংলা অর্থ হলো -

(p. 159) kaṇṭi-kāri বি. কাঁটাওয়ালা ভেষজ গাছবিশেষ।
[সং. কণ্টকারী]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কপিধ্বজ
(p. 163) kapidhbaja দ্র কপি1। 21)
কামনা
(p. 181) kāmanā বি. অভিলাষ, ইচ্ছা, মনোরথ। [সং. √ কম্ + ণিচ্ + অন + আ]। 89)
কড়ঙ্গ
কামাখ্যা
কাজিয়া
কান্দ
(p. 181) kānda বিণ. কন্দজাত; কন্দসম্বন্ধীয়। [সং. কন্দ + অ]। 48)
কাঁপন
(p. 177) kām̐pana দ্র কাঁপ। 4)
কৃষাণ
কল্পনা
(p. 172) kalpanā বি. 1 কল্পিত বা মনগড়া বিষয়; 2 উদ্ভাবনা; 3 উদ্ভাবনী শক্তি; 4 অনুমান। [সং. ক্9প্ + অন + আ]। ̃ প্রবণ বিণ. কল্পনা করতে ভালোবাসে এমন, ভাবুক। ̃ বিলাসী (-সিন্) বিণ. কল্পনা করে সুখ পায় এমন, কল্পনা করতে ভালোবাসে এমন। ̃ শক্তি বি. কল্পনার বা উদ্ভাবনী ক্ষমতা। 32)
ক্রূর
(p. 215) krūra বিণ. 1 নির্দয়; 2 হিংস্র (ক্রূর কটাক্ষ); 3 খল; 4 অশুভকর। [সং. √ কৃত্ + র]। বি. ̃ তা। ̃ কর্মা (-র্মন্) বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর। ̃ মতি বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল। ̃ লোচন বি. শনিগ্রহ। ক্রূরাত্মা (-ত্মন্) বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব। 22)
কোষী, কুষি, কুশি
(p. 210) kōṣī, kuṣi, kuśi বি. কোষা থেকে জল তোলবার পাত্রবিশেষ, ছোট কোষা। [সং. কোষ + ইন্]। 66)
কৃন্তক
(p. 204) kṛntaka বিণ. কর্তনকারী, ছেদক। বি. ছেদনকারী দাঁত, incisor (বি.প)। [সং. √কৃত্ + অক]। 23)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কট-কবালা
(p. 156) kaṭa-kabālā বি. শর্তযুক্ত দলিল। [বাং. কট2 + আ. কবালা]। 64)
কীর্তি
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
ক্রীড়া
কক্ষনও, কক্ষনো, কক্খনও, কক্খনো
(p. 156) kakṣanō, kakṣanō, kakkhanō, kakkhanō অব্য. ক্রি-বিণ. 1 কখনও, কখনো, কোনো সময়েই; 2 কোনো কারণেই, কোনো অবস্হাতেই। [বাং. 'কখনও' বা 'কখনো' শব্দের পরিবর্তিত এবং জোরসূচক রূপ]। 22)
কটরা
(p. 156) kaṭarā বি. কাঁসার বাটি। [হি. কটোরা]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577634
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708532
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619997

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us