Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কন-স্টেবল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কন-স্টেবল এর বাংলা অর্থ হলো -

(p. 162) kana-sṭēbala বি. পুলিশ প্রহরী; সান্ত্রি; পাহারাওয়ালা।
[ইং constable]।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কন-ডাকটর
কৌর্ম
(p. 210) kaurma বি. কূর্মপুরাণ। বিণ. কূর্মসম্বন্ধীয়। [সং. কূর্ম + অ]। 88)
কুচুটে, কুচুঢিয়া, কুচুণ্ডে
কারা2
(p. 210) kārā2 ক্রি. কুরা -র চলিত রূপ। বি. যা কোরাবার ফলে তৈরি হয়েছে (নারকেল কোরা)। [কুরা দ্র]। 40)
কৌটা, কৌটো
কুগ্রহ
(p. 192) kugraha বি. 1 অশুভ গ্রহ, পাপগ্রহ; 2 (আল.) উত্পাত, উপদ্রব (আমার জীবনে সে এক মূর্তিমান কুগ্রহ)। [সং. কু + গ্রহ]। 59)
কাজি1
কাষ্ঠাসন
(p. 188) kāṣṭhāsana বি. চেয়ার, টুল, পিঁড়ি প্রভৃতি কাঠের তৈরি আসন। [সং. কাষ্ঠ + আসন]। 36)
কলম1
(p. 169) kalama1 বি. 1 কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; 2 কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়। [আ. ক'লম্]। কলম করা ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা। 53)
কৌল্য
(p. 210) kaulya বি. কৌলীন্য; আভিজাত্য। বিণ. অভিজাত, সত্ কুলে জাত। [সং. কুল + য]। 93)
কামানি2
(p. 181) kāmāni2 দ্র কামা। 102)
কুর্মি
কমলিনী
(p. 164) kamalinī বি. 1 পদ্মিনী; 2 শ্রীরাধিকা, রাইকমলিনী; 3 পদ্মসমূহ; পদ্মের ঝাড়। [সং. কমল + ইন্ (দেশ বা সমূহ অর্থে) + ঈ]। 52)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কর2
(p. 166) kara2 বি. কিরণ, রশ্মি (রবিকর, চন্দ্রকর)। [সং. √ কৃ (=বিক্ষিপ্ত হওয়া) + অ]। 18)
কুম্ভীর
(p. 198) kumbhīra বি. কুমির, নক্র। [সং. কুম্ভী + √ রা + অ]। কুম্ভীরাশ্রু বি. মায়াকান্না; কপট সমবেদনা। (তু. ইং. crocodile tears)। 19)
কণাদ
(p. 159) kaṇāda বি. বৈশেষিক দর্শনপ্রণেতা মুনিবিশেষ। [সং. কণ + √ অদ্ + অ]। 18)
কলুষ
(p. 172) kaluṣa বি. 1 পাপ; 2 মালিন্য; মল; দোষ ('সকল কলুষতামসহর জয় হোক তব জয়': রবীন্দ্র)। [সং. √ কল্ + উষ]। কলুষিত বিণ. কলুষযুক্ত; মলিন। 19)
কালাগুরু
(p. 186) kālāguru বি. কৃষ্ণচন্দন। [সং. কাল3 + অগুরু]। 38)
কাপ2
(p. 181) kāpa2 বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577785
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185518
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785586
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026526
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901096
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708594
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us