Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুক্ষি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুক্ষি এর বাংলা অর্থ হলো -

(p. 192) kukṣi বি. 1 পেট, উদর, জঠর; 2 গর্ভ; 3 গুহা; 4 অভ্যন্তরস্হান, ভিতর।
[সং. √ কুষ্ (=কুক্) + সি]।
গত বিণ. 1 উদরে প্রবেশ করেছে এমন; উদরে বা ভিতরে প্রবিষ্ট হয়েছে এমন; 2 (আল.) সম্পূর্ণ অধিকৃত, পুরোপুরি আত্মসাত্ করা হয়েছে এমন।
55)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুচরিত্র
(p. 194) kucaritra বি. মন্দ স্বভাব, অসত্ চরিত্র। বিণ. মন্দ স্বভাববিশিষ্ট (তার মতো কুচরিত্র লোকের সঙ্গ পরিহার করাই ভালো)। [সং. কু + চরিত্র]। বিণ. স্ত্রী. কুচরিত্রা। 7)
কার্শ্য
(p. 186) kārśya বি. 1 কৃশতা; ক্ষীণতা; 2 দারিদ্র; দৈন্য; 3 লকুচ বা মাদার গাছ। [সং. কৃশ + য]। 19)
কুইণ্টাল
(p. 192) kuiṇṭāla বি. মেট্রিক পদ্ধতির একশত কিলোগ্রাম ওজন, একশো কিলো। [ইং. quintal]। 9)
কৌপ
(p. 210) kaupa বিণ. কূপসম্বন্ধীয়; কূপ থেকে উত্পন্ন। বি. কুয়োর জল। [সং. কূপ + অ]। 80)
কৈলাস
কোলম্বক
(p. 210) kōlambaka বি. তস্ত্রী বা তার ভিন্ন বীণার বাকি সমুদয় অবয়ব। [সং. √ কুল্ + অম্ব + ক]। 54)
কাটুর-কুটুর
(p. 179) kāṭura-kuṭura বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ। 28)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]। 20)
ক্লেদ
(p. 217) klēda বি. 1 তরল ময়লা; ঘাম লালা পুঁজ প্রভৃতি তরল ময়লা (শরীরের ক্লেদ, ক্লেদাক্ত শরীর); 2 কাদাজল, পঙ্ক; 3 আর্দ্রতা। [সং. √ ক্লিদ্ + অ]। ক্লেদাক্ত বিণ. ক্লেদযুক্ত; ভিজে ও নোংরা। 2)
কলহ
কষ্টে-সৃষ্টে
(p. 174) kaṣṭē-sṛṣṭē ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে ('কষ্টেসৃষ্টে দিন চলে যায়': সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]। 7)
কুরঙ্গ, কুরঙ্গম
কফণি, কফোণি
(p. 163) kaphaṇi, kaphōṇi বি. কনুই। [সং. ক + √ ফণ্ + ই]। 29)
কস্তা
কুটুম্ব (কথ্য) কুটুম
কৌলিক
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কুলত্থ
(p. 199) kulattha বি. কলাইবিশেষ। [প্রাকৃ. কুলত্থ সং. কুলস্হ (কুল + √ স্হা + অ)]। 36) &searchhws=yes'>
কুচ৩, কুচ্
(p. 192) kuca3, kuc অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ। ̃ কুচ1 অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. 'কুচ' এই শব্দসহযোগে। 64)
কৃষান, কৃষানি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730597
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942795
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883562
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838480
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us