Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চণ্ডু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চণ্ডু এর বাংলা অর্থ হলো -

(p. 278) caṇḍu বি. আফিং থেকে প্রস্তুত মাদকবিশেষ।
[হি. চণ্ডু]।
খোর বি. চণ্ডু খেয়ে যে ব্যক্তি নেশা করে।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চৈতন
(p. 294) caitana বি. টিকি, শিখা। [সং. চৈতন্য]। ̃ চুটকি বি. টিকি। 89)
চকিত
চিতা1
(p. 288) citā1 বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্হায়ী মর্মযন্ত্রণা। 35)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দরআনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চুলা-চুলি, (কথ্য) চুলো-চুলি
(p. 294) culā-culi, (kathya) culō-culi বি. 1 পরস্পর চুল ধরে টানাটানি; 2 (আল.) তুমুল ঝগড়া বা দ্বন্দ্ব (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এমন চুলোচুলি হবে তা কে জানত?)। [বাং. চুল + আ + চুল + ই]। 30)
চলন1
(p. 281) calana1 বি. গমন, ভ্রমণ (চলনশীল)। [সং. √চল্ + অন]। ̃ ক্ষম বিণ. চলার শক্তি আছে এমন। ̃ ধর্ম বি. গতিধর্ম, গতিময়তা, চলিষ্ণুতা; চলাফেরা। ̃ বলন বি. চলাফেরা, কথাবার্তা বা তার ধরন। চলনে-বলনে ক্রি-বিণ. চলাফেরায়কথাবার্তার ধরনে (সে তো চলনে-বলনে একেবারে সাহেব)। ̃ শক্তি বি. চলার ক্ষমতা; গতিশক্তি। 4)
চোঁচ
(p. 294) cōn̐ca বি. তীক্ষ্ণাগ্র কাঁটার মতো বাঁশের পাত বা আঁশ (পায়ে চোঁচ ফুটে গেছে)। [হি. চোঁচ সং. চঞ্চু]। 100)
চিট2
(p. 288) ciṭa2 বি. 1 আঠালো ভাব; 2 চটচটে জিনিস (চিট ধরেছে)। [দেশি]। ̃ চিটে বিণ. আঠালো, ঈষত্ চটচটে। 15)
চুষি
(p. 294) cuṣi বি. চুষিকাঠি; রবার বা অন্য জিনিসের তৈরি কৃত্রিম চুচুক। বিণ. চোষা যায় বা চুষে খাওয়া যায় এমন (চুষিপিঠে)। [বাং. √চুষ্ ( সং. √চুষ্) + ই]। ̃ কাঠি বি. শিশুদের খেলনাবিশেষ। ̃ পিঠা, ̃ পিঠে বি. চুষে বা চেটে খেতে হয় এমন মিষ্টান্নবিশেষ। 34)
চুনা2, (কথ্য) চুনো
(p. 290) cunā2, (kathya) cunō বি. অতি ছোট মাছ। বিণ. অতি সংকীর্ণ (চুনাগলি)। ̃ পুঁটি বি. খুব ছোট ছোট পুঁটিমাছ; (ব্যঙ্গে) সামান্য বা গুরুত্বহীন লোক (চুনোপুঁটিদের শাস্তি দেওয়া সহজ। আসল চাঁইদের ধরতে পারবে?)। ̃ মাছ বি. ছোট ছোট মাছ।[সং. চূর্ণ]। 87)
চেলো
(p. 294) cēlō বি. বেহালার মতো কিন্তু আকারে বড় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. cello]। 82)
চোট্টা
চেলা1, চ্যালা
(p. 294) cēlā1, cyālā বি. আঁশযুক্ত ছোট মাছবিশেষ। [দেশি]। 77)
চাচা
চিট1
(p. 288) ciṭa1 বি. কাগজের ছোট টুকরো, চিরকুট। [হি. চীট্]। 14)
চেয়ার-ম্যান
(p. 294) cēẏāra-myāna বি. সভাপতি, সমিতি বা সভার পরিচালক, অধিকর্তা। [ইং. chairman]। 71)
চাষ2
চিল
চতূরশীতি
(p. 277) catūraśīti বি. বিণ. 84 চুরাশি। [সং. চতুর্ + অশীতি]। ̃ তম বিণ. 84 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 5)
চতুষ্কোণ
(p. 277) catuṣkōṇa বিণ. চার কোণবিশিষ্ট, চৌকো। [সং. চতুঃ + কোণ]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578179
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185988
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786227
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027461
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901259
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848229
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708687
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620488

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us