Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চূর্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চূর্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 294) cūrṇa বি. 1 গুঁড়ো (আমলকী চূর্ণ); 2 চুন; 3 আবির।
বিণ. 1 চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন (পাথরটা চূর্ণ হয়ে গেছে); 2 একেবারে বিধ্বস্ত বা বিনষ্ট (গর্ব চূর্ণ হয়েছে)।
[সং. √চূর্ণ্ + অ]।
কার বি. চুনারি জাতি, চুন প্রস্তুতকারী।
কুন্তল
বি. কোঁকড়ানো চুল; চুলের ছোট স্তবক বা গুচ্ছ।
ন বি. গুঁড়ো করা।
নীয় বিণ. চূর্ণনযোগ্য, গুঁড়ো করার উপযুক্ত।
বিচূর্ণ
বিণ. একেবারে চূর্ণ (আয়নাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল); সম্পূর্ণ ধ্বংস (অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল)।
চূর্ণিত, চূর্ণী-কৃত বিণ. গুঁড়ো করা হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট।
চূর্ণী-ভূত বিণ. গুঁড়ো হয়েছে এমন।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চড়
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চটি2
(p. 275) caṭi2 বিণ. পাতলা (চটি বই)। [দেশি]। 30)
চৈতন
(p. 294) caitana বি. টিকি, শিখা। [সং. চৈতন্য]। ̃ চুটকি বি. টিকি। 89)
চন্দ্রিমা
চাল৩
(p. 281) cāla3 বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ̃ চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ̃ বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ̃ বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। 163)
চামাটি, চামাতি
চুম্বী
(p. 294) cumbī দ্র চুম্ব। 13)
চুনন
(p. 290) cunana দ্র চুনা3। 85)
চালতা, (কথ্য) চালতে
চাতুরালি
(p. 281) cāturāli বি. 1 চতুরতা; 2 শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]। 97)
চিতল
(p. 288) citala বি. চ্যাপটা দেহ, চওড়া পেট ও সাদা আঁশযুক্ত মাছবিশেষ। [সং. চিত্রফল]। 34)
চম্পা2
(p. 279) campā2 বি. চাঁপাফুলের গাছ বা তার ফুল। [সং. চম্পক]। 19)
চেরাগ, চিরাগ
চালি
চোষ
(p. 298) cōṣa বি. শোষণ। [বাং. √চুষ্ [সং. √চূষ) + অ]। ̃ ক বিণ. শোষণকারী। ̃ কাগজ বি. কালি জল প্রভৃতি তরল পদার্থ শুষে নেবার কাগজবিশেষ, ব্লটিং পেপার। ̃ ণ, ̃ ন বি. শোষণ। ̃ ণীয়, ̃ নীয়, চোষ্য বিণ. চুষে খেতে হয় এমন (চর্ব্য-চোষ্য)।
চুরি
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
চোষা
(p. 299) cōṣā দ্র চোষ। 3)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দরআনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071589
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767863
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365308
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720739
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544404
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন