Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জগতী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জগতী এর বাংলা অর্থ হলো -

(p. 311) jagatī বি. (স্ত্রী.) 1 পৃথিবী (জগতীতল); 2 পৃথিবীর মানুষজন; 3 বৈদিক ছন্দোবিশেষ; 4 ইহলোক।
[সং. জগত্ + ঈ]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জ্ঞানী
জলাভূমি
(p. 312) jalābhūmi দ্র জলা। 168)
জ্বালা2
(p. 331) jbālā2 ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালা); 2 আগুন ধরানো, অগ্নিসংযোগ করা (উনুন জ্বালা, চিতা জ্বালা)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [সং. √ জ্বল্ + বাং. আ]। 37)
জাঁতা2
(p. 320) jān̐tā2 ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা ('চরণ জাঁতিছে')। বি. বিণ. উক্ত দুই অর্থে। [জাঁতা1 দ্র]। জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া। ̃ নো ক্রি. (আঞ্চ.) চাপানো। বি. বিণ. উক্ত অর্থে। জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ। [সং. যন্ত্র]। ̃ কল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ। 7)
জ্যান্ত
(p. 331) jyānta বিণ. জিয়ন্ত, জীবন্ত। [সং. জীবন জিয়ন্ত জ্যান্ত]। 51)
জড়া
(p. 312) jaḍ়ā ক্রি. জড়ানো। বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]। 27)
জং
(p. 311) ja বি. মরচে, ধাতুমল, rust. [ফা. জংগ্]। 10)
জাবালি
(p. 322) jābāli বি. 1 ছাগল পালন করা যার বৃত্তি, অজপালক; 2 পৌরাণিক মুনিবিশেষ। [সং. অজপাল জপাল]। 32)
জাজ্বল্য
জ্যোতিষ
জলাধি-পতি
(p. 312) jalādhi-pati বি. জলের দেবতা বরুণ। [সং. জল + অধিপতি]। 165)
জরদা, জর্দা
জায়েজ
(p. 322) jāẏēja বিণ. বৈধ; ন্যাসসংগত। [আ. জায়েজ্]। 58)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞানঅভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
জ্বালা-মালিনী
জীবাণু
(p. 327) jībāṇu বি. অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, microbe. [সং. জীব + অণু]। রোগ-জীবাণু - বি. যে জীবাণু জীবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, bacillus. 10)
জয়া
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
জনশিক্ষা, জনসংখ্যা, জনসমুদ্র, জনসাধারণ, জনস্হান, জনস্রোত, জনহীন
(p. 312) janaśikṣā, janasaṅkhyā, janasamudra, janasādhāraṇa, janashāna, janasrōta, janahīna দ্র জন। 52)
জরথুস্ত্র, জরথুস্ট্র
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185207
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025945
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us