Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জম-জমাট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জম-জমাট এর বাংলা অর্থ হলো -

(p. 312) jama-jamāṭa বিণ. জমজমে ও সেই কারণে আকর্ষণীয় হয়েছে এমন; সরগরম (জমজমাট আসর)।
[হি. ঝমঝমানা]।
102)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জীবত্
(p. 326) jībat বিণ. জীবন থাকতে, জীবিত (জীবত্-পিতৃক, জীবদ্দশা)। [সং. √ জীব + অত্]। ̃ কাল বি. জীবন; জীবনকাল। 18)
জায়গির
জ্বলানো
(p. 331) jbalānō ক্রি. বি. (আঞ্চ.) 1 প্রজ্বলিত করা; 2 অগ্নি সংযোগ করা; 3 পোড়ানো; 4 উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]। 31)
জনি2, জনু
(p. 312) jani2, janu অব্য. (ব্রজ.) 1 যদি ('না জানি কানুর প্রেম তিলে জনি টুটে' : চণ্ডী); 2 যেন ('চরণ কমল জনু': গো. দা); 3 যেন না ('দয়া জনু ছোড়বি মোয়': বিদ্যা.); 4 বুঝি, বুঝি বা ('জনু রবিশশি একাহিঁ উজল': বিদ্যা.)। [তু. বাং. যেন]। 62)
জড়2
(p. 312) jaḍ়2 বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত। 26)
জিয়ারত
(p. 325) jiẏārata বি. তীর্থ বা কবর প্রদক্ষিণ ('আসিয়াছি মাগো জিয়ারত লাগি': নজরুল)। [আ. জিয়ারত্]। 29)
জগজ্জননী
(p. 311) jagajjananī বি. 1 জগতের মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]। 19)
জারব
(p. 322) jāraba ক্রি. (ব্রজ.) জীর্ণতাপ্রাপ্ত হয়, শুকিয়ে যায় ('অঙ্কুর তপন-তাপে যদি জারব': বিদ্যা.)। [জারা দ্র]। 63)
জালি2
(p. 324) jāli2 বি. লাউ কুমড়ো ইত্যাদির কচি ফল। বিণ. অত্যন্ত কচি (জালি শশা)। [সং. জালক]। 12)
জায়-দাদ
(p. 322) jāẏa-dāda বি. ভূ-সম্পত্তি বা তার দখলিস্বত্ব। [ফা. জাইদাদ্]। 54)
জিব, জিভ
(p. 325) jiba, jibha বি. জিহ্বা, রসনা। [সং. জিহ্বা]। জিব কাটা ক্রি. বি. দাঁত দিয়ে জিব চেপে ধরে লজ্জা প্রকাশ করা। ̃ ছোলা বি. জিহ্বা পরিষ্কার করার জন্য ফলকবিশেষ। জিব বার হওয়া ক্রি. বি. (আল.) অতিরিক্ত পরিশ্রমের ফলে অত্যন্ত ক্লান্ত হওয়া। জিবে জল আসা ক্রি. বি. লুব্ধ হওয়া। জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)। 22)
জবু-থবু
(p. 312) jabu-thabu বিণ. জড়ের মতো নিষ্ক্রিয়শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন (এই বয়সেই এমন জবুথবু হয়ে গেলে কী করে)। [তু. সং. জ়ড় + স্হবির]। 98)
জামানা
(p. 322) jāmānā দ্র জমানা। 43)
জামা
জনেক
(p. 312) janēka বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]। 70)
জত্রু
(p. 312) jatru বি. কণ্ঠের দুই পাশের হাড়, কণ্ঠাস্হি, collar-bone. [সং. √ জন্ + রু]। 40)
জ্বালা-ময়ী
জুটা, জোটা
(p. 327) juṭā, jōṭā ক্রি. 1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না); 2 একত্র হওয়া (বহুলোক জুটেছে); 3 উপস্হিত হওয়া (হঠাত্ এসে জুটল)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ জুট সং. যূথ]। ̃ নো ক্রি. 1 সংগ্রহ করা; 2 একত্র করা; 3 উপস্হিত করা, নিয়ে আসা। বি. বিণ. উক্ত সব অর্থে। 27)
জিরা1
(p. 325) jirā1 ক্রি. জিরানো, বিশ্রাম করা। [আ. জিরিয়ান্]।
জলীয়
(p. 312) jalīẏa দ্র জল। 170)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614711
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839830
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916355
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us