Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জরা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জরা2 এর বাংলা অর্থ হলো -

(p. 312) jarā2 ক্রি. জীর্ণ হওয়া (নুনে জরা)।
বি. উক্ত অর্থে।
[সং. √ জৃ + আ]।
নো বি. ক্রি. জারিত করা।
বিণ. উক্ত অর্থে।
141)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জেনারেল
(p. 327) jēnārēla বি. সেনাপতি। [ইং. general]। 71)
জুটি
(p. 327) juṭi বি. 1 দোসর, সমান সমান দুটির একটি (একা কেন? তোমার জুটি কই?); 2 জোড়া, সমান বা সমকক্ষ দুটি। [জুড়ি দ্র]। 28)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
জাঁক
(p. 320) jān̐ka বি. 1 গর্ব, দম্ভ, বড়াই (জাঁক করে কত কথাই না বলে গেল); 2 আড়ম্বর, সমারোহ (মেয়ের বিয়েতে খুব জাঁক করেছেন)। [সং. জমক]। ̃ জমক বি. সমারোহ, আড়ম্বর, বিশেষ সমারোহ। 2)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জ্যাকেট
জগাতি
জড়1
(p. 312) jaḍ়1 বি. 1 শিকড়, মূল; 2 মূল কারণ (রোগের জ়ড় নির্ণয়)। [সং. জটা]। জড় মারা ক্রি. বি. শিকড় তুলে ফেলা; মূল কারণ নষ্ট করা। 25)
জিরানো
(p. 326) jirānō ক্রি. বিশ্রাম করা (একটু জিরাতে দাও, এখানে একটু জিরিয়ে নাও)। বি. বিশ্রামগ্রহণ। [আ. জিরিয়ান্]। কথ্য জিরোনো। 5)
জাগর
জিগীষা
(p. 324) jigīṣā বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।
জেতা1
(p. 327) jētā1 (-তৃ) বিণ. জয়ী, জয়কারী। [সং. √ জি + তৃ]। 68)
জন্মাষ্টমী
জানুআরি, জানুয়ারি
(p. 322) jānuāri, jānuẏāri বি. ইংরেজি বত্সরের প্রথম মাস। [ইং. January]। 18)
জায়গির
জিঞ্জির
(p. 325) jiñjira বি. 1 শিকল; 2 কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; 3 (বিরল) কারাবাস; 4 দ্বীপান্তর। [ফা. জন্জীর্]। 7)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
জং
(p. 311) ja বি. মরচে, ধাতুমল, rust. [ফা. জংগ্]। 10)
জ্বলতঁহি
(p. 331) jbalatam̐hi ক্রি. (ব্রজ.) জ্বলছে। [সং. জ্বলতি]। 26)
জনয়িতা
(p. 312) janaẏitā (-তৃ) বি. জন্মদাতা, জনক, পিতা। [সং. √ জন্ + ণিচ্ + তৃ]। জনয়িত্রী বি. (স্ত্রী., ) জন্মদাত্রী, জননী, মাতা। 51)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2596064
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2206059
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814520
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062421
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908586
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713984
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634774

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us