Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জম্বুরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জম্বুরা এর বাংলা অর্থ হলো -

(p. 312) jamburā বি. (আঞ্চ.) বাতাবিলেবু।
[তু. জম্বীর]।
120)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জমানো
(p. 312) jamānō বি. ক্রি. সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো); 2 ঘনীভূত করা (বরফ জমানো); 3 জমায়েত করা (চেঁচিয়ে লোক জমানো); 4 সরগরম করা (আসর জমানো)। বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র-তু. হি. জমানা]। 111)
জাত৪
(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)
জজ
(p. 312) jaja বি. বিচারক, বিচারপতি। [ইং. judge]। জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)। 16)
জরতী
(p. 312) jaratī দ্র জরত্। 135)
জিতা, জেতা
(p. 325) jitā, jētā ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। বিণ. উক্ত অর্থে। 9)
জাগর
জয়োস্তু
(p. 312) jaẏōstu ক্রি. জয় হোক, জয়তু। [ সং. জয়ঃ + অস্তু]। 129)
জগ-ঝপ্প
জেঠি2, জেঠী
(p. 327) jēṭhi2, jēṭhī বি. টিকটিকি। [সং. জ্যেষ্ঠী]। 66)
জাগতিক
(p. 320) jāgatika বিণ. জগত্ বা ইহলোক সম্বন্ধীয়, পার্থিব (জাগতিক নিয়ম, জাগতিক সুখ-শান্তি)। [সং. জগত্ + ইক]। 11)
জলাবর্ত
(p. 312) jalābarta বি. নদী সমুদ্র প্রভৃতির জলে ঘূর্ণি, জলভ্রমি, whirpool. [সং. জল + আবর্ত]। 166)
জড়োপাসক
জমক
(p. 312) jamaka বি. 1 আড়ম্বরপূর্ণ শোভা; 2 সমারোহ; 3 জেল্লা। [হি. ঝমক, তু. সং. চমক]। জমকানো বি. ক্রি. জাঁকানো; জমজমে হওয়া; শোভিত হওয়া বা করা। বিণ. উক্ত সব অর্থে। জমকালো বিণ. জাঁকালো, আড়ম্বরপূর্ণ, জাঁকজমকবিশিষ্ট। 100)
জপিত
(p. 312) japita বিণ. জপ করা হয়েছে এমন (জপিত নাম)। [সং. √ জপ্ + ত]। 88)
জিরানো
(p. 326) jirānō ক্রি. বিশ্রাম করা (একটু জিরাতে দাও, এখানে একটু জিরিয়ে নাও)। বি. বিশ্রামগ্রহণ। [আ. জিরিয়ান্]। কথ্য জিরোনো। 5)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্যপরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
জঙ্গল
(p. 312) jaṅgala বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত। 11)
জাঠা1, যাঠা
জিশু
জগদ্বরেণ্য
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577647
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185331
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us