Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্বলিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জ্বলিত এর বাংলা অর্থ হলো -

(p. 331) jbalita বিণ. 1 জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; 2 প্রকাশিত; 3 দীপ্ত; 4 দগ্ধ।
[সং. √ জ্বল্ + ত]।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জনাকীর্ণ
(p. 312) janākīrṇa বিণ. জনবহুল, বহু লোকের দ্বারা পূর্ণ। [সং. জন + আকীর্ণ]। 54)
জর্দা
(p. 312) jardā দ্র জরদা। 151)
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
জহুরি
(p. 312) jahuri দ্র জহরি। 187)
জাত৪
(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)
জিন্দা
(p. 325) jindā বিণ. জীবিত, বেঁচে আছে এমন। [ফা. জিন্দা]। ̃ পির বি. 1 জীবিত সাধুপুরুষ; জাগ্রত সাধু; 2 অলৌকিক ক্ষমতাসম্পন্ন পির বা সাধু। ̃ বাদ ক্রি. বেঁচে থাকুক; জয়ী হোক। 20)
জোল, জোলা1
(p. 330) jōla, jōlā1 বি. সংকীর্ণ বা অপরিসর খাল, লম্বা কিন্তু সরু খাত। [জুলি দ্র]। 24)
জোশ
(p. 331) jōśa বি. 1 উদ্দীপনা, উত্সাহ (তোমার কথায় সে বেশ জোশ পেয়েছে); 2 উত্তপ্ত ভাব, উত্তাপ। [ফা. জোশ]। 3)
জমদগ্নি
(p. 312) jamadagni বিণ. 1 অগ্নি ভক্ষণকারী; 2 ক্রোধী। বি. পরশুরামের পিতা। [সং. √ জম্ + অত্ + অগ্নি]। 103)
জোড়া2
(p. 330) jōḍ়ā2 বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]। 7)
জডুল, (বিরল) জড়ুর
(p. 312) jaḍula, (birala) jaḍ়ura বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]। 34)
জা2
(p. 312) jā2 বি. সন্তান; পুত্র (ঘোষজা, বোসজা)। [বাং. প্রত্যয় সং. জাত]। 190)
জিরাত
(p. 326) jirāta বি. বাসের বা চাষের জমি (জমিজিরাত)। [আ. জরাআত্]। 3)
জাম-রূল
(p. 322) jāma-rūla বি. সাদা রঙের রসালো ফলবিশেষ। [দেশি]। 39)
জানত
জবাবি
(p. 312) jabābi বিণ. 1 জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড); 2 জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)। [আ. জওয়াব + বাং. ই]। 97)
জ্ঞানাঙ্কুর
জিলাপি, (কথ্য) জিলিপি
(p. 326) jilāpi, (kathya) jilipi বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]। 9)
জিঞ্জির
(p. 325) jiñjira বি. 1 শিকল; 2 কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; 3 (বিরল) কারাবাস; 4 দ্বীপান্তর। [ফা. জন্জীর্]। 7)
জীবন্ত
(p. 327) jībanta বিণ. 1 বেঁচে আছে এমন, সজীব, জীবিত (জীবন্ত দগ্ধ); 2 অত্যন্ত স্পষ্ট (জীবন্ত সত্য)। [সং. √ জীব্ + বাং. অন্ত]। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577940
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185733
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785823
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027071
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901175
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848152
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708633
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620327

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us