Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ডিহি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ডিহি এর বাংলা অর্থ হলো -

(p. 357) ḍihi বি. কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি।
[হি. ফা. ডীহ্]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ডাক৪
ড্রিল2
(p. 359) ḍrila2 বি. সম্মিলিত ব্যায়াম। [ইং. drill]। 14)
ডুব
(p. 357) ḍuba বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব প্রাকৃ.বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু - ডুবরিডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি - ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন। 34)
ডাক৩
(p. 355) ḍāka3 বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা। 12)
ডাঁটি
(p. 355) ḍān̐ṭi বি. ছোট হাতল, বাঁট বা মূষল। [বাং. ডাঁট1 + ই]। 5)
ডাক2
(p. 355) ḍāka2 বি. প্রতিমা সাজাবার জন্য শোলা রাংতা জরি ইত্যাদির অলংকার (ডাকের সাজ)। [হি. ডাঁক]। 11)
ডাল1, ডাইল, দাল
(p. 355) ḍāla1, ḍāila, dāla বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ̃ পুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ̃ মুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল। 42)
ডেয়ে, ডেয়ো, ডেঁয়ে
(p. 357) ḍēẏē, ḍēẏō, ḍēm̐ẏē বি. দাড়াওয়ালা ব়ড় কালো পিঁপড়েবিশেষ। [দেশি]। 57)
ডাণ্ডা
(p. 355) ḍāṇḍā বি. 1 মোটা লাঠি, কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি; 2 ছোটদের খেলার ছোট লাঠি। [সং. দণ্ড]। ̃ গুলি বি. ডাংগুলি। 31)
ডাবু
(p. 355) ḍābu বি. (সচ. পিতলের) বড় হাতা (ডাবু হাতা)। [সং. দর্বী]। 36)
ডেলা
(p. 357) ḍēlā বি. 1 দলা, গোলাকার বস্তু (কাগজটাকে ডেলা পাকিয়ে ফেলে দিল); 2 ঢিল। [দেশি]। 59)
ড্যাব-ড্যাব
ডেঁটে
(p. 357) ḍēn̐ṭē দ্র ডাঁট। 43)
ডিবা, (কথ্য) ডিবে
(p. 357) ḍibā, (kathya) ḍibē বি. 1 কোটা (পানের ডিবা, নস্যির ডিবে); 2 কেরোসিন জ্বালাবার টেমি বা ছোট পাত্র। [তেলু. ডব্বি-তু. হি. ডিব্বা]। 11)
ডম্বরু, ডম্বুরু, ডম্বুর
(p. 354) ḍambaru, ḍamburu, ḍambura বি. ডমরু, ডুগডুগি ('ডম্বরু বাজল গম্ভীর গরজনে')। [ডমরু দ্র]। 20)
ড্রেস
(p. 359) ḍrēsa বি. 1 পোশাক; 2 ক্ষতস্হানের বাঁধন। [ইং. dress]।
ডালপুরি
(p. 355) ḍālapuri দ্র ডাল1। 47)
ডেকরা
(p. 357) ḍēkarā বি. বিণ. 1 ধূর্ত, শঠ; 2 ধৃষ্ট; 3 অভদ্র। [ সং. ডিঙ্গর]। 48)
ডাইন2, ডাইনি, ডান2
ডোবা1
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us