Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাঁরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তাঁরা এর বাংলা অর্থ হলো -

(p. 373) tām̐rā সর্ব. (তাঁহারা-র চলিত রূপ)।
সেই ব্যক্তিরা।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তেঁ2, তেঁই, তেঁউ, তেঁএ
(p. 375) tē2, n̐tēm̐i, tēm̐u, tēm̐ē অব্য. (প্রা. বাং.) তাই, সেইজন্য, তজ্জন্য ('অনেকের পতি তেঁই পতি মোর বাম': ভা. চ.)। [সং. তেন]। 264)
তেমাথা, তেমেটে, তেমোহানা
(p. 375) tēmāthā, tēmēṭē, tēmōhānā দ্র তে3। 302)
তেতে-পুড়ে
(p. 375) tētē-puḍ়ē ক্রি-বিণ. (সাধারণত) রোদের তাপে গরম হয়ে বা রোদের তাপে পরিশ্রম করে (তেতেপুড়ে এসেই জল খেয়ো না)। [বাং. তাতিয়া + পুড়িয়া]। 292)
তনাদি
(p. 367) tanādi বি. (ব্যাক.) সংস্কৃত ধাতুর গণবিশেষ। [সং. তন্ + আদি]। 11)
তুক
(p. 375) tuka বি. 1 বশীকরণের প্রকরণ, গুণ (তুক করা); 2 বশীকরণের মন্ত্র; জাদুমন্ত্র (অনেক তুক জানে); 3 (সংগীতে) খেয়াল ধ্রুপদাদি সংগীতের কলি বা চরণ। [হি. তুক]। ̃ তাক বি. জাদুর মন্ত্রতন্ত্র। 177)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
তাজিয়া
তাত্-ক্ষণিক
(p. 375) tāt-kṣaṇika বিণ. 1 সেই সময়ের, তত্কালীন; 2 (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]। 4)
তুলিত
(p. 375) tulita বিণ. 1 উপমিত, তুলনা করা হয়েছে এমন (শারদশশীর সঙ্গে সেই মুখ তুলিত হয়েছে); 2 ওজন করা হয়েছে এমন, নিক্তিতে মাপ করা হয়েছে এমন। [সং. √ তুল্ + ত]। 228)
তন্মাত্র2
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্তমলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
তমঃ
(p. 367) tamḥ (-মস্) বি. 1 অন্ধকার; 2 প্রকৃতির তৃতীয় বা নিকৃষ্টতম গুণ, তমোগুণ, তামসিক ভাব; 3 মোহ (তমোযুক্ত মন); 4 অজ্ঞান, বোধহীনতা। [সং. তম্ + অস্]। 66)
তরঙ্গ
তস্কর
(p. 372) taskara বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। ̃ তা বি. তস্করের বৃত্তি; চুরি। 13)
তাওয়া2
(p. 373) tāōẏā2 ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)। [ফা. তাওয়া]। ̃ নো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। বি. বিণ. উক্ত সব অর্থে। 6)
তন্ত্র
(p. 367) tantra বি. 1 সাধনপ্রণালীপ্রধান শাস্ত্রবিশেষ; শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি (তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র); 2 বেদের শাখাবিশেষ, আগম, নিগম; 3 রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, রাজতন্ত্র); 4 বিদ্যা বা শাস্ত্র (চিকিত্সাতন্ত্র); 5 সাধনপ্রণালী, পন্হা; 6 মতবাদ (কোনো তন্ত্র মানি না, বস্তুতন্ত্র); 7 অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চতন্ত্র); 8 মন্ত্রবিদ্যা, ঝাড়ফুঁক; 9 তাঁত, বয়নযন্ত্র; 1 পশুর অন্ত্র; 11 তার (বীণাতন্ত্র)। বিণ. অধীন, আয়ত্ত, বশ (স্বতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, পরতন্ত্র)। [সং. √ তন্ + ত্র]। ̃ ধারক, ̃ ধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে। ̃ শাস্ত্র বি. শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্রবিশেষ। 17)
তোয়1
(p. 387) tōẏa1 বি. জল। [সং. √ তু + য]। ̃ দ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। ̃ দাগম বি. 1 বর্ষাকাল; 2 মেঘের বা বর্ষার আবির্ভাব। ̃ নিধি, ̃ ধি বি. সমুদ্র। 22)
তাবিজ
(p. 375) tābija বি. 1 বাহুর অলংকারবিশেষ; 2 মাদুলি, কবচ। [আ. তবীজ]। 38)
ত৪, (বর্জি.) তঃ
(p. 363) ta4, (barji.) tḥ (তস্) হতে, থেকে, তে প্রভৃতি 5মী ও 7মী বিভক্তির স্হানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]। 4)
তামাক, তামাকু
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us