Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোয়1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তোয়1 এর বাংলা অর্থ হলো -

(p. 387) tōẏa1 বি. জল।
[সং. √ তু + য]।
দ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ।
দাগম
বি. 1 বর্ষাকাল; 2 মেঘের বা বর্ষার আবির্ভাব।
নিধি,ধি
বি. সমুদ্র।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তলিত
(p. 371) talita বিণ. তেল বা ঘিয়ে ভাজা, ভাজা ('বড় বড় ইছা মাছ করিল তলিত': বি. গু.)। [হি. তলনা = (ভাজা)]। 28)
তড়িল্লতা
(p. 364) taḍ়illatā বি. লতার আকৃতিযুক্ত বিদ্যুত্। [সং. তড়িত্ + লতা]। 36)
তেনা2
তিরা-নব্বই, (কথ্য) তিরা-নব্বুই
(p. 375) tirā-nabbi, (kathya) tirā-nabbui বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিনবতি]। 141)
তলা
তালচোঁচ, তালনবমী, তালপুকুর, তালবৃন্ত
(p. 375) tālacōn̐ca, tālanabamī, tālapukura, tālabṛnta দ্র তাল3। 90)
তু1
তন্তু
(p. 367) tantu বি. 1 সুতো; 2 আঁশ; 3 তাঁত। [সং. √ তন্ + তু]। ̃ কীট বি. গুটিপোকা, silkworm. ̃ জ বিণ. তন্তু বা তাঁত থেকে উত্পন্ন (তন্তুজ শাড়ি)। ̃ জীবী বি. তাঁতি। ̃ নাথ বি. মাকড়সা। ̃ বায় (অপ্র.) ̃ বাপ বি. তাঁতি। [সং. তন্তু + √ বে + অ, তন্তু + √ বপ্ + অ]। 16)
তেলানো
(p. 375) tēlānō বি. ক্রি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 তেল মাখানো; 3 (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 (ব্যঙ্গে) তোষামোদ; 3 তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি। 313)
তবক2
(p. 367) tabaka2 বি. স্তর, থাক (তবকে তবকে সাজানো কাপড়)। [তু. সং. স্তবক]। 52)
তৃণ
(p. 375) tṛṇa বি. ঘাস খড় এবং ওইজাতীয় উদ্ভিদ। [সং. √ তৃণ্ + অ]। ̃ জ্ঞান বি. তৃণের মতো তুচ্ছ বা অবজ্ঞার পাত্র বলে বোধ করা। ̃ দ্রূম বি. তাল, নারকেল, খেজুর প্রভৃতি তৃণসদৃশ শাখাহীন গাছ। ̃ ধান্য বি. উড়িধান। ̃ বত্ বিণ. 1 তৃণের সমান; 2 পলকা; 3 তুচ্ছ; 4 দুর্বল। ক্রি-বিণ. নিতান্ত তুচ্ছরূপে (তৃণবত্ গণ্য করা)। ̃ ভোজী (-জিন্), তৃণাদ বিণ. তৃণ আহার করে বেঁচে থাকে এমন। তৃণাসন বি. খড় ঘাস প্রভৃতি দিয়ে তৈরি আসন; কুশাসন। 245)
তুরানি
তিলক
(p. 375) tilaka বি. দেহের নানা স্হানে চন্দন প্রভৃতির ফোঁটা বা ছাপ (তিলক কাটা)। বিণ. তিলকের মতো অলংকারস্বরূপ, শ্রেষ্ঠ (কুলতিলক)। [সং. তিল + ক]। তিলক কাটা ক্রি. বি. গায়ে তিলক আঁকা। ̃ মাটি বি. গঙ্গানদী বা অন্য তীর্থস্হানের যে মাটি দিয়ে তিলক আঁকা হয়। ̃ সেবা, ̃ ছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা। তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন ('অলকা তিলকা ভালে')। তিলকী (-কিন্) বিণ. তিলকধারী (তিলকী বৈষ্ণব)। 149)
তুল2
(p. 375) tula2 বি. 1 দাঁড়িপাল্লা; 2 তৌল করা (তুল করে দেখা)। [সং. তুলা]। 215)
তিব্বতি
(p. 375) tibbati বিণ. তিব্বতদেশ সম্বন্ধীয়। বি. তিব্বতের লোক বা ভাষা। [তিব্বত + বাং. ই]। 132)
তেমত
(p. 375) tēmata বিণ. (অপ্র.) সেইরকম। [বাং. তা + মত]। তেমতি ক্রি-বিণ. (কাব্যে) তেমন, সেইরকমভাবে। 300)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায়কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
ত্রপু
(p. 387) trapu বি. 1 সীসা; 2 রাং; 3 দস্তা। [সং. √ ত্রপ্ + উ]। 77)
তুবড়ি
তেড়ে
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730972
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943157
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883665
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696746
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us