Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাধিন, তাধিনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তাধিন, তাধিনা এর বাংলা অর্থ হলো -

(p. 375) tādhina, tādhinā বি. নৃত্য বা তবলার বোলবিশেষ।
[ধ্বন্যা.]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তেজ-বর
তড়পানো
তুড়ি
(p. 375) tuḍ়i বি. বুড়ো আঙুলের সঙ্গে মধ্যমা বা অনামিকার সংযোগে কৃত শব্দ। [দেশি]। তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া। তুড়ি মারা ক্রি. বি. (আল.) তুচ্ছজ্ঞান করা, অগ্রাহ্য করা। ̃ লাফ বি. স্ফূর্তির বশে হঠাত্-তিড়িং লাফ। 186)
তকত, তক্ত, তখত
(p. 363) takata, takta, takhata বি. সিংহাসন ('একদিকে দিল্লীর বাদশাহী তক্ত, আর একদিকে চিতোরের রাজসিংহাসন': অবনীন্দ্র); (আল.) গদি। [ফা. তখ্ত্]। ̃ তাউস বি. ময়ূরসিংহাসন। [ফা. তখত্ + আ. তাউস (=ময়ূর)]। 10)
তুড়া2, তোড়া
(p. 375) tuḍ়ā2, tōḍ়ā ক্রি. 1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে); 2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)। [প্রাকৃ.তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]। ̃ নো ক্রি. তুড়া বা তোড়া। বি. বিণ. উক্ত অর্থে। 185)
তমো-নাশ
(p. 367) tamō-nāśa বি. বিণ. অন্ধকার দূরকারী। [সং. তমস্ + নাশ]। 77)
তিলোত্তমা
তলানো
(p. 371) talānō ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]। 25)
তদবধি
(p. 365) tadabadhi ক্রি-বিণ. সেই সময় থেকে, সেইসময় বা ঘটনার পর থেকে, সেই অবধি (তদবধি তার মনে শান্তি নেই)। [সং. তদ্ + অবধি]। 26)
তাল1
(p. 375) tāla1 বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)। [সং. √ তল্ + অ]। তাল করা ক্রি. বি. জ়ড়ো বা স্তূপ করা। তাল-গোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া। তাল পাকানো ক্রি. তালগোল পাকানোঅনুরূপ। তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি। 81)
তেপায়া
(p. 375) tēpāẏā দ্র তে3। 298)
ত্বরণ
(p. 387) tbaraṇa বি. (বিজ্ঞা.) বেগের ক্রমবৃদ্ধি, acceleration (বি. প.)। [সং. √ ত্বর্ + অন]। 60)
তসিল, তসিল-দার
(p. 372) tasila, tasila-dāra যথাক্রমে তহসিলতহসিলদার -এর চলিত রূপ। 12)
তরণি, তরণী
(p. 367) taraṇi, taraṇī বি. 1 যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; 2 সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]। 97)
তাই1
(p. 372) tāi1 বি. করতালি, হাততালি ('তাই তাই তাই, মামার বাড়ি যাই': ছড়া)। [সং. তালি]। 26)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
তড়-বড়
(p. 364) taḍ়-baḍ় বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়-বড়া, তড়-বড়ানো ক্রি. তড়বড় করা। বি. উক্ত অর্থে। তড়-বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়-বড়ে বিণ. তড়বড় করে এমন। 24)
তক্কেতক্কে
(p. 363) takkētakkē দ্র তর্কেতর্কে। 18)
তাও1
(p. 373) tāō1 বি. 1 কাপড়চোপড়ের ভাঁজ; 2 উত্তাপ। [সং. তাপ]। 3)
তর্জনী
(p. 371) tarjanī বি. হাতের বুড়ো আঙুলের পাশের আঙুল। [সং. √ তর্জ্ + অন + ঈ]। 8)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767979
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365380
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720793
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697622
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594318
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544514
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542139

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন