Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দংশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দংশ এর বাংলা অর্থ হলো -

(p. 395) daṃśa বি. ডাঁশ, বড় মশা।
[সং. √ দন্শ্ + অ]।
স্ত্রী. দংশী।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুর্জন
(p. 414) durjana বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]। 21)
দৈব
(p. 421) daiba বি. অদৃষ্ট, ভাগ্য ('প্রবাসে দৈবের বশে': মধু)। বিণ. 1 দেবতাসম্বন্ধীয় (দৈবঘটনা); 2 দেবকৃত (দৈববাণী); 3 বুদ্ধির অগম্য, অলৌকিক (দৈব শক্তি, দৈব চিকিত্সা)। [সং. দেব + অ]। স্ত্রী. দৈবী। ̃ ক্রমে, ̃ গতিকে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)। ̃ ঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা। ̃ জ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী। ̃ ত বি. দেবতা ('সহায় দৈবত': সু.দ.)। ̃ দুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা। ̃ দোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা। ̃ বশত, ̃ বশে-দৈবক্রমে -র অনুরূপ। ̃ বাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা। ̃ বিড়ম্বনা বি. দেবতার বা ভাগ্যের ছলনা বা প্রতিকূলতা। ̃ যোগে ক্রি-বিণ. দৈবক্রমে -র অনুরূপ। ̃ শক্তি বি. দেবতার আয়ত্ত বা অলৌকিক শক্তি; বিধিদত্ত ক্ষমতা। দৈবাত্ অব্য. 1 হঠাত্, সহসা (দৈবাত্ যদি কেউ চলে আসে); 2 দৈববশত। দৈবাদেশ বি. দেবতার নির্দেশ; অলৌকিক প্রেরণা। দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। 63)
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
দংশক
(p. 395) daṃśaka বিণ. দংশনকারী, যে কামড়ায়। বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অক]। 8)
দলুয়া, (কথ্য) দলো
(p. 401) daluẏā, (kathya) dalō বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া ও]। 6)
দ্রব
(p. 426) draba বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। ̃ ণ বি. তরলীভবন, গলন, solution. ̃ ণীয় বিণ. গলানো যায় এমন।̃ তা, ̃ ত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবী-করণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবী-কৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবী-ভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবী-ভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত। 58)
দিয়াড়ি
(p. 408) diẏāḍ়i বি. 1 প্রদীপ; 2 মশাল ('আসিল দিয়াড়ি হাতে রাজার ঝিয়ারি': রবীন্দ্র)। [ দিয়ালি সং. দীপালি]। 36)
দোভাষী
(p. 421) dōbhāṣī দ্র দো। 95)
দিয়ালা
(p. 408) diẏālā দ্র দেয়ালা। 37)
দিয়াড়া
(p. 408) diẏāḍ়ā বি. 1 দ্বীপ; 2 চর বা চড়া। [সং. দ্বীপ দিয়া + বাং. ড়া (সাদৃশ্যার্থে)]। 35)
দগ-দগ
দড়াম
(p. 396) daḍ়āma অব্য. বি. 1 কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; 2 হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; 3 বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]। 21)
দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য
(p. 416) durlaṅgha, durlaṅghya বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. ̃ তা। 9)
দাবনা
(p. 405) dābanā বি. 1 ঊরুর মাংসল অংশ; 2 ঊরু। [দেশি]। 10)
দমী
(p. 398) damī (-মিন্) বিণ. 1 দমনশীল; দমনকারী; 2 সংযমী; 3 জিতেন্দ্রিয়। [সং. √ দম্ + ইন্]। 29)
দ্রষ্টব্য
(p. 426) draṣṭabya বিণ. 1 দর্শনীয়, দেখার বা বিবেচনার যোগ্য; 2 কোনো বিষয় উপলব্ধি করার জন্য অধ্যয়নযোগ্য, জ্ঞাতব্য, বিবেচ্য। [সং. √ দৃশ্ + তব্য]। 62)
দায়ক
(p. 405) dāẏaka বিণ. (সমাসে পরপদরূপে) দাতা, যে দেয়, (কষ্টদায়ক, আরামদায়ক)। [সং. √ দা + অক]। বিণ. স্ত্রী. -দায়িকা, -দায়িনী। 31)
দলাদলি
(p. 400) dalādali দ্র দল।
দুরতি-ক্রমণ
দুয়ো2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577933
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185721
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785802
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027034
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901169
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848150
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620318

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us