Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দখল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দখল এর বাংলা অর্থ হলো -

(p. 396) dakhala বি. 1 অধিকার, কর্তৃত্ব, অধীনতা (জমির দখল পাওয়া, দখলে রাখা); 2 জ্ঞান, ব্যুত্পত্তি, পটুতা (বিজ্ঞানে দখল আছে)।
[আ. দখ্ল্]।
কার,দার,
দখলি-কার, দখলি-দার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী ('দখলিকার স্বত্বে': সু.রা.)।
নামা
বি. (সম্পত্তি ইত্যাদিতে) অধিকারের দলিল।
দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত।
দখলি স্বত্ব বি. দখলে থাকার ফলে প্রাপ্ত অধিকার।
দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দরিয়া
(p. 399) dariẏā বি. 1 বড় নদী ('অকুল দরিয়ার বুঝি কুল নাই রে'); 2 সমুদ্র। [ফা. দর্ইয়া]। 32)
দুর্গতি
(p. 414) durgati বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। ̃ নাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী। 8)
দ্বৈরাজ্য
দোলা2
(p. 425) dōlā2 ক্রি. দুলানো, দোল দেওয়া, আন্দোলিত করা (গাছের ডালটাকে দোলাচ্ছে)। বি. দোল, আন্দোলন (আমার মনকে দোলা দিয়েছে)। [প্রাকৃ. √ দোল + বাং. আ]। ̃ নো ক্রি. দোল দেওয়া, দুলানো। বি. উক্ত অর্থে। 2)
দারগ্রহণ
(p. 406) dāragrahaṇa দ্র দার1। 14)
দণ্ডার্হ
(p. 396) daṇḍārha বিণ. শাস্তিলাভের যোগ্য, দণ্ডনীয়। [সং. দণ্ড + √ অর্হ্ + অ]। 32)
দুহিতা
(p. 416) duhitā (-তৃ) বি. কন্যা, নন্দিনী।[সং. √ দুহ্ + তৃ]। 56)
দীপ্তাংশু
দ্বৈবার্ষিক
(p. 426) dbaibārṣika বিণ. 1 দুই বত্সর অন্তর ঘটে এমন; 2 দুই বত্সরব্যাপী। [সং. দ্বিবর্ষ + ইক]। 37)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক.সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘপ্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
দ্ব্যাত্মবাদী
(p. 426) dbyātmabādī (-দিন্) বিণ. দ্বৈতবাদী, জীবাত্মাপরমাত্মার পৃথক অস্তিত্ব মানে এমন। [সং. দ্বি + আত্মন্ + √ বদ্ + ইন্]। 48)
দোতলা, দোতালা
(p. 421) dōtalā, dōtālā দ্র দো। 80)
দখিন
(p. 396) dakhina বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ ('দখিনে যাও চলে': রবীন্দ্র)। 7)
দুর্হৃদ
দোতারা
(p. 421) dōtārā দ্র দু। 81)
দেবালয়, দেবায়তন
(p. 421) dēbālaẏa, dēbāẏatana বি. মন্দির। [সং. দেব + আলয়, আয়তন]। 13)
দুত্তোর
(p. 411) duttōra ধুত্তোর -এর রূপভেদ। 19)
দত্তি
(p. 396) datti বি. 1 দান; 2 বিতরণ। [সং. √ দা + তি]। 38)
দেওয়ানি
(p. 419) dēōẏāni দ্র দেওয়ান। 4)
দেদীপ্য-মান
(p. 419) dēdīpya-māna বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073242
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768366
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365786
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697904
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594547
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544935
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542242

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন