Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দশাহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দশাহ এর বাংলা অর্থ হলো -

(p. 401) daśāha বি. 1 দশ দিন; 2 দশ দিনব্যাপী উত্সব।
বিণ. দশ দিনব্যাপী; 2 দশম দিনে অনুষ্ঠেয় (দশাহকৃত)।
[সং. দশ + অহন্]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুষ্কুল
(p. 416) duṣkula বি. 1 হীন বা অসত্ বংশ; 2 নীচ বংশ।[সং. দুর্ + কুল]। 33)
দৌড়
(p. 425) dauḍ় বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)। [ সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]। ̃ ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2 দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)। দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা। দৌড়া-দৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি। দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। বিণ. উক্ত অর্থে। 26)
দরিয়া
(p. 399) dariẏā বি. 1 বড় নদী ('অকুল দরিয়ার বুঝি কুল নাই রে'); 2 সমুদ্র। [ফা. দর্ইয়া]। 32)
দ্বাবিংশ
(p. 426) dbābiṃśa বিণ. 22 সংখ্যক। [সং. দ্বাবিংশতি + অ]। ̃ তি বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক, বাইশ। ̃ তি.তম বিণ. 22 সংখ্যক। স্ত্রী. ̃ তি.তমী। 15)
দুরভি-সন্ধি
দোতারা
(p. 421) dōtārā দ্র দু। 81)
দেখ, দেখো
দুরব-গাহ
(p. 413) duraba-gāha বিণ. 1 যাতে অবগাহন বা প্রবেশ করা অত্যন্ত কঠিন; 2 যার তল পাওয়া যায় না; 3 অত্যন্ত জটিল, দুর্জ্ঞেয় (দুরবগাহ তত্ত্ব); 4 দুর্গম। [সং. দুর্ + অবগাহ (অব + √ গাহ্ + অ)]। 11)
দুরভি-গম্য
(p. 413) durabhi-gamya বিণ. 1 অতিকষ্টে যাওয়া যায় এমন; 2 সহজে পাওয়া যায় না এমন। [সং. দুর্ + অভি + √ গম্ + য]। 13)
দ্ব্যণুক
(p. 426) dbyaṇuka বিণ. দুই অণুর সমবায়ে উত্পন্ন। [সং. দ্বি + অণু + ক]। 43)
দুপ
(p. 411) dupa বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ, [ধ্বন্যা.]। ̃ দাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)। 27)
দারুণ
দধি
(p. 396) dadhi বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি। 40)
দস্যি
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দর্পহারী, দর্পিত, দর্পী
(p. 400) darpahārī, darpita, darpī দ্র দর্প। 7)
দুরস্ত, দোরস্ত
দোপাটি
(p. 421) dōpāṭi বি. লাল ও গোলাপি রঙের পাপড়িযুক্ত ছোট মরশুমি ফুলবিশেষ। [সং. দ্বিপুটি]। 88)
দীপপুঞ্জ, দীপবর্তিকা, দীপমালা, দীপশলাকা, দীপশিখা
(p. 408) dīpapuñja, dīpabartikā, dīpamālā, dīpaśalākā, dīpaśikhā দ্র দীপ। 58)
দমী
(p. 398) damī (-মিন্) বিণ. 1 দমনশীল; দমনকারী; 2 সংযমী; 3 জিতেন্দ্রিয়। [সং. √ দম্ + ইন্]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534729
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140254
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942591
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us