Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিসূদক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিসূদক এর বাংলা অর্থ হলো -

(p. 475) nisūdaka বিণ. বিনাশকারী, হন্তা, সূদন বা হনন করে এমন।
[সং. নি + √ সূদ্ + অক]।
46)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিরুত্তর
নিরাকার
(p. 467) nirākāra বিণ. আকারহীন, মূর্তিহীন। বি. 1 আকাশ; 2 পরব্রহ্ম। [সং. নির্ + আকার]। 15)
নগ্না, নগ্নিকা, নগ্নীকরণ
(p. 444) nagnā, nagnikā, nagnīkaraṇa দ্র নগ্ন। 17)
নিরুপাখ্য
(p. 468) nirupākhya বিণ. 1 ব্যক্ত করা যায় না এমন; 2 আখ্যাত করা যায় না এমন; 3 অবাস্তব, অস্তিত্ব নেই এমন, আকাশকুসুম। [সং. নির্ + উপ + আখ্যা (সমাসান্ত)]। 28)
নাগাল
নির্মেঘ
(p. 468) nirmēgha বিণ. মেঘহীন, মেঘমুক্ত (শরতের নির্মেঘ আকাশ)। [সং. নির্ + মেঘ]। 148)
নট1
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নির্মা
(p. 468) nirmā ক্রি. (কাব্যে) নির্মাণ করা, রচনা করা। [সং. নির্ + √ মা]। ̃ নো ক্রি. নির্মাণ করা বা করানো। বি. উক্ত অর্থে। 137)
নিস্ত্রৈগুণ্য
(p. 475) nistraiguṇya বিণ. সত্ত্ব রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধীনতা থেকে মুক্ত। [সং. নির্ + ত্রিগুণ + য]। 61)
নারাজ
(p. 454) nārāja বিণ. 1 অরাজি, অসম্মত, রাজি নয় এমন (এ কাজ করতে নারাজ); 2 অসন্তুষ্ট (নারাজ লোক)। [আ. নারাজ্]। 72)
নির্বোধ
(p. 468) nirbōdha বিণ. 1 চেতনাহীন, অজ্ঞান; 2 মূর্খ, বুদ্ধিহীন। [সং. নির্ + বোধ]। 120)
নীরন্ধ্র
(p. 475) nīrandhra বিণ. 1 রন্ধ্র বা ছিদ্র নেই এমন; 2 কোনো ফাঁক নেই এমন; 3 ঘন, ঠাসবুননযুক্ত; 4 চারিদিক রুদ্ধ এমন। [সং. নিঃ (নির্) + রন্ধ্র]। 90)
নির্বিশঙ্ক
নোটিস
(p. 481) nōṭisa বি. বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন। [ইং. notice]। 9)
নীতি
(p. 475) nīti বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3 হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি); 6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি। [সং. √ নী + তি]। ̃ কথা, ̃ বাক্য বি. হিতোপদেশ। ̃ জ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ। ̃ জ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান। ̃ বাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী। ̃ বিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়। ̃ শাস্ত্র বি. ন্যায়-অন্যায়কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। 79)
নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
নেড়া-পোড়া
নতোন্নত
(p. 444) natōnnata বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]। 49)
নিরন্তরাল
(p. 461) nirantarāla বিণ. অন্তরালহীন, যাতে আড়াল নেই। [সং. নির্ + অন্তরাল]। 135)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730597
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942795
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883562
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838480
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us