Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নহা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নহা এর বাংলা অর্থ হলো -

(p. 451) nahā ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)।
[বাং. না + √ হ + আ]।
নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)।
নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)।
নহিস অনু-ক্রি. হোস না।
নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)।
নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিজ
(p. 460) nija বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ̃ কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ̃ ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ̃ মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ̃ স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 27)
নভো-নীল
(p. 447) nabhō-nīla বি. আকাশের নীল রং বা নীলিমা; আশমানি রং। বিণ. আশমানি রংবিশিষ্ট (নভোনীল শাড়ি)। [সং. নভঃ + নীল]। 31)
নিরাকূত
নর্দমা
নিরন্তরাল
(p. 461) nirantarāla বিণ. অন্তরালহীন, যাতে আড়াল নেই। [সং. নির্ + অন্তরাল]। 135)
নিবন্ধক
(p. 461) nibandhaka বি. যে রেজিস্ট্রি করে, registrar (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অক]। 60)
ন্যাড়
নাগিনী
নিষ্ক
(p. 473) niṣka বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 সোনার পরিমাণবিশেষ, ষোলো মাষা। [সং. √ নিষ্ক্ + অ]। 56)
নবিশ1, (বর্জি.) নবিস1
নির্মঞ্ছন
(p. 468) nirmañchana বি. 1 দেবতার আরাধনা; 2 আরতি, নীরাজনা। [সং. নির্ + √ মনছ্ + অন]। 131)
নিকাল
(p. 459) nikāla বি. বিতাড়ন, দূর করা, দূর হওয়া। বিণ. বিতাড়িত; দূরীভূত (নিকাল যাওয়া)। [হি.]। নিকালো অনু-ক্রি বেরিয়ে যাও, দূর হও (এখান থেকে নিকালো)। 10)
নিচ
(p. 460) nica বিণ. নিম্ন, নিচু (নিচ জমি)। বি. নিম্ন স্হান, নিচু জায়গা ('আছে নিচে চতুর্দিকে কাছে': রবীন্দ্র)। [সং. নীচ]। 19)
নিকর
(p. 459) nikara বি. 1 রাশি, সমূহ (নক্ষত্রনিকর); 2 সারবস্তু; 3 ধন, রত্ন, নিধি; 4 মোট, সমষ্টি (নিকর বাকি)। [সং. নি + √ কৃ + অ]। ̃ বাকি বি. বাকি পড়ে যাওয়া মোট খাজনা, মোট বকেয়া খাজনা। 2)
নিভৃত
(p. 461) nibhṛta বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন ('জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি': রাজ. বসু)। বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]। 86)
নিড়া
নড়া2
(p. 444) naḍ়ā2 ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ̃ চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ̃ নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। 41)
নাব্য
(p. 454) nābya বিণ. 1 নৌকা জাহাজ প্রভৃতি চালাবার পক্ষে উপযুক্ত, নৌবাহনসাধ্য; 2 নৌকাদি জলযানে যা পার হওয়া যায় (নাব্য নদী)। [সং. নৌ + য]। বি. ̃ তা। 42)
নেংচা, নেংচানো
(p. 479) nēñcā, nēñcānō যথাক্রমে লেংচা বা ল্যাংচা এবং লেংচানো বা ল্যাংচানো -র কথ্য রূপ। নেংচে চলা ক্রি. বি. খুঁড়িয়ে চলা বা হাঁটা। 7)
নিসিন্দা
(p. 475) nisindā বি. অত্যন্ত তেতো ভেষজ গাছবিশেষ। [দেশি]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140386
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730610
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942803
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696637
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us