Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নালায়েক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নালায়েক এর বাংলা অর্থ হলো -

(p. 454) nālāẏēka বিণ. 1 নাবালক (নালায়েক ছেলে); 2 অক্ষম, অনুপযুক্ত।
[ফা. না + লায়েক]।
82)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিষ্কৃতি
(p. 475) niṣkṛti বি. নিস্তার, অব্যাহিত, রক্ষা পাবার উপায় (তার হাত থেকে নিষ্কৃতি নেই); 2 মার্জনা; 3 ঋণমুক্তি। [সং. নির্ + √ কৃ + তি]। নিষ্কৃত বিণ. মুক্ত; মার্জনাপ্রাপ্ত। 10)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
ন৩
(p. 443) na3 বিণ. 1 নতুন; 2 চতুর্থ বা সেজো-র পরবর্তী (ন-বউ, ন-মামা)। [হি. নও সং. নব]। 4)
নেমক, নেমক-হারাম
নও-রোজ
নেংচা, নেংচানো
(p. 479) nēñcā, nēñcānō যথাক্রমে লেংচা বা ল্যাংচা এবং লেংচানো বা ল্যাংচানো -র কথ্য রূপ। নেংচে চলা ক্রি. বি. খুঁড়িয়ে চলা বা হাঁটা। 7)
নারদ
(p. 454) nārada বি. (কলহসংগঠক বলে খ্যাত) দেবর্ষিবিশেষ। [সং. নার + √ দা + অ]। 67)
নির্লিপ্তি
নও
(p. 443) nō ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]। 11)
নাটিকা
(p. 452) nāṭikā বি. ক্ষুদ্র নাটক, অল্প দৈর্ঘ্যের নাটক। [সং. নাটক + আ]। 60)
নয়া
(p. 447) naẏā বিণ. 1 নতুন, অভিনব (নয়া কায়দা, নয়া মতলব, নয়া সাম্রাজ্যবাদ); 2 নব্য, আধুনিক (নয়া যুগ)। [হি. নয়া সং. নব]। নয়া জমানা বি. 1 নতুন রাজত্ব বা রাজত্বকাল; 2 নতুন শাসনব্যবস্হা; 3 নতুন যুগ। নয়া পয়সা বি. ভারতের নিম্নতম মূল্যের, পূর্বতন পয়সা, পয়সা। 62)
নিপট1
(p. 461) nipaṭa1 বিণ. বিণ-বিণ. অত্যন্ত, নিতান্ত, নিশ্চিত ('নিপট কপট তুয়া শ্যাম')। [হি. নিপট]। 44)
নিশুতি, নিষুতি
(p. 473) niśuti, niṣuti বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [ সং. নিষুপ্তি]। 34)
নৈকষ্য
(p. 480) naikaṣya বিণ. 1 নিকষে পরীক্ষিত; 2 বিশুদ্ধ, খাঁটি (নৈকষ্য কুলীন)। [সং. নিকষ + য]। 21)
নথি
নির্বাধ
নিস্বন, নিস্বান
(p. 475) nisbana, nisbāna বি. শব্দ, ধ্বনি, রব (নূপুরনিস্বন)। [সং. নি + √ স্বন্ + অ]। 64)
নির্বর্তন
(p. 468) nirbartana বি. কোনো কাজের সমাপ্তি বা সম্পাদন, নিষ্পাদন। [সং. নির্ + √ বৃত্ + অন]। 81)
নট৩
নিরবদ্য
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577773
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185496
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785549
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026486
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901089
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708586
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us